কবিতার নাম: প্রকৃতিতে স্বাধীনতা

0
604

কবিতার নাম: প্রকৃতিতে স্বাধীনতা
লেখা: সামিহা হোসেন শৈলী

ভোরের আকাশের
এক চিলতি লাল আভার নাম স্বাধীনতা,
মাতাল হাওয়ায়
ভেসে বেড়ানোর নাম স্বাধীনতা।
.
ভরা গ্রীষ্মের
লু হাওয়ার নাম স্বাধীনতা,
আমের মুকুলে
বোলতার ছোটাছুটির নাম স্বাধীনতা।
.
বর্ষার ভারি
বর্ষণের নাম স্বাধীনতা,
বৃষ্টিতে বাবুইয়ের বাসা
চুঁইয়ে পড়া জলের নাম স্বাধীনতা।
.
শরতের কাশবনে
ফড়িং এর উড়াউড়ির নাম স্বাধীনতা,
শুভ্রনীল আকাশে ভেসে বেড়ানো
পেঁজা তুলো-মেঘের নাম স্বাধীনতা।
.
হেমন্তের
সোনালী ধানের নাম স্বাধীনতা,
নবান্নের
আনন্দের নাম স্বাধীনতা।
.
শীতের কনকনে ঠান্ডায়
আগুনের উষ্ণ পরশের নাম স্বাধীনতা,
আর্তের বেদনায় ব্যথিত হয়ে
পাশে দাঁড়ানোর নাম স্বাধীনতা।
.
বসন্তের কোকিলের
কুহু ডাকের নাম স্বাধীনতা,
কৃষ্ণচূড়ার
রক্তলাল লালিমার নাম স্বাধীনতা।
.
গোধূলী লগ্নের
আকাশটার নাম স্বাধীনতা,
মিষ্টি বাতাসে সুদর্শন
উড়ে বেড়ানোর নাম স্বাধীনতা,
.
লক্ষ্মিপেঁচার
ডাকটার নাম স্বাধীনতা,
পানের বরে
বাতাসের পদচারণার নাম স্বাধানতা।
.
সরিষা ক্ষেতের
হলুদ রঙটার নাম স্বাধীনতা।
জ্যোৎস্না রাতের
রূপালী আলোর নাম স্বাধীনতা।
.
আমি পুষ্প রেণুতে পাই স্বাধীনতা,
প্রকৃতির অণু পরমাণুতে পাই স্বাধীনতা,
আমি দিগন্তে খুঁজি স্বাধীনতা,
আমি প্রকৃতির দ্বারপ্রান্তে পাই স্বাধীনতা।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে