কবিতার নাম: ঘৃণা

0
599

কবিতার নাম: ঘৃণা
লেখা: সামিহা হোসেন শৈলী

বড্ড ঘেন্না হয় আমার,
একেবারে ঘেন্নার পাহাড়,
অনুভূতিরা দল বেঁধে আন্দোলন করছে কন্ঠনালিতে,
কিন্তু বন্দি বন্দিশালাতে,
তবু তাদের স্লোগান থামে নি।
.
দৃষ্টি বলছে—
আমি দেখবো না এই রক্তনদী
আমি দেখবো না এই বিভৎস ছবি
আমি দেখবো না এই শবদাহ
হোক সে যত পূর্বাহ্ন,
আমি দেখতে চাই না রক্তস্রোত,
দেখতে চাই না সেই দৃষ্টি
যে দৃষ্টিতে জলছে ক্রোধ,
রক্তের দানা, দিয়েছে হানা,
আঁচড়ে আহতের আর্তনাদ যে মানা।
.
শ্রবণশক্তির ভাষ্য—
আমি শুনতে চাই কবিতা,
কবিতা মানেই নববারতা,
আমি শুনতে তাই না চিৎকার,
বন্ধ করো এই হাহাকার।
.
অনুভবেরা বলছে—
আমরা শুনতে চাই না মৃতের আর্তনাদ,
আমরা পেতে চাই মৃত্যুর স্বাদ,
তিলে তিলে না মরে একেবারে মরতে চাই।
.
আমরা বাঁচতে চাই না,
প্রতিটি পদে কেবলই বিধি নিষেধ আর মানা,
যা আমরা দেখতে চাই না,
যা শুনতে চাই না,
যা ভাবতে চাই না,
যা বুঝতে চাই না,
তাই আমাদের দেখতে হয়,
বুঝতে হয়, শুনতে হয়,
আমাদের অনুভূতিকে ওরা
থেতলে যাওয়া ভোঁতা পাথরে পরিণত করেছে,
শুধু ঘৃণাটাই ওদের করায়ত্তের বাহিরে রয়ে গিয়েছে।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে