একটা তুমির অভাব

0
1240
—-Taiyeba Mehejabin আমার একটা তুমির অভাব জানো? যে তুমিতে মন খারাপ হলেই কাঁধে মাথা রাখা যায়। আমার একটা এমন তুমির অভাব যে তুমিকে যখন তখন ভালোবাসি বলা যায়।
এমন একটা তুমি যার কাছে সব আবদার রাখা যায়, কারণে অকারণে জ্বালানো যায়, গাল ফুলিয়ে অভিমান করা যায়। এমন একটা তুমি যে শত ঝগড়ায়ও দূরে না যায়।
আমার এমন একটা তুমি দরকার যাকে দিনশেষে আমার সব মন খারাপের গল্প শুনানো যায়, গভীর রাতে চুপটি করে কোলের উপর ঘুমিয়ে পড়া যায়। আলতো করে যে আমার হৃদয় ছুঁয়ে যায়, বুকের মধ্যে সকাল বিকাল ঝড় তুলে যায়। আমার ঠিক এমনই একটা তুমির অভাব, একদম ঠিক এমনই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে