কে কোথায় যায়? পর্ব ১৩

0
755

কে কোথায় যায়? পর্ব ১৩
রুদ্র ভোরের মন খারাপ বুঝতে পারলো।ভোরের কাছে গিয়ে চুপটি করে বসলো।সরু গলায় বললো,
———‘আপনার কোনো সমস্যা?মন খারাপ যে?’
ভোর পাশ ফিরে তাকালো রুদ্রের দিকে!মিষ্টি হেসে বললো,
———‘কত সুন্দর জায়গাটা ছেড়ে আজ রওনা দিলাম,মনটা তো খারাপ হবেই।’
রুদ্র আশ্বাস দিয়ে বললো,
——–‘তাতে কি?আরেকবার অন্য কোথাও যাবো নে!’
ভোর স্লান হাসলো।রুদ্রের হাতে দু’টা বার্গার!ভোরের দিকে বার্গার বাড়িয়ে দিতে দিতে বললো,
———‘নিন!আর হাসেন প্লিজ। ‘
ভোর হাসলো!এ হাসিটা দেখে উজাড় করে ভালোবাসা দিয়েছে রুদ্র।ভোর কি যেন ভাবলো,ছোট গলায় বললো,
———‘কাল বাড়ি চলে যাবো।’
রুদ্রের হাসি নিমিষে হারিয়ে গেল।ভোরের মুখেও হাসি নাই।এ কোন ঘনঘটা এলো?এমন যে হবার কথা ছিল না।
শুভার ফোনে কল এলো!বন্ধুদের আড়াল হয়ে সে ফোনটা ধরলো।অপর পাশ থেকে কারো কন্ঠ ভেসে উঠলো,
———‘আজ আসবেন কি?আপনারা শরীরটা তো খারাপ হতে যাচ্ছে দিনকে দিন!খবর আছে?’
শুভা কাপা কাপা গলায় বললো,
——–‘জ্বী আ-আসবো।’
অপর পাশের পুরুষালি কন্ঠ ভেসে উঠলো,
——–‘হ্যাঁ,কালই দেখা করবেন আমার চেম্বারে।সময় কম!’
শুভা আর কিছু বললো না।আবার অপর পাশ থেকে আওয়াজ হলো।
——–‘শুনেন,হাসপাতালে ভর্তি হতে হবে আপনাকে।টাকা নিয়ে আইসেন!’
শুভা সরু গলায় বললো,
——–‘জ্বী আনবো।’
——–‘আচ্ছা তাইলে রাখি?’
শুভা ছোট্ট করে বললো,
——‘আচ্ছা।’
ট্রেনের নিজ বগিতে ফিরে এলো।মুখটা বির্শীণ,চুল এলোমেলো। তামিম শুভার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে ছিল।নীহারিকা শুভার এমন রুপ দেখে চমকে জিজ্ঞেস করলো,
——–‘দোস্ত, এ্যানি প্রবলেম?’
তামিম বসা থেকে উঠে বলো,
——–‘কিরে বল?কি হইছে তোর?’
রিতু পাশে’ই ছিল।দৌড়ে এসে বললো,
——–‘চিল্লাচিল্লি ক্যান?অন্যদের খারাপ লাগতেছে।’
শুভা মুখে হাসি এনে বললো,
——‘কিচ্ছু না!’
তামিম রাগে গজগজ করতে করতে বললো,
——–‘কিচ্ছু না বললেই কি হয়?সত্যি কথা বল!’
শুভা রুদ্রমূর্তি ধারণ করে বললো,
———‘বললাম তো কিছু না তবে ক্যান বিরক্ত করতেছিস?’
রুদ্র ও ভোর চিল্লানী শুনে দৌড়ে এদিকটায় আসলো।শুভার কাধে রুদ্র হাত দিয়ে বললো,
———‘কি হইছে দোস্ত?’
তামিম ধারালো গলায় বললো,
——–‘কি হইছে না ওটা বল!মেয়েটার চেহারাটা দেখ,একটু আগে কিরকম ছিল আর এখন কিরকম হইছে।একটা ফোন আসতেই যেন ওর পুরো লাইফটা বদলে দিছে!দেখ!’
ভোর দৌড়ে শুভার কাছে আসলো।কাপা কাপা গলায় বললো,
——–‘কি হয়েছে আপুই?’
শুভা কিছু বললো না।নিজের সিটে বসে পড়লো।পাশে বন্ধুমহলের সবাই তার দিকে প্রশ্ন ছুড়ে মারছে!সে ভ্রক্ষেপ করছে না,করবেও না।সত্যিই একটা ফোন ওর জীবনটা আউড়ে দিয়েছে।সে কি করবে?বন্ধুদের বলবে?না বলবে না।এখন বললে ওরা চিন্তা করবে,সময় ঘনিয়ে এলে বলবে।
চলবে……
©ইভা আহমেদ চৌধুরী
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে