কবিতার নাম: অনভিপ্রেত
লেখা: সামিহা হোসেন শৈলী
…
আমি তলিয়ে যাচ্ছি
কোনো এক অসীম শূন্যতায়,
যার গহ্বর
বড়ই ক্ষুধার্ত,
তৃষ্ণার্ত,
যেখানে গোলকের রশ্নি পৌঁছে না,
পৌঁছে না প্রেমিকের আর্তনাদ,
যেখানে
টানে না আঁতুর ঘরের মায়া,
যেখানে নেই ছায়া আর কায়া,
অনুভূতির অভিজ্ঞতা
যেখানে অসাধ্য,
আমি সেখানে তলিয়ে যাচ্ছি
চোরাবালির অচেনা হৃদয়ে,
এখন আমি শুধু শূন্যতার,
আর শূন্যতা আমার।
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/