ও বাবা

0
443

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং-৭

ও বাবা,
তুমি তাড়াতাড়ি চলে এসো না, কোথায় চলে গেছো তুমি আমাকে ছেড়ে?তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়না বুঝি?তুমি প্লিজ প্লিজ চলে এসো।আমি আর দুষ্টুমি করবো না,ঠিকমত পড়তে বসবো তোমার সব কথা শুনবো।
আর তোমার কাছে চকলেট এর বায়না করবো না। তুমি একবার এসে দেখো তোমার মেয়ে একদম লক্ষ্মী হয়ে গেছে।
জানো বাবা আমি এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছি,
মাম্মাম কত্ত কত্ত খুশী হয়েছে,আমাকে জড়িয়ে ধরে তো কেঁদেই ফেলেছে।
আর বলেছে তুমি থাকলেও ভীষণ খুশি হতে,তুমি চলে এসো না বাবা।
তোমাকে খুব মনে পড়ছে।
ও বাবা, আমি তো রোজ তোমায় চিঠি লিখি, তুমি বুঝি আমার কোনো চিঠিই পাও না?যদি পাও তবে কেনো আসো না?
জানো বাবা মাম্মামও তোমাকে খুব ভালোবাসে, তোমার জন্য কাঁদে,রোজ রাতে ঘুম ভাঙলে দেখি তোমার ছবির সাথে কথা বলছে আর কাঁদছে,আমি তো লুকিয়ে লুকিয়ে সব দেখি।
তুমি কি আমাদের কষ্ট একটুও বুঝো না?এবার কিন্তু তোমাকে আসতেই হবে হুহ্।
জানো বাবা কাল বাড়িওয়ালা কাকু এসে আমাদের খুব বকেছে,বলেছে দুদিনের মধ্যে যেনো আমরা সবকিছু নিয়ে বেরিয়ে যাই,
আচ্ছা তুমিই বলো বাবা আমরা কোথায় যাবো?
তুমি কোথায় আছো তাও জানিনা,নইলে তো আমি আর মাম্মাম ঠিক তোমার কাছে চলে যেতাম।
আমাদের আর কেউ বকতে পারতো না।
ও বাবা তুমি চলে এসো না গো,তেমাকে ছাড়া আমরা একদম ভালো নেই।
প্লিজ চলে এসো,এমদম দেরী করবে না কিন্তু।

ইতি
তোমার পুতুল মেয়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে