আড়ালে ভালোবাসি পর্ব-১১

0
1805

#আড়ালে_ভালোবাসি
#পর্ব_১১
#নন্দিনি_চৌধুরী

সকালের দিকে স্নেহারা সবাই বাসায় আসে।গতকাল রাতে অনেক বৃষ্টি থাকায় তারা আসতে পারেননি।বাসায় এসে সবাই ফ্রেস হয়ে নিচে বসে আছে।সবার মধ্য এখনো কিছু চিন্তা রয়েছে সেটা আকাশ আর মিতুকে নিয়ে।কালকের পর আকাশকে তারা দেখেনি বা বাড়িতে এসে এখনো পায়নি।মিতুকেও তারা কোথাও দেখছেনা।সবার ভেতর একটা চিন্তা কাজ করছে আকাশ মিতুকে কি করেছে?

জাফর হাসান:আরাফ গিয়ে দেখতো আকাশ কি ওর রুমে নাকি? আর মিতুও কি রুমে নাকি।

আরাফ:আচ্ছা বড় কাকা দেখছি আমি।

আরাফ আকাশের রুমে এসে দেখে দরজা হাল্কা দেওয়া আকাশ দরজা ঠেলে ভিতরে এসে দেখে আকাশ নিচে শুয়ে আছে পাশেই দুইটা মদের বতোল রাখা।আরাফ বুজতে পারে আকাশ কাল সারারাত ড্রিংক করেছে।কিন্তু মিতু?মিতু কোথায়?

আরাফ এভার আকশকে জাগানোর চেষ্টা করতে থাকে।কয়েকবার ধাক্কা দেওয়ার পর আকাশ হুসে আসে।আরাফ আকাশকে ধাক্কা দিয়ে বলতে লাগে,

আরাফ:আকাশ ওঠ।সকাল হয়ে গেছে।তুই কাল সারারাত মদ খেয়েছিস।আর মিতু কই মিতুকে কি করছিস তুই?

আকাশ মাতাল গোলায় বলে:কিছু করিনিতো আমি জাস্ট আমার জীবন থেকে বের করে দিয়েছি। শালি একটা বেইমান ধোকাবাজ।ওর শাস্তি ওকে আমি দিছি।

আরাফ ভালোই বুজতে পেরেছে আকাশ মিতুকে বের করে দিয়েছে হয়ত।আরাফ এভার এক বাতলি পানি এনে আকাশের গায়ে ঢেলে দেয়। আকাশ ধরফরিয়ে উঠে।

আরাফ:১৫মিনিট এর মধ্য তোকে নিচে দেখতে চাই।

কথাটা বলেই আরাফ নিচে চলে আসলো।

জাফর:আকাশ কই?
আরাফ:ঘরেই আছে মাতাল হয়ে আছে।
ইকবাল:নেশা করেছে?
আরাফ:হ্যা
মোতালেভ:মিতু সে কই?
আরাফ:ওকে আকাশ বাড়ি থেকে বের করে দিয়েছে এখন হয়ত ওর বাপের বাড়িই গেছে।
ইমরান:একটা খোজ নেওয়া উচিত না আমাদের?একটা মেয়ে মানুষ একা রাতে এভাবে খোজ নেওয়া দরকার।হাজার হলে সে এ বাড়ির বউ সে।
জাফর:ইমরান ঠিক বলেছে আরাফ তুই একটা বরং খবর নে।
আরাফ:আব্বু,কাকাই আমি খবর নেওয়ার জন্য আমার এক লোক কে খবর দিয়েছি সে একটু পরেই জানাবে মিতু কই আছে।

বেশকিছুকখন পর আকাশ নিচে আসলো আকাশকে দেখে মোতালেভ বললেন,

মোতালেভ:আর কত অধপতন হবে তোমার।তুমি কাল রাতে একটা মেয়েলে এভাবে ঝর বৃষ্টির মধ্য বাড়ি থেকে বের করে দিয়েছো। মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে।

আকাশ ভাববীলাশহীন হয়ে বল্লো,

আকাশ:আমার যায় আসেনা ওর কি হলোনা হলো।আমি ওকে নিজের স্ত্রী বলে কোনোদিন মানিনি আর এসব জানার পর তো প্রশ্নই আসেনা।তাই ওর কি হলোনা হলো তা নিয়ে কিছু যায় আসেনা আমার।

জাফর:অধপতনের চরম সীমায় চলে গেছে তোর ছেলে মোতালেভ।

আকাশ কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।কিছুক্ষন পর আরাফের সেই লোক খোজ নিয়ে জানায় মিতু তার বাড়িতেই আছে।সবাই ঠিক করেছে কিছুদিন যাক তারপর মিতুকে নিয়ে আসবে।ততদিন বাবার বাড়িতেই থাক।কিছুদিন গেলে মিতুর প্রতি সবার রাগ একটু হলেও কমতে পারে।

রাতে🌸

আরাফের আজকে রাতে হাসপাতালে যেতে হয়েছে একটা ইমার্জেন্সি রোগী আছে তাই।
স্নেহা রাতের তারা ভোরা আকাশ দেখছে।খুব শান্তি লাগছে তার।অবষেশে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে।তার গায়ে যে অন্যায়ের দাগ লেগেছিলো তা দূর করতে পেরেছে আর এই সব হয়েছে আরাফের জন্য সে না থাকলে কোনোদিন হতোনা।আরাফের প্রতি স্নেহার ভালোবাসাটা আর ও গভীর হয়ে গেলো।এসব ভাবছিলোই কি তখন পিছন থেকে একটা ডাক শুনে থমকে যায় স্মেহা।

“বাবুই”

খুব পরিচিত ডাক স্নেহার কাছে এটা।তার এক সময়ের কাছের মানুষ তাকে এই নামটায় ডাকতো।যাকে স্নেহা মন প্রান দিয়ে ভালোবাসতো।কিন্তু সময়ের শ্রোতে আজ সেই মানুষটাই স্নেহার নয়।স্নেহা পিছনে ফিরে দেখে আকাশ দাঁড়িয়ে আছে।চোখ মুখ তার মলিন হয়ে আছে।হয়ত অপরাধবোধ কুড়েকুড়ে খাচ্ছে তাকে।আকাশের চোখে স্নেহা আজ আবার তার প্রতি সেই ভালোবাসাটা দেখতে পাচ্ছে যা সে গত চার বছর দেখে এসেছে।

আকাশ স্নেহার কাছে এসে আবার বল্লো,

আকাশ:”বাবুই” কেমন আছো?

স্নেহা কিছুটা আনইজি লাগছে এভাবে আকাশ কে দেখে তাও নিজেকে সামলে নিয়ে বলে,

স্মেহা:এইতো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো?
আকাশ:ভালো নেই আমি
স্নেহা:মিতুকে কেন বের করে দিলে যাও ফিরিয়ে আনো।
আকাশ:তুমি কি বলোতো স্নেহা। যেই মেয়েটা তোমাকে সবার সামনে এতো খারাপ বানালো। যে তোমার চরিত্র নিয়ে এতো বাজে কথা বল্লো। তাও তুমি ওকে বলছো ফিরিয়ে আনতে। আর তাছাড়া আমার মন অই মেয়েটার জন্য না তোমার জন্য খারাপ করছে।

স্নেহা এভার হাল্কা হেসে বল্লো,

স্নেহা:আমার চরিত্রতো তুমিও খারাপ বলেছিলে আকাশ।আমাকে সবার সামনে তুমিও চরিত্রহীনা বলে অপমান করছো এমনকি সেদিন ছাদেও তুমি বলছিলে আমি আরাফ ভাইয়াকে আমার রূপের জালে ফাসাচ্ছি।জানো আকাশ মিতুর প্রতি আমার রাগ নেই কোনো মেয়েটা যাই করেছে ভালোবাসার জন্য করেছে আমাকে অপমান করছে আমাকে ছোটো করছে তোমার জন্য।কিন্তু আকাশ জানো আমার রাগ ঠিক কোথায় আমার রাগ তোমার প্রতি আকাশ হ্যা তোমার প্রতি।সেদিন তুমি যদি মিতুকে না বিয়ে করে একবার আমার কাছে আসতে তবে আজ এত কিছু হতোনা।সেদিন তুমি তা করোনি সার্থপর এর মতো বিয়ে করেছিলে মিতুকে।যতই তুমি বলো তুমি ওকে স্ত্রী হিসেবে মানোনা কিন্তু ও তোমার স্ত্রী এখন।জানো আকাশ আমি রাতের পর রাত এই ছাদে এইখানটায় দাঁড়িয়ে তোমার জন্য পাগলের মতো কেঁদেছি।তোমাকে ফিরে পাওয়ার বৃথা কান্না করেছি।জানো আকাশ তুমি যখন আমার চরিত্র নিয়ে এতো বাজে কথা বলছিলে তখন মনে হচ্চিলো কেউ আমার কলিজাটা পুড়িয়ে দিচ্ছে।যেই মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসাতাম সেই মানুষটা আমাকে বিশ্বাস করলোনা।আমাকে এক নিমিষে বাজারি মেয়ে বানিয়ে দিলো।তুমি নিজে আমাদের সম্পর্ক টাকে সবার সামনে মিথ্যা বানিয়ে দিয়েছিলে।আমার চার বছরের ভালোনাসা এক নিমিষে পায়ের তোলায় পিষে দিয়েছিলে।আকাশ আমি আজ ও ভুলতে পারিনা মিতু যখন আমার চোখের সামনে ওর ভেজা চুল গুলা ঘুরে ঘুরে দেখাতো।তখন মনে হতো আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি।আকাশ একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর।ভালোবাসার মূল চাবিকাঠি হলো বিশ্বাস।সেটা তুমি আমার প্রতি রাখোনি।

আকাশের স্মেহা কথা গুলো শুনে নিশ্চুপ হয়ে গেছে। স্নেহা একটা অন্যায় কথা বলেনি।সে যা বলেছে সব সঠিক।আকাশ স্নেহার দুহাত ধরে বলে,

আকাশ:আই এম সরি স্নেহা।আমাকে ক্ষমা করে দেও।বিশ্বাস করো স্নেহা আমার সাথে মিতুর সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হয়নি।শুধু সেদিন নেশার ঘোরে আমি ওর কাছে গিয়েছিলাম।কিন্তু তার পর থেকে সব সময় ওকে এড়িয়ে চলি।স্নেহা আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত।আমি ভুল করে ফেলেছি স্নেহা।মস্ত বড় ভুল করে ফেলেছি।আমাত হয়নি মিতুর কথায় আর অই ছবি গুলা দেখে তোমাকে অবিশ্বাস করা।সরি স্নেহা ক্ষমা করে দেও আমাকে।আমি তোমাকে অমেক আঘাত করেছি প্লিজ মাফ করে দেও।ফিরে এসো স্নেহা আমি তোমা প্রমিজ করছি আর কোনোদিন আমি তোমাকে কস্ট দেবোনা।খুব ভালোবাসি আমি তোমাকে স্নেহা।মিতুকে জেদের বসে বিয়ে করলেও আমি তোমাকেই তখনও ভালোবেসেছি আর এখনো ভালোবাসি।Please Sneha forgive me.please.

স্নেহা আকাশের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বল্লো,

স্নেহা:তুমি আজ আমার কাছে ক্ষমা কেন চাইছো আকাশ।আজ যদি এইসব মিথ্যা সেটা তুমি না জানতে তোবে তুমি আমাকে ঘৃণাই করতে আর মিতুর সাথেই থাকতে।আজ যখন জানতে পারলে সব মিথ্যা ষড়যন্ত্র তখন তোমার আমার প্রতি ভালোবাসা জেগে উঠলো।তোমার অনুসুচনা হতে লাগলো।আচ্ছা আকাশ একটা কথা বলোতো তুমি আদৌ কোনোদিন আমাকে ভালোবেসেছো।আমি কি তোমার ভালোবাসা নাকি তোমার অভ্যাস কোনটা।এটা ভালোবাসা হতে পারেনা কোনোদিন না।হ্যা আকাশ আমি তোমাকে অনেক ভালোবাসতাম তোমার সাথে জীবন কাটাতে চেয়েছিলাম।কিন্তু আজ আমি বলছি আমি তোমাকে আর ভালোবাসিনা তোমাকে আমি ক্ষমা করে দিলেও আমি তোমার কাছে ফিরবোনা কারন এক তুমি বিবাহিত দুই আমি এখন আরাফকে ভালোবাসি আমার মনে এখন শুধুই আরাফের জন্য ভালোবাসা আছে সেখানে তোমার কোনো ছায়া নেই।ভালো থাকো আকাশ মিতুকে নিয়ে।যেই ভুল তুমি একটা বাজি জিততে নেহা আপুর সাথে করেছো।তারপর আমার সাথে।প্লিজ মিতুকে এখন আর কস্ট দিওনা।

কথাগুলো বলে এক দৌড়ে চলেএলো স্মেহা।খুব কোষ্ট হচ্ছে তার।যাই হয়েছে কিন্তু এক সময় তো খুব ভালোবাসতো সে আকাশকে।তার কিশোরী জীবনের প্রথম প্রেম ছিলো আকাশ।সেই প্রথম ভালোবাসাকে চাইলেও ভুলা যায়না।প্রথম ভালোবাসা আমাদের হাসতে শেখায় কাঁদতে শেখায়।প্রথম ভালোবাসা ভালোবাসার অনুভুতি শিখায়।

স্নেহাও পারেনি আকাশকে একদম ভুলে যেতে।তার মনে কখনো কখনো আকাশে নাম উকিঝুকি মারে। কিন্তু সে আর ফিরবেনা কারন সে আরাফকে ভালোবাসে।হ্যা আরাফই এখন তার জীবনের সব।

সেদিনের পর থেকে আকাশ চেয়েও স্মেহার সাথে কথা বলতে পারেনি।স্নেহা নিজেই সেই সুযোগ দেয়নি।স্নেহা সব সময় আকাশের থেকে দূরে দূরে থাকতো।এদিকে আকাশের মন দুমড়ে মুচড়ে যাচ্ছে।স্নেহা আর আরাফকে এক সাথে দেখে।তাদের প্রেম দেখে আকাশের ভিতর জোলে যাচ্ছে।এইত সেদিনা সন্ধ্যায় আরাফ স্নেহাকে পড়াচ্চিলো আর দুস্টুমি করছিলো আড়াল থেকে সেটা আকাশ দেখছিলো আর জোলছিলো।আকাশ বুঝতে পেরেছে এভাবে হবে না তাকে অন্য পরিকল্পনা করতে হবে।

আজকে জাফর সাহেবরা মিতুর বাড়িতে কল
করেন।কল দিয়ে তারা মিতুর কথা জানতে চাইলে মিতুর ভাই স্পষ্ট বলে দেয়,

“এরকম মেয়ের আমাদের বাড়িতে কোনো জায়গা নেই।যে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে।আমাদের কাছে মিতু মৃত।”

মিতুর বাবা ভাই সব কিছু শুনে মিতুকে পর দিনই বাড়ি থেকে বের করে দিয়েছে।

জাফরসাহেবরা সবাই ভাবছে তাহলে মিতু গেলো কেই।আকাশের তো এই নিয়ে কোনো হেলদোল নেই।

এর মধ্য একজন এসে আকাশের নামে একটা লেটার দিয়ে যায়।জাফর সাহেব সেটা খুলে চমকে যায়।

#চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে