আস্থা পর্ব-০৮

0
1107

#আস্থা

পর্ব ৮

#writer Farzana Akter Mithila

আইরা চুপ করে ভালোবাসা অনুভব করছে আজ নিজেকে অনেক সুখী লাগছে

রায়েদঃ আজ আমি একটা জিনিস চাই তোমার কাছে দিবে??

আইরাঃ বল কি চাও

রায়েদঃ আমি আর কানাডা যেতে চায়না আইরা সবার সাথে একসাথে থাকতে চায়

আইরাঃ ওহ আচ্ছা

রায়েদঃ তুমি রাজি

আইরাঃ আমি তো তোমাকে কখনো না বলিনি তুমি ফ্যামিলির সাথে থাকতে চাও থাকবে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দিও আমি চলে যাব

রায়েদঃ আইইরা তুমি কি আমার ফ্যামিলি মেম্বার না? এটা কি তোমার ফ্যামিলি না? তোমাকে আর রাইদা কে ছাড়া আমি নিজেকে ভাবতে পারিনি
প্লিজ থেকে যাওনা আইরা

আইরাঃ কি করে থাকব রায়েদ একই ছাদের নিচে আমার পরিবারের খুনির সাথে কি করে থাকব আমি বলতে পারো

এই প্রশ্নের উত্তর রায়েদ এর কাছে নেই নিশ্চুপ হয়ে হেটে চলেছে

সকালে

সকাল সকাল বাসায় এত জোরে জোরে কথা বলছে কে ভাবতে ভাবতে রায়েদ আমি নিচে নেমে এলাম

লিভিং রুমে বাসার সবাই উপস্থিত সাথে মিতুর আব্বু আম্মু ও আছে আর তিথি আপুকে দেখে অনেক অবাক হলাম

আইরাঃতিথি আপু কেমন আছো

তিথিঃ ভালো আছি তুই কেমন আছিস

আইরাঃ আলহামদুলিল্লাহ ভালো আছি
এত সকালে তুমি এখানে

তিথিঃ আজ আমি আর রায়ান বিয়ে করব

আইরাঃ মানে?

তিথিঃ হ্যা রায়ান আমাকে বিয়ে করতে চায়।আমিও রাজি

আইরাঃ ওহ আম্মু ওনারা কি এই বাড়িতে থাকবে?

রাবেয়াঃ না ওরা মিতুকে নিয়ে চলে যাবে

মিতুর আব্বুঃ আপা আমার ভুলের শাস্তি আমার মেয়েটাকে দিস না
মিতুর আব্বু আইরা হাত ধরে বলে মা আমাকে মাফ করে দাও দয়া করে আমার মেয়ের সংসার টা তুমি বাচাও তুমি বললে আপা এই বিয়ে হতে দিবেনা

আইরা ওনার হাত টান দিয়ে সরিয়ে দিয়ে বলল

আইরাঃ আমি আপনাকে কখনো মাফ করতে পারবনা আপনার জন্য আমি আমার পরিবারের সবাই কে হারিয়েছি আপনার জন্য আমার ভাই ভাবি তাদের অনাগত সন্তানের মুখ দেখতে পারেনি নিস্পাপ শিশু টা দুনিয়ায় আসতে পারিনি আমি কি ভাবে আপনাকে মাফ করব?? আপনাকে আমি কখনো মাফ করতে পারবনা আর আপনার মেয়ের সংসার আমি টিকিয়ে দিব হাহাহা ভাবলেন কি করে? যার জন্য আমি আমার সব কিছু হারিয়েছিলাম তার জন্য আমি আম্মুকে বলব যেই মেয়েটা আমার থেকে আমার ভালোবাসার মানুষ টাকে কেড়ে নিয়েছে যার জন্য আপনি আমার পরিবার কে খুন করছেন তার সংসার আমি ঠিক করে দিব
১০ বছর আগে দিয়েছিলাম ঠিক করে কিন্তু আর না
রায়ান কিছু না করেও সে শাস্তি পেয়ে যাচ্ছে তারও কষ্ট হয় কিন্তু এখানে আমার কিছু করার নেই ওর ভুলের জন্য ও শাস্তি পেয়েছে

রায়েদঃ রায়ান যদি তার ভুল শুধরে নিজের জীবন নতুন করে শুরু করতে চায় তবে আমরা বাধা দিতে পারিনা

রায়ানঃ আমি মিতুকে কখনো ভালোবাসতে পারিনি আর না কখনো পারব আইরার কথায় আর দায়িত্বের জন্য এতদিন কিছু বলিনি কিন্তু আমার তো বাবার হওয়ার অধিকার আছে ওর জন্য আমি আমার ভালোবাসা হারিয়েছি কিন্তু বাবা হওয়ার সুখ হারাতে চায়না তাই আমি তিথিকে বিয়ে করতে চায়

মিতুঃ পারলে আমাকে সবাই মাফ করে দিয়েন আমি আর কখনো এ বাড়িতে আসব না
মেজো ভাবি আপনার সাথে সব থেকে বেশি অন্যায় করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য নয় তবুও বলছি পারলে মাফ করে দিয়েন
রায়ান আমি তোমার লাইফে আসব কখনো আর তোমার বিয়েতেও আমি বাধা দিব না শুধু আমার একটায় চাওয়া আমাকে কখনো ডিভোর্স দিওনা আমি তোমার স্ত্রী হয়ে মরতে চায় শুধু এই চাওয়া টুকু রেখো
আব্বু আম্মু চল

সবাই চুপ করে আছে ওরা ৩ জন চলে গেছে

তিথিঃ রায়ান আমার কাজ শেষ আমি যায় এবার

আইরাঃ তোমার কাজ শেষ মানে বিয়ে করবেনা?

রায়ানঃ না বিয়ে হবেনা

রিয়াদঃ কি বলছিস একটু আগে বললি

রায়ানঃ মিতুকে আমার লাইফ থেকে সরানোর জন্য এই নাটক

আইরাঃ তিথি আপু তোমার কি রায়ানকে বিয়ে করতে কোন আপত্তি আছে?

তিথিঃ আইরা তুমি হয়তো আমার বিষয়ে সব জানো না
আমার বিয়ে হয়েছিল

আইরাঃ ওহ সরি আপু আমি জানতাম না তো তোমার হ্যাসবেন্ড কে নিয়ে এসো পরিচিত হব

তিথিঃ ও বেচে নেই আইরা আমাদের বিয়ের ১ বছর পরে ও মারা যায়

আইরাঃ আর বিয়ে করোনি

তিথিঃ না
আইরাঃ রায়ান কে বিয়ে করবে

তিথি কিছু বলেনা আইরা বুঝে নেই তিথির আপত্তি নেই

আইরাঃ আম্মু তোমার কাছে আজ কিছু চাইবো দিবে?

আম্মুঃ তুই চাইলে আমি কখনো না করেছি

আইরাঃ আজ রায়ান আর তিথি আপুর বিয়ে হবে রায়েদ তুমি সব ব্যবস্থা কর

রায়ানঃ না আইরা আমি আর বিয়ে করব না

আইরাঃ কেন রায়ান তোমার ও ভালো থাকার অধিকার আছে দেখো সময় কখনো কারোর জন্য থেমে থাকেনা
অতীত কে নিয়ে বাচতে গেলে কষ্ট ছাড়া কিছুই পাবেনা সব ভুলে আবার নতুন করে সব শুরু কর।তিথি আপুর উপর আমার #আস্থা আছে ও তোমাকে ভালো রাখবে তুমি রাজি হয়ে যাও

রায়ানঃ কিন্তু

রায়েদঃ কোন কিন্তু নয় রায়ান

রায়ানঃ আচ্ছা আমি রাজি কিন্তু তোমরা আর কানাডা যাবেনা

রায়ান এর কথা শুনে রায়েদ আইরার দিকে তাকায়

আইরাঃ আচ্ছা আমরা এবার থেকে এই বাড়িতে থাকব

আম্মুঃ সত্যি

আইরাঃ হ্যাঁ আম্মু সত্যি
আমি তোমাদের সাথে থাকব রায়েদ গেলে যাক আমি রাইদা যাবনা

রায়েদঃ বাহ আমাকে কানাডা পাঠিয়ে তোমরা সব ভালবাসা নিবে তাইনা তা হবেনা

আইরাঃ সেটা তোমার ইচ্ছে

আহমেদ ম্যানশন এ আজ সবাই খুব খুশি

সন্ধ্যায়

তিথির বাবা মা আর তিথি এসেছে
তিথিকে আইরা আর নিলা সাজাচ্ছে

অন্যদিকে রায়েদ রিয়াদ রায়ান কে নিয়ে লিভিং রুমে বসে আছে

আইরা নিলা তিথিকে নিয়ে নিচে নামছে ৩ ভাই সেদিকে হা কর তাকিয়ে আছে

নুহাসঃ বাবাই তুমি ও কি আজ মাম্মা কে বিয়ে করবে

রাইদাঃ তি মদা তি মদা আতকে তবাই বিয়ে তলবে

আজিজ রাইদাকে কোলে নিয়ে বলল

আজিজঃ হ্যাঁ দাদুভাই আজ সত্যিই খুব মজা আজ আমার পরিবারের সব দুখ শেষ

রায়ান তিথির বিয়ে হয়ে যায়

কিন্তু আড়াল থেকে কেউ শয়তানি হাসি দিয়ে বলে আজ থেকে খেলা শুরু
হাহাহা।আহমেদ ম্যানশন এর কেউ ভালো থাকবেনা কেউ না

চলবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে