কতোটা চাই তোকে পর্ব-০৪

0
6237

#কতোটা_চাই_তোকে💖
#Writer:—#TanjiL_Mim💖
#part:—04
.
.
🍁
“সকালে ঘুম ভাঙতেই দেখলাম আমি কাব্য ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি’!!যা দেখে রীতিমতো ঘাবড়ে গেলাম আমি’!!হায় এখন যদি ভাইয়া আমায় এই ভাবে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই বকাযকা করবে এই ভেবে তাড়াতাড়ি করে ভাইয়া ছাড়িয়ে ঘুম থেকে উঠে পরলাম আমি’!!!তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম’!!একে একে সবাই চলে আসলো সবাই নিচে’!!কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলো নিচে’!!তারপর মামুনি সবাইকে খাবার বেরে দিল’!!খাবার খেতে খেতে মামা বলে উঠলেনঃ

———“কাব্য আজকে তুমি মাইশাকে নিয়ে ওদের বাসায় যাবে…’!!

———“না গেলে চলবে না’!!

——–“না তোমাকে যেতেই হবে……’!!

“কাব্য ভাইয়া আর কিছু বললো না’!!মনে মনে খুব খুশি হলাম আমি’!!তারপর ব্রেকফাস্ট করে রুমে চলে আসলাম’!!

“রুমে আসতেই দেখলাম’!কাব্য ভাইয়া বিছানায় বসে মোবাইল টিপছে’!!আমি কিছু বললাম না চুপচাপ দাঁড়িয়ে রইলাম’!!এমন সময় কাব্য ভাইয়া বলে উঠলঃ

——–“তাড়াতাড়ি তৈরি হয়ে নে’!!আমার কিছু কাজ আছে সেগুলো শেষ করে এসে তোকে নিয়ে যাবো’!!ফিরে এসে যদি দেখি তুই তৈরি হোস নি তাহলে কিন্তু তোকে এখানে রেখেই আমি চলে যাবো’!!এই বলে ভাইয়া বিছানা থেকে উঠে চলে গেল বাইরে………’!!

“আমিও আর কিছু না ভেবে আলমারি থেকে একটা সুন্দর শাড়ি বের করে শাড়িটা হাতে নিয়ে চলে গেলাম মামুনির কাছে…….

__________________________________________

“মামুনির রুমে ঢুকতেই দেখলাম মামুনি বিছানায় শুয়ে আছে’!!অসময়ে মামুনিকে এইভাবে শুয়ে থাকতে দেখে চিন্তিত স্বরে বললামঃ

——–“কি হলো মামুনি তুমি এই সময়,শুয়ে আছো শরীর খারাপ করছে নাকি……..

——–“আরে না এমনি ভালো লাগছিল না তাই শুয়ে ছিলাম এখন বল তুই এখানে……

“মামুনির সামনে আমার হাতে থাকা শাড়িটা দেখিয়ে বললামঃ

——–“আমাকে শাড়ি পরিয়ে দেও,,আমি পারছি না…….

“আমার কথা শুনে মামুনি হেঁসে বললোঃ

———-“এই ব্যাপার আয় আমি পরিয়ে দিচ্ছি আর শিখিয়েও দিচ্ছি……

“মামুনির কথা শুনে মুচকি হাসলাম’!!তারপর মামুনি আমায় শাড়ি পরাতে পরাতে শিখিয়েও দিল কিভাবে শাড়ি পরতে হয়’!!পুরোপুরি না বুঝলেও মোটামুটি পেরেছি……..

“মামুনি আমায় শাড়ি পরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে’!!যা দেখে আমি বলে উঠলামঃ

——–“ওই ভাবে তাকিয়ে আছো কেন মামুনি,,আমাকে ভালো দেখাচ্ছে না,,জানতাম এই শাড়িতে কখনো আমায় ভালো লাগে না’!!

“আমার কথা শুনে মামুনি বলে উঠলঃ

——–“এত বুঝিস কেন তুই তোকে ভালো লাগছে না কে বলেছে তোকে ভালো লাগছে তাই তো তাকিয়ে আছি…….

“মামুনির কথা শুনে খুশি হয়ে গেলাম আমি’!!তারপর মামুনির গালে হাত দিয়ে বললামঃ

——–“থ্যাংকু মামুনি……….

“মামুনির রুম থেকে বের হতেই তানিশার সাথে দেখা হলো’!!ও আমায় দেখে হা হয়ে তাকিয়ে রইল’!!তানিশা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে বললঃ

——–“ওরে ভাবি তোকে তো সেই দেখাচ্ছে…….

“আমিও একটু ভাব নিয়ে বললামঃ

———“থ্যাংকু😎এই বলে হেঁসে দিলাম দুজনেই……..

“তারপর ও চলে গেল ওর রুমে আর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম’!!

“রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া অলরেডি চলে এসেছে’!!হা হয়ে তাকিয়ে রইলাম ভাইয়ার দিকে আজকে ভাইয়া একটা ব্লাক জিন্স আর ব্লাক শার্ট পরেছে,,ব্লাক ঘড়ি,চুলগুলো সাজানো অসম্ভব সুন্দর লাগছে ভাইয়াকে’!!সত্যি কথা বলতে ভাইয়াকে খুব ভালো লাগে,,কিন্তু যেদিন থেকে যেনে ছিলাম ভাইয়ার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে আর ভাইয়ার দিকে ওতোটা তাকাই নি’!!কিন্তু কে জানতো এই ভাইয়ার সাথেই আমার বিয়ে হয়ে যাবে’!!আমার এসব ভাবনার মাঝেই ভাইয়া বলে উঠলঃ

——–“কি হলো হা হয়ে তাকিয়ে আছিস কেন??

“ভাইয়ার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম আমি’!!তারপর বলে উঠলামঃ

——–“না ও কিছু না
“আমি খুশি মনে বললামঃ

——–“আমায় কেমন দেখাচ্ছে ভাইয়া……..একটা মুচকি হাসি দিয়ে ভাইয়ার দিকে বললাম’!!

ভাইয়া কিছুক্ষন আমার দিকে তাকিয়ে বললঃ

——–“একদম পেত্নীদের মতো লাগছে,,এতো সেজেছিস কেন এমনেই ভুত মতো লাগে তারওপর এতো মেকাপ একদম পেত্নীর মতো লাগছে…….

“মুহুর্তের মধ্যে মেজাজ তুরকে গেল’!!

———“কোথায় ভাবলাম ভাইয়া প্রশংসা করবে তা না এটা কি বললো’!!ধুর এই জন্যই বলি মাইশা যেচে প্রশংসা পেতে গেলে যা হয় আর কি,,বোকা মেয়ে কোথাকার আর একদ ঠিক হইছে…….এই সব বলে মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম আমি’!!!এমন সময় ভাইয়া বলে উঠলঃ

——–“কি হলো এখানেই দাঁড়িয়ে থাকবি না যাবি……

——–“হুম যামু চলেন…….তারপর আমরা দুজনেই রুম থেকেই বেরিয়ে আসলাম’!!নিচে নেমে মামুনি মামা কে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম বাহিরে………

“তারপর আমরা গিয়ে বসে পরলাম গাড়ি’!!তারপর ভাইয়া গাড়ি চালাতে শুরু করল’!!আমিও জানালা খুলে বাহিরে তাকিয়ে রইলাম’!!না জানি বাড়িতে গেলে আম্মু আব্বু কি বলবে’!!নিশ্চয়ই আমায় খুব খারাপ বলবে………

“হর্ঠাৎই মন খারাপ হয়ে গেল আমার’!!

__________________________________________

_____________________

“বেশকিছুক্ষন পর কাব্য ভাইয়া গাড়ি থামিয়ে দিলো’!!তারপর দুজনেই গাড়ি থেকে নেমে গেলাম’!!ভিতরে যেতে কেমন জানি লাগছে’!!তারপর কাব্য ভাইয়ার পিছন পিছন চলে আসলাম আমি’!!

“দরজার কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুললো’!!এমন সময় আম্মুর পাশে এসে দাঁড়ালো আপু’!!আপুকে দেখে কিছুটা অবাক হলাম’!!তারপর আমরা দুজনেই ভিতরে ঢুকে গেলাম’!!
!
!
!
!
#চলবে……….

#TanjiL_Mim❤️

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে