কবিতার নাম: জীবনবৃত্ত
লেখা: সামিহা হোসেন শৈলী
…
অবাক বৃত্ত!
কেন্দ্রবিন্দুকে ঘিরে
বক্ররেখার বদ্ধ আবর্তন।
আমরা সকলে শৃঙ্খলা নামক বেড়ি পরিহিত,
আমরা একটা ধরা বাঁধা গন্ডীতে আবদ্ধ,
আমাদের পারা না পারার গন্ডীটা বড্ড সীমাবদ্ধ,
এই সীমাবদ্ধতার বৃত্ত জুড়ে শুধু নিয়ম আর নিয়ম।
আমাদের আশেপাশে বৃত্তেরও অভাব নেই,
শৃঙ্খলার বৃত্ত,
নিয়মের বৃত্ত,
সময়ের বৃত্ত,
ঘড়ির কাঁটার ঘুর্ণনটাও বৃত্তাকার,
বৃষ্টির পানির ফোঁটাতে পাই বৃত্ত,
পৃথিবীটাও বৃত্তাকার,
এ যেন বৃত্তের এক মহাসমারোহ।
এতশত বৃত্তের মাঝে রয়েছে বাঁধার বৃত্ত
এই বাঁধার বৃত্তের মাঝে যেন নিমজ্জিত পরাধীনতার সত্য,
তাই আজ—
ভেঙে ফেলতে চাই যত আছে দেয়াল এই জীবনবৃত্তের,
প্রতিষ্ঠা করতে চাই সমাজের বুকে স্বাধীন সত্যের।
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/