কবিতার নাম: ছদ্মবেশ

0
1202

কবিতার নাম: ছদ্মবেশ
লেখা: সামিহা হোসেন শৈলী

পৃথিবীতে
আমরা সকলেই
এক একজন ছদ্মবেশী,
একটা নকল মুখোশের আড়ালে
নিজেদের ঢেকে রাখি,
প্রকৃত পরিচয় প্রকাশে
আমরা কেউ আগ্রহী নয়,
ছদ্মবেশেই আমাদের আগ্রহ বেশী।
খোলশাবৃত আমরা
খোলশটাকেই
সত্যরূপে প্রকাশ করি,
সত্য-মিথ্যের
একটা ঘোলাটে জগৎ সৃষ্টি করি,
যেখানে আছে
আমাদের মতো হাজারো ছদ্মবেশী,
মুখোশধারীদের আসলরূপটা
থেকে যায় দৃষ্টির অগোচরে।
সুযোগসন্ধ্যানী আমাদের
সকলের মুখেই মিথ্যে হাসি,
কলুষিত হৃদয়টা যে বড্ড আগ্রাসী,
কেননা আমরা যে ছদ্মবেশী।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে