কতোটা চাই তোকে পর্ব-১৮

0
4029

#কতোটা_চাই_তোকে💖
#Writer:—#TanjiL_Mim💖
#part:—18
.
.
🍁
——-“আমাকে কোথায় নিয়ে যাচ্ছো আমি যাবো না তোমার সাথে’!!এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলাম আমি কাব্যকে’!!আর কাব্য একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমায় কোলে তুলে নিয়েই সিঁড়ি বেয়ে নিচে নামছে’!!আর ওনার কাজে আমি অবাক’!!আবারো চেঁচিয়ে বললামঃ

——–“আমার কথা কি কানে যাচ্ছে না,এমন সময় আমার চেঁচানো শুনে নিচে উপস্থিত হলো সবাই,মা বাবা আমাদের এভাবে দেখে বলে উঠলঃ

———“কাব্য তুমি এখানে……

“কাব্য আব্বুর দিকে তাকিয়ে বললোঃ

———“শশুড় আব্বা বউ আমার রাগ করে চলে আসছে তাই নিয়ে যাচ্ছি রাগ ভেঙে গেলে আবার নিয়ে আসবো’!!

“এই বলে সামনে হাঁটতে লাগলো কাব্য’!!আমি আব্বুর দিকে তাকিয়ে বললামঃ

———“দেখো বাবা তোমার জামাই আমারে জোর করে নিয়ে যাচ্ছে আমি যাবো না তুমি আমায় রেখে দেও…….

———-“তোর সাহস কি করে হলো আমার নামে আমার শশুড় আব্বার কাছে নালিশ করার একবার তোকে বাড়ি নিয়ে যাই তারপর দেখাবো রাগ করে বাপের বাড়ি আসার ফল(দমক দিয়ে)

———“দেখছো বাবা তোমার জামাই কিভাবে দমক দিচ্ছে আমায়, আমি যাবো না আম্মু তুমি তো কিছু বলো’!!

“আশ্চর্য আমার কথা শুনে মা-বাবা কেউ কিছু বললো না উল্টো মুখ চেপে হাসছে তারা’!!

“কাব্য আবারো বলে উঠলঃ

———“শশুড় আব্বা আর শাশুড়ী মা আসছি তাহলে……এই বলে আমায় কোলে তুলে নিয়েই বাহিরে বেরিয়ে আসলো কাব্য’!!

“আর এদিকে আম্মু আব্বু দুজনেই শুধু হাসছে’!!

_____________________

“কাব্য আমায় কোলে করে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিলো’!!তার নিজেও তাড়াতাড়ি এসে বসলো’!!আর আমি গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি’!!আর বলছিঃ

——–“আমি যাবো না তোমার সাথে আমায় যেতে দেও…….

———“আমি কিন্তু রেগে যাচ্ছি মাইশা আর তুই কিন্তু জানিস আমি রেগে গেলে নিজের কন্ট্রোলে থাকি না’!!(দমক দিয়ে)

———-“আমি যাবো না মানে যাবো না তুমি কি ভেবেছো সবসময় শুধু তোমার ইচ্ছে মতো সব হবে’!!

“কিন্তু কে শুনে কার কথা কাব্য কোনোকিছু না বলেই গাড়ির দরজা লক করে দিল’!!তারপর শাড়ির আঁচল দিয়ে আমার হাত বেঁধে দিল’!!তারপর আমার দিক ঝুঁকে বললোঃ

———“তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর একদিন কি আমার একদিন’!!এত কথা কেন বলিস তুই কোনো কিছু না বুঝে শুনে হন হন করে রেগে এখানে চলে এসেছিস’!!আমার পারমিশন ছাড়া তোর সাহস কি করে হলো এখানে আসার’!!(দমক দিয়ে)

“এদিকে কাব্য এত কাছে আসায় আমার হার্টবিট উঠা-নামা করছে’!!শ্বাস নেওয়া মনে হয় এখনি বন্ধ হয়ে যাবে’!!আমি কাব্যের দিকে তাকিয়ে বললামঃ

———-“আমি কিছু বুঝতে চাই না তুমি থাকো তোমার জড়িয়ে ধরা বান্ধবীরে নিয়া’!!

“মুহূর্তের মধ্যে কাব্য রেগে আগুন হয়ে গেল'”!!! তারপর চেঁচিয়ে বললঃ

———-“তোর সাহস তো কম না আমার সাথে অন্য মেয়ে জড়াচ্ছিস তুই আমার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করছিস’!!

———“আমি যেটা দেখেছি সেটাই বলে ছি….

——–“তুই যেটা দেখেছিস সেটা সত্যি নয়,,তোকে কিভাবে বুঝাই আমি’!!(চেঁচিয়ে)

———-“তোমাকে কিছু বোঝাতে হবে না আমার যা বোঝার আমি বুঝে গেছি, আমি থাকবো না তোমার সাথে,তোমায় ডিভোর্স দিয়ে অন্য আরেকটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করবো আমি’!!এই বলে ঠোঁটে কামড় দিলাম আমি,এই রে মুখ ফসকে কি বলে দিলাম আমি’!!হর্ঠাৎ করে এত সাহস কোথা থেকে আসলো আমার’!!আস্তে আস্তে কাব্যের চোখের দিকে তাকালাম আমি’!!রেগে আগুন হয়ে গেছে মনে হচ্ছে’!!যা দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি’!!এতক্ষণ ভয় না হলেও এখন লাগছে ভিষণ’!!কাব্য কিছু না বলে আস্তে আমার কাছ সরে এসে গাড়ি চালাতে শুরু করল’!!দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে কাব্য যা দেখে আমার বুঝতে বাকি নেই’!!কাব্য রেগে আগুন হয় গেছে’!!হায় রে এখন তোর কি হবে মাইশা,,এখন তোকে কে বাঁচাবে’!!এত বক বক করার কি আছে আর ডিভোর্স কথাটা বলার কি আছে,,এমনিতেও তো দিতি না…….

“ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার……..

_____________________

“বেশকিছুক্ষন পর কাব্য গাড়ি থামিয়ে সোজা আমায় কোলে তুলে নিয়ে বাড়ির ভিতর ঢুকলো’!!আশ্চর্য বার বার কোলে নেওয়ার কি আছে,,আমি কি হাঁটতে পারি না নাকি,,ভাবছিলাম গাড়ি থেকে নেমে দৌড়ে পালাবো কিন্তু সেইটাও হতে দিলো না এখন কে বাঁচাবে আমায়’!!

.

“এদিকে কাব্য মাইশাকে কোলে তুলে নিয়ে হন হন করে হেঁটে বাড়ির ভিতর ঢুকে তাদের রুমের দিকে পা বাড়াচ্ছে’!!

“সোফায় বসে চা খাচ্ছিছিলো মামু, মামুনি আর তানিশা আমাদের এভাবে দেখে অবাক হলো তারা’!!আমি তাদের দেখে চেঁচিয়ে বললামঃ

———“মামুনি বাঁচাও আমারে তোমার ছেলে আমায় কিডন্যাপ করে নিয়ে আসছে’!!আমারে বাঁচাও মামুনি না হলে তোমার ছেলে আমার মেরেই ফেলবে মনে হয়…….

“আমার কথা শুনে মামুনি বলে উঠলঃ

———-“ওকে কোথায় নিয়ে যাচ্ছিস কাব্য…..

———“ঠিকই তো ভাইয়া তুমি মাইশাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছো(তানিশা)

.

“এদিকে কাব্য কারো কথায় কান না দিয়ে সোজা মাইশাকে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠলো’!!আমি তানিশার দিকে তাকিয়ে বললামঃ

——–“বোইন প্লিজ বাঁচা আমায় তা না হলে তোর ভাই যে কি করবে……

“এদিকে কাব্য আমার কথা শুনে দমক দিয়ে বললোঃ

———“just shat up (দমক দিয়ে)

“কাব্যের এমন কথা শুনে ভয়ে চুপসে গেলাম আমি’!!তারপর মুখে হাত দিয়ে চুপ হয়ে গেলাম’!!

“কিছুক্ষণের মধ্যে কাব্য রুমে ঢুকে সোজা দরজা বন্ধ করে আমায় বিছানার উপর রাখলো’!!তারপর চেঁচিয়ে বললোঃ

———“ভেবেছিলাম তোকে শান্ত ভাবে সব বুঝিয়ে বললে তুই সব বুঝবি’!! কিন্তু তুই কি বললি তুই আমায় ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবি……

——–“আমি ভয়ে চুপ করে আছি’!!

——–“কি হলো চুপ করে আছিস কেন এতক্ষণ তো বক বক করতে ছিলি এখন চুপ কেন???

———“আমি চুপ…….

“কাব্য আমার হাত খুলে দিল’!!তারপর আমার গাল চেপে ধরে বললোঃ

——–“তোকে আমি সেই ছোট বেলা থেকে ভালোবাসি’!!আর তুই কিনা দু’মিনিটের একটা দৃশ্য দেখে আমার ভালোবাসাকে ভুল বুঝলি’!!আরে আমি যদি অন্য মেয়েকে চাওয়ারই ছিলো তাহলে তোকে বিয়ে করলাম কেন আমি’!!এতো নাটক করার কি দরকার ছিল আমার’!!সেই ছোট বেলা থেকে পোড়াচ্ছিস তুই আমায়’!!আর তোকে আমি এতো তাড়াতাড়ি ভুলে যাবো তুই ভাবলি কি করে’!! তোকে ছেড়ে অন্য মেয়ের কথা তো আমি কল্পনাও করতে পারি না’!!আর সেই তুই কিনা আমায় ভুল বুঝে দূরে চলে গেলি…….পুরো এক শ্বাসে কথা গুলো বললো কাব্য আমায়’!!আর ওনার কথা শুনে আমার মনেও প্রশ্ন জাগলো’!!

——-“ঠিকই তো ভাইয়া অন্য কাউকে চাইলে আমায় কেন বিয়ে করলো’!!কিন্তু কাব্য নিজেও তো জড়িয়ে ধরে ছিল মেয়েটাকে তার বেলা’!!আজ ভাইয়ার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তো সেই রেগে এসে আমায়ই বকতো তার বেলা…..(মনে মনে)

———“কি হলো কথা বলছিস না কেন??তোর কি এখনো বিশ্বাস হচ্ছে না আমায়’!!তুই শুধু বল কি করলে বিশ্বাস করবি আমায় যে আমি শুধু তোকেই ভালোবাসি…….

———-“তুমি কেন মেয়েটাকে জড়িয়ে ধরে ছিলে,,আজ আমি যদি অন্য কোনো ছেলেকে জড়িয়ে ধরতাম’!!তাহলে তো সেই তুমি এসে আমায় বকতে তার বেলা….

——–“তাহলে তুই বকে দে আমায়……

__________________________________________

_____________________

“কাব্যের কথা শুনে ফট করে বলে দিলাম আমিঃ

——–“সিরিয়াসলি সত্যি বলছো……

“কাব্য আমার কথা শুনে বললোঃ

———“সত্যি বলছি বক তুই তারপরও ভুল বুঝিস না…….

——–“আচ্ছা ঠিক আছে……

“এই বলে বিছানা থেকে উঠে বসলাম দাঁড়ালাম আমি’!!তারপর কাব্যকে বললামঃ

——“তুমি বসো ওখানে আর একটাও কথা বলবে না চুপচাপ আমার কথাগুলো শুনবে…….

“কাব্যও আমার কথা শুনে চুপ করে শুধু মাথা নাড়ালো…..

“আমিও একটু স্টাইল মেরে দাঁড়িয়ে কোমড়ে হাত দিয়ে বললামঃ

——–“তাহলে শুরু করি……

“হুম 1 2 3……..

———-“তোমার সাহস কি হলো তুমি আমায় ছেড়ে অন্য মেয়েকে জড়িয়ে ধরেছো’!!তাও আবার অফিসে বসে’!!অফিসে কাজ করতে যাও নাকি অন্য কাজ করতে যাও’!!তুমি জানো কতো কষ্ট করে শুধু মাএ তোমার জন্য এত সুন্দর একটা শাড়ি পড়ে কালকে সেজে গিয়ে ছিলাম আমি’!!তোমার জন্য নিজ হাতে রান্না করেছিলাম আমি’!!তারপর গোলাপ কিনলাম আরো কতোকিছু কল্পনা করেছিলাম সব তুমি নিমিষেই শেষ করে দিলে,,তোমায় পুলিশে দেওয়া উচিত’!!

“এই বলে চেঁচাতে লাগলাম আমি’!!আর কাব্য শুধু আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ আমার কথা গুলো শুনতে লাগলো আর মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা…………
!
!
!
!
!
!
!
!
#চলবে…………..
#TanjiL_Mim♥️

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে