কতোটা চাই তোকে পর্ব-০৯

0
4518

#কতোটা_চাই_তোকে💖
#Writer:—#TanjiL_Mim💖
#part:—09
.
.
🍁
“অফিসে বসে আছে কাব্য আর ভাবছে তার সাথে কাল ঠিক কী হয়েছে’!!কিন্তু যতবারই ভাবার চেষ্টা করছে ততবারই ব্যর্থ সে’!!কারন তার কিছু মনে পরছে না’!!শুধু এতটুকুই মনে পরছে লাবন্যের দেওয়া ওই জুসটা খাওয়ার পরই তার কেমন একটা লাগছিল’!!কিন্তু লাবন্য কেন তাকে এটা ভেবেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে’!!এমন সময় রুমে ঠুকলো রিয়াদ’!!রিয়াদ ভিতরে ঢুকেই বললোঃ

——–“কি অবস্থা কেমন আছোস তুই এখন……

——–“হুম ভালো কিন্তু তুই জানলি……

——-“কেন তুই ভুলে গেলি নাকি কাল রাতেই তোর সাথে আমার কথা হয়েছিল আর আমি তো তোকে বাড়ি পৌঁছে দিলাম……

——–“ওহ আচ্ছা আমার কাল কি হয়েছিল বল তো’!!আমার না কিছু মনে নেই…….

——–“সব ভুলে গেছিস…..

——–“হুম…….

——–“অবশ্য ভুলে যাওয়ারই কথা কালকে রাতে তুই ড্রিংক করেছিলি তাও হায় লেভেলের……

“রিয়াদের কথা শুনে কাব্য অবাক’!!রিয়াদ আবারো বলে উঠলঃ

———“কাল রাতে আমার বিশ্বাসই হচ্ছিল না যে তুই ড্রিংক করেছিলি’!!

“কাব্য চিন্তিত স্বরে বললোঃ

———“বিশ্বাস কর রিয়াদ কাল রাতে কি করে কখন ওইসব খেয়েছিলাম আমি বুঝতেই পারি নি’!!আমি তো শুধু লাবণ্যের দেওয়া সফট ড্রিংকস খেয়েছিলাম’!!

———“কিন্তু সফট ড্রিংকস খেলে নেশা হওয়ার কথা নয় কাব্য হয়তো ভুল করে খেয়ে ফেলেছিলি……

“রিয়াদের কথা শুনে ছোট্ট করে বলে উঠলঃ

——–“হয়তো’!!তা এখন বল কি খাবি তুই চা না কফি………

——–“এখন কিছু খাবো না আমার জরুরি কিছু কাজ আছে কালকের বিষয় নিয়ে একটু চিন্তিত ছিলাম তাই তোকে দেখতে এসেছি’!!এই বলে কাব্যের সাথে হাত মিলিয়ে চলে যায় রিয়াদ’!!

“এদিকে কাব্য কিছুতেই কিছু বুঝতে পারছে না’!!এমন রুমে আসে কাব্যের বাবা’!!আগে বিজনেসের সব কাজ উনি করতেন এখন কাব্য করে আর উনি ওনার চেম্বারে বসে থাকে……..’!!কাব্য তার বাবাকে ভিতরে আসতে দেখে অবাক হয়ে বললোঃ

——–“বাবা তুমি কোনো কাজ ছিল……

——–“হুম তোকে কিছুদিনের জন্য ঢাকার বাইরের যেতে হবে…..

———“কেন??

———“কেন আবার ঘুরতে যাবি তুই মাইশাকে নিয়ে…….

———“সেটা কিসের জন্য দরকার’!!আর মাইশার পড়াশোনা নষ্ট হবে এতে’!!এখন যাওয়ার দরকার নেই বাবা’!!আমরা পড়ে একসময় যাবো’!!

———“না এখনই যাবি তোরা শোন বেশি দূরে কোথাও যাওয়ার দরকার আমাদের পুরনো বাগান বাড়ি থেকে ঘুরে আয়’!!

——–“কিন্তু বাবা……….

——–“আমি কোনো কিন্তু টিন্তু শুনতে চাই তোকে যেটা বলেছি সেটা কর’!!আমি তোর রেনু খালাকে ফোন করে বলে দিয়েছি সে সব গুছিয়ে রাখবে…….আর কালকেই যাবি’ তোরা…….

———-“বিনিময়ে কাব্য আর কিছু বলতে পারলো না’!!এই মুহূর্তে কাব্যের মাথায় অন্যকিছু ঘুরছে…….আর মনে হাসছে সে’!!

_____________________

“ছাদে বসে আছি আমি আর তানিশা’!!ভালো লাগছে না কিছু’!!হর্ঠাৎই সামনে থাকা আম গাছের দিকে চোখ গেল আমার’!!আম দেখলেই লোভ লাগে আমার’!!হর্ঠাৎই তানিশার মাথায় একটা চাটি মেরে বললামঃ

——-“দোস্ত আম খাবি…..

——–“আম কোথায়??

——–“কেন ওই যে গাছে……

“তানিশা সামনে তাকিয়েই চেঁচিয়ে বলে উঠলঃ

——–“যার গাছ সে দেখলে প্রচুর বকবে…….

———“আরে ধুর বকবে না,,আর দেখবে তারপর তো……..

——–“না না আর ভাইয়া জানলে প্রচুর মন্দ বলবে……

——–“চুপ করতো তুই, কেউ জানবে না চল……

——-“না আমি যামু না…..

——-“তুই যাবি না তোর শশুড়ে যাইবে……

——-”আমার শশুড়রেই নিয়ে যা তারপরও আমি যামু না……..

———“তানিশা চল(একটু রেগে)

——–“দেখ কেউ দেখলে প্রবলেম হবে……

——–“কেউ দেখবে না চল এই বলে তানিশার হাত ধরে এক প্রকার জোর করেই নিয়ে আসলাম……

“নিচে নেমে গাছটার কাছে যেতে আরো লোভ লাগলো আমার’!!জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে তানিশাকে বলে উঠলাম আমিঃ

———“গাছের কাছে তো চলে এসেছি এখন পারবো কিভাবে……

———-“সেটা তুই জানিস……..

“অনেকক্ষণ ভেবে বললামঃ

——–“গাছে উঠতে হবে…….

——-“না……..

———“তুই চুপ কর তুই এখানে দাঁড়া আমি উঠছি কেউ আসলে আমায় বলবি……..

———“না শোন মাইশা লাগবে না তার চেয়ে চল বাসায় যাই ভাইয়া জানলে……

———“চুপ কর আম তো নিতেই হবে……এই বলে ওড়নাটা কোমড়ে বেঁধে উপরে উঠতে লাগলাম আমি’!!আস্তে আস্তে উপরে উঠে একটা আম এনে মারলাম তানিশার দিকে’!!তারপর আর একটা মারলাম পর পর পাঁচ টা মারার পর এমন সময় গাছের মালিক চেঁচিয়ে উঠলঃ

——–“সাথে সাথে গাছ থেকে লাফ মেরে আমি তানিশা দৌড় আমাদের আর পায় কে??গাছের মালিক আসতে আসতে আমরা হাওয়া……

_____________________

“আমরা দৌড়ে সোজা ছাদে চলে গেলাম’!!তারপর দুজন মিলে জোরে জোরে শ্বাস ফেলে একসাথে হেঁসে দিলাম’!!তারপর বলে উঠলাম আমিঃ

———“কেমন ছিলো বল……

——–“ঠিকই ছিলো কিন্তু ভাইয়া জানলে…….

——–“কখন থেকে শুধু ভাইয়া ভাইয়া করছিস তোর ভাইয়াকে ভয় পাই নাকি(কিছুটা কাঁপা গলায়)

———“তুই ভাইয়াকে ভয় পাস কি পাস না তা তো আমার ভালো করেই জানা আছে’!!কালকে তো ভার্সিটি থেকে এসেই দৌড়ে আমার রুমে……

———-“হইছে চুপ কর এখন তাড়াতাড়ি আমগুলো কাট’!!

“তারপর দুজন মিলে আম বানিয়ে খেলাম😋যারা দুপুর এভাবেই কেটে গেল……..

__________________________________________

_____________________

“রাতে ডাইনিং টেবিলে বসে সবাই মিলে ডিনার করছি’!!এমন সময় মামা বলে উঠলেনঃ

———“মাইশা কালকে তুই আর কাব্য আমাদের বাগান বাড়ি যাচ্ছিস…..

———“কেন আব্বু……

——–“এমনি যাবি আর শোন পুরো বাড়ি ঝাড়ু দিস…..

———-“কি আমি ঝাড়ু দিতে যামু,আমি যামু না (ইনোসেন্ট মুখ করে)

“আমার কথা শুনে হেঁসে দিলো মামু’!!তারপর বললোঃ

——–“আরে মজা করছিলাম”!!

“এদিকে কাব্য বিড়বিড় করছে……

“তোমার মজাই বাবা ওর জন্য শাজা করে দিবো’!!এই বলে মনে মনে হাসলো কাব্য’!!

“রাতে আমি আর কিছু বললাম না’!!অবশ্য এর আগেও আমি বাগান বাড়িতে গিয়েছিলাম তবে বহু বছর আগে’!!এখন কিছু মনে নেই’!!আবার যাবো ভাবতে মজা লাগছে আমার’!!তার সাথে কাব্য আর আমি শুধু এটা ভেবে কিছুটা ভয় লাগছে……….
.
.
.
.
.
🌼
“রাতে ডিনার শেষ করে রুমে ঢুকতেই কাব্য ভাইয়া বলে উঠলঃ

———“তা চুরি করা আম খেতে খুব মজা ছিলো তাই না……

“ভাইয়ার কথা শুনে রীতিমতো ভয়ে কেঁপে উঠলাম আমি’!!এই রে ও জানলো কেমনো……’!!আমি কাঁপা কাঁপা গলায় বললামঃ

——-“কিসের আম…..কই আমি আর তানিশা ছাঁদে বসে আম খাই নাই তো…….

———“ওহ তার মানে ছাঁদে বসে লুকিয়ে লুকিয়ে খেয়েছিস……

“ভাইয়ার কথা শুনে আমি একদম বোকা বনে গেলাম’!!যা অতিরিক্ত ভয় পেয়ে মুখ ফসকে কি বললাম আমি’!!এখন তোকে কে বাঁচাবে মাইশা’!!কিন্তু ভাইয়া কি করে জানলো……….

_____________________

“এদিকে কাব্য ভাবছে তখন মাইশাকে দৌড়ে ছাঁদে যাওয়ার কথা’!!দুপুরে কাব্য কিছু কাজে বাড়ি এসেছিল’!!তখন বাড়ি থেকে ফেরার পথে মাইশাকে দৌড়াতে দেখে অবাক হয় সে’!আর হাতে আম দেখে কাব্যের আর বুঝতে বাকি রইলো না ও কোথা থেকে আম পেয়েছে'”!!এসব ভেবে কাব্য বলে উঠলঃ

———“কি হলো কথা বলছিস না কেন???

“কাব্যের কথা শুনে হাত মোচড়াতে মোচড়াতে বললাম আমিঃ

——–“ইয়ে না মানে সরি “জামাই”………

“মাইশা কথা শুনে কাব্য অবাক হয়ে বললোঃ

———“কি বললি তুই……..

——–“কই না তো কিছু না,,আজকের মতো সরি……..

“বিনিময়ে ভাইয়া কিছু বললো না’!!চুপচাপ শুয়ে পরলো’!!কাব্যের কাজে অবাক হলাম আমি’!!

——–“আহ সত্যি সত্যি কিছু বললো না……

“বাহ বাহ খুব ভালো এই বলে নাচতে নাচতে শুয়ে পরলাম আমি’!!

_____________________

“সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পরলাম আমরা’!!মামুনি সব কিছু গুছিয়েই রেখেছিলো’!!গাড়ি চালাচ্ছে কাব্য আর আমি কাঁচের জানালা ভেদ করে বাহিরে তাকিয়ে আছি’……….
!
!
!
!
!
!
!
#চলবে………..

❤️❤️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবে’!!]😊😊😊

#TanjiL_Mim❤️

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে