গল্পঃ – অতীত কথা পার্ট – ৫
ও চোখ বন্ধ করে দিল ( জিতু) ……..
……
চোখ বন্ধ করে ভাবতে লাগলো কিছু কি হবে। কি হবে ?
ও কি !
অনেক খন চোখ বন্ধ খুলে দেখলো যে শুভ নেই।
সে ওয়্যাশ রুম এ গোসল করতে চলে গেছে ।
এমন কাণ্ড আগেও একবার হয়েছিল শুভ যখন তাকে প্রথম কিস করতে চাইছিল তখন জিতু এতটাই ভঁয় পাইছিলো যে চোখ বন্ধ করে পরে ওইদিন আর শুভ তাকে কিস করে নি।
জিতু জানালার কাছে গিয়ে বাইরের দিক টা দেখছিল ।
তখন তখন শুভ রুম এ ঢুকে ভাবলো জিতু রুম এ নেই তাই চেঞ্জ করতে নিবে ।
তখনই জিতু বলে উঠলো কি করছো কি করছো।
শুভ কুনো মতে নিজেকে সামলে নিয়ে বললো ।
কি করছি মানে ।
চেঞ্জ করছি দেখতে পাচ্ছো না নাকি ।
চেঞ্জ করছি মনে ভিতর থেকে করে আস্তে পারলে না ।শুভ শুধু একটা টাওয়েল পরে আছে এতে জিতু র একটু লজ্জাও পাচ্ছে আবার হা করে তাকিয়ে ও আছে ।এমন হা করে কি দেখছ হুম কারো এত ভালো বডি দেখো নাই বুজি ।
জিতু লজ্জায় চোখ সরিয়ে নিয়ে আহা কি আমার বডি তাকে আবার দেখতে হবে হু
হুমম বুজি তো ।( শুভ )
জিতু ফ্রেশ হতে চলে গেলো ।
শুভ একটা সাদা রঙের শার্ট পরে নিল ।
সাদা রঙ টা জিতু খুব বেশি ভালবাসে শুভ কে আগে পড়তে বলতো কিন্তু শুভ পরতো না
আবার বলতো স্কুল ড্রেস এর মত এগুলো কেউ পরে।
জিতু কে রাগাতে শুভর খুব ভালো লাগতো ।
কিন্তু পাগলী টাকে ভুল বুঝাবুঝি করে অনেক
কষ্ট দিয়ে ফেলেছে ।
জিতু ঘর এ ঢুকে শুভ কে সাদা শার্ট এ দেখে অবাক হলো আবার শুভ কে বেশ দেখতে লাগছে কত সুন্দর লাগছে দেখতে।বলে কিনা স্কুল ড্রেস।
মা ( শুভর মা) ডাকছে কিরে তোরা কি খাবি না আয় জলদি ।
দুই জনেই নিচে নেমে এলো ।সবাই মিলে নাস্তা করলো জিতু দিনের বাকি সময় টা পরিবার এর সবার সাথেই কাটালো ।
শুভ রুম এই ছিল ।
সন্ধ্যায় মাগরিব এর নামাজ এর পরে শুভ বাইরে চলে গেলো ।
রাত ১২ টা প্রায় বাজে শুভ এখনো এলো না জিতু ভাবতে লাগলো কোথায় গেল।
কিছুটা টেনশন হতে লাগলো।…..
…….
চলবে…..
…..
লেখক- মম নূর