আস্থা পর্ব-০৩

0
1171

#আস্থা

পর্ব ৩

Farzana Akter Mithila

অতীত

আইরাঃ রায়ান দাড়া নাইলে তোর খবর আছে কিন্তু

রায়ানঃ আমারে কি পাগল পাইছিস আমি দাঁড়ায় আর তুই এসে কেলানি দিস

আইরাঃ আমি তোকে কিছু বলবনা দোস্ত তুই শুধু দাড়া

রায়ানঃ সত্যি তো

আইরাঃ হুম সত্যি

রায়ান দাঁড়িয়ে পড়ে
আইরা রায়ান এর কাছে এসে রায়ান এর হাতের চকলেট গুলো নিয়েয় পালিয়ে যায়

দুর থেকে দাঁড়িয়ে আজিজ আহমেদ আর মহিন রহমান দেখে মুচকি হেসে হাটতে শুরু করল

মহিন(আইরার বাবা)ঃ ছেলে মেয়ে ২টো কত বড় হয়ে গেছে তবুও ওদের ছেলে মানুষি গেল না।আমার পাগলি টা যে কবে বুজবে

আজিজঃ আরে কি বুজবি এখন যেমন আছে তেমনি ঠিক আছে বুজলি

মহিনঃ এমন বাদর মেয়েকে কে বাড়ির বউ করবে বল
ইন্টারে পরে তবুও দেখ রাস্তায় মধ্যে ওর পাগলামি

আজিজঃ তোর মেয়ে টা সরল সোজা। আর আমার বাসা থাকতে ওকে অন্য বাসায় বিয়ে দেয়ার চিন্তা করিস না

মহিনঃ কি বলছিস?

আজিজঃ হুম ওই দেখ

বলে আইরা আর রায়ান এর দিকে দেখালো

রায়ান আর আইরা মারামারি করতে করতে যাচ্ছে

আজিজঃ কি ভাবছিস ওরা শুধু বন্ধু?? না ওরা ২জন ২জন কে ভালোবাসে অনেক আগে থেকে

মহিনঃকি বলছিস তুই?? আমার ছোট পাগলি কাউকে ভালোবাসে

আজিজঃ হুম আমিও জানতাম না কিছুদিন আগে তোর ভাবি বলল

মহিন কিছু না বলে আজিজ কে জড়িয়ে ধরে কান্না করে দিলো

অন্যদিকে

রায়ানঃ ওই পিচ্চি বাসায় চলে এসেছি নাম

আইরাঃ চল না আজকে একটু ঘুরি

রায়ানঃ একদমি না
পরশু থেকে তোর এইচএসসি পরীক্ষা ভুলে গেছিস?? এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসবি
আমি রাতে কল দিব

আইরাঃ প্লিজ চলনা

রায়ানঃ একদমি না নামবি নাকি জোর করে নামাবো

আইরাঃ নামছি কিন্তু আর কখনো তোর গাড়ি তে উঠব না তুই খুব খারাপ

রায়ানঃ হুহ দেখা যাবে যা

আইরা মন খারাপ করে বাসার মধ্যে চলে আসলো

মহিন নিচে নামতে নামতে দেখে আইরা মন খারাপ করে আছে

মহিনঃ কি হয়েছে আমার মা টার

আইরাঃ কিছু হইনি

মহিনঃ কিছু না হলে তো মুখে হাসি থাকত কিন্তু আমার মেয়ের মুখে হাসি নেই কেন

আইরা কিছু না বলে মহিনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে
আইরাঃ পাপ্পা বাদরকে বলছিলাম একটু ঘুরতে নিয়ে যেতে কিন্তু ও আমাকে উপদেশ নিয়ে চলে গেল

মহিনঃ তুই বাদর এর সাথে ঘুরতে যেতে চেয়েছিলি?? বাদর তোকে উপদেশ দিয়ে গেলো

আন্নিঃ বাবাই ওটা ওই বাদর না ওটা রায়ান বাদর( আইরার ভাবি)

মহিনঃ ওহ আচ্ছা বুজলাম।কি উপদেশ দিল

আইরাঃ পরশু থেকে পরীক্ষা তাই এখন থেকে পড়তে হবে

আচ্চা পাপা তুমি বল এখনো কত সময় বাকি একটু ঘুরতে নিয়ে গেলে কি হত

মহিনঃ বাদর টা খারাপ কিছু বলেনি মা

আইরাঃ পাপা তুমিও ওর মত বলছো

আন্নিঃ আইরা শোন ও তোর ভালোর জন্য বলছে,যদি তোর রেজাল্ট খারাপ হয় তখন সবাই তোকেই বলবে মাথা মোটা সেটা কি ভালো হবে বল

আইরাঃ কিহ আমি মাথা মোটা??

আন্নিঃ আমি তাই বলছি নাকি
যদি খারাপ রেজাল্ট হয় তখন সবাই বলবে বুজলি

আইরাঃ হুহ বুজছি দেখো আমার রেজাল্ট

আমার জন্য একটু কফি দিও তো আমি উপরে যাচ্ছি

আন্নিঃ আচ্ছা যা

মহিনঃ পাগলি একটা

আন্নিঃ বাবাই তোমাকে কফি দিব কি??

মহিনঃ হুম দিস

আন্নিঃ মেয়েটা কবে যে বড় হবে

মহিনঃ তোর ননদ বড় হয়ে গেছে অনেক আগেই

আন্নিঃ কি বলো

মহিনঃ হুম এবার ওকে বিয়ে দিয়ে দিতে হবে

আন্নিঃ কি বলো এগুলা ও নিজেকে এখন সামলাতে পারেনা শশুর বাড়ি কি ভাবে সামলাবে

মহিনঃ হুম।ওর পরীক্ষা হয়ে গেলেই এনগেজমেন্ট করে রাখব পরে বিয়ে দিব

আন্নিঃ কার সাথে

মহিনঃ রায়ান এর সাথে

আন্নিঃ কিহ। ২ বাদর একসাথে । ওরা তো দুজন সারাদিন মারামারি করবে

মহিনঃ বিয়ের পর ঠিক হয়ে যাবে

আন্নিঃ আইরা কি রাজি হবে

মহিনঃ হবে মানে হয়ে বসে আছে

আন্নিঃ মানেএএ

মহিনঃ হুম ও রায়ানকে ভালোবাসে।

আন্নিঃ আমি জানতে পারলাম না

মহিনঃ আমিও আজ জানলাম, ওকে কোন কষ্ট পেতে দেইনি আমি আর আমি বেচে থাকতে কোন কষ্ট পেতে দিব না।তুই তো জানিস মেয়েটা বড্ড অভিমানি

আন্নিঃ হুম বাবাই জানি তুমি বস আমি কফি করে আনি

মহিনঃ আচ্ছা যা

আন্নি কফি করতে গেল

মহিন আর শিমলার এর ২ছেলে মেয়ে আরফান আর আইরা।আন্নি আরফানের ওয়াইফ ।এই ৫ জন মিলেই আইরার পরিবার

মহিনঃ শিমলা কোথায় তুমি

আন্নিঃ বাবাই মামনি তো একটু তার বান্ধুবির বাসায় গেছে

মহিনঃ আমাকে না বলেই গেল যে

আন্নিঃ তোমার ফোন চেক কর

মহিন ফোন বের করতে একটা ঢোক গিললো

আন্নিঃ মামনি আসার সময় হয়ে গেছে কিন্তু বাবাই সাবধানে
এই নাও কফি আমি আইরা কি দিয়ে আসি

আইরার রুমে

আন্নিঃ আসব

আইরাঃ হ্যা এসো কিন্তু কবে থেকে পারমিশন নেয়া শুরু করলে

আন্নিঃ যখন জানতে পারলাম আমার ননদ বড় হয়ে গেছে

আইরাঃ মানে

আন্নিঃ হুম আমার ননদ বড় হয়ে গেছে প্রেম করছে

আইরাঃ,,,,,

আন্নিঃ থাক আর লজ্জা পেতে হবেনা।পরশু পরীক্ষা সেই খেয়াল আছে তো ভালো করে পড়

আইরাঃ হুম পড়ছি

পরীক্ষায় দিন সকাল ৬ টাই রায়ান আইরার বাসায় হাজির

মহিনঃ এত সকালে তুই কোন সমস্যা

রায়ানঃ না আংকেল আজ তো আইরার পরীক্ষার প্রথম দিন তাই আসলাম

মহিনঃ ওহ আচ্ছা গিয়ে দেখ আইরা কি করে

রায়ানঃ কেন ও পড়ছে না??

মহিনঃ হাহাহা

রায়ানঃ আংকেল হাসো কেন

মহিনঃওতো ঘুম

রায়ানঃ কিহ ওর আজ পরীক্ষা না পড়ে ও ঘুমাচ্ছে

মহিনঃ হুম
শিমলাঃ তোর আংকেল এর জন্য মেয়েটা এমন হইছে আদরে আদরে বাদর বানাইয়া ফেলছে

মহিনঃ এখন সব দোষ আমার

আরফানঃ রায়ান তুই গিয়ে দেখ

রায়ানঃ হুম ভাইয়া যাচ্ছি

রায়ানঃ আইরার বাচ্চা তোর আজ পরীক্ষা আর তুই এখনো ঘুমাচ্ছিস

কি হল উঠ আইরায়ায়ায়ায়ায়া

আইরাঃ সারাদিন জ্বালাস এখন স্বপ্ন এও জ্বালাসিস

রায়ানঃ স্বপ্ন মানে? আমি তোর সামনে দাঁড়িয়ে আছি

আইরা আবার ঘুমিয়ে গেছে

আইরার রুমে আন্নি এক জগ পানি নিয়ে দাঁড়িয়ে আছে

রায়ান পানি দেখে শয়তানি হাসি দিয়ে জগ হাতে নিয়ে পানি আইরার উপর ফেলে দিলো

আইরা উঠে চিৎকার দিয়ে বলল
আইরাঃ পাপ্পায়ায়া

রায়ানঃ আওয়াজ নিচে বেবি

আইরাঃ তুই এখানে?? আমার উপর তুই পানি ফেলেছিস? কেন

রায়ানঃ আজ তোর এক্সাম সেই খেয়াল আছে??

আইরাঃ হুম আছে তো

রায়ানঃ তাহলে এখন ঘুমাচ্ছিস কেন

আইরাঃ কয়টা বাজে

রায়ানঃ ৬টা ৩০

আইরাঃ মাত্র আর এখনি তুই ঘুম ভাঙালি?? এক্সাম তো ১০ টায় ৯ টায় বের হলেই হবে

রায়ানঃ পড়তে হবেনা??

আইরাঃ কি পড়ব??

রায়ানঃ বই পড়বি

আইরাঃ ওত পড়ে কি হবে??

রায়ানঃ পড়তে হবে মানে হবে যা গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বস
ভাবি আপনি ওর জন্য নাস্তা আনুন

আন্নিঃ আচ্ছা যাচ্ছি

আন্নি বের হতেই রায়ান আইরাকে জড়িয়ে ধরল

আইরাঃ ছাড় আমাকে সকাল সকাল ঘুম এর বারোটা বাজিয়ে দিলি

রায়ানঃ তোর ভালোর জন্য তো

আইরাঃ হুহ খুব ভালো হইছে আমার

রায়ানঃ হইনি তবে হবে যা ফ্রেশ হয়ে নে

আইরা বিড়বিড় করতে করতে ওয়াসরুমে চলে গেল

রায়ান মনে মনে ভাবছে
মেয়েটা এত কেয়ারলেস কেন আজ এক্সাম তবুও কোন গুরুত্ব নেই, সব সময় কি কেয়ারলেস থাকলে কি হয়
নিজেকে নিয়ে একটু ভাব্বে না কখনো

আইরাঃ ওত ভাবতে হবে না আমাকে নিয়ে আমি জানি আমাকে ভাবার জন্য কেউ আছে

রায়ানঃ তোকে কে বলেছে আমি তোকে নিয়ে ভাবছি

আইরাঃ আমার মন বলছে

রায়ানঃ হুহ আইছে মন আলা
পড়তে বস

আইরাঃ হুম বসছি

৯টা

আইরাঃ মামনি পাপ্পা আমি যাচ্ছি দোয়া করো
ভাইয়া ভাবি গেলাম

সবাই একসাথে বলল সাবধানে যাস আর ভালো ভাবে পরীক্ষা দিস

মহিনঃ রায়ান ওকে একটু ভালো ভাবে বুঝিয়ে দিও

রায়ানঃ ওকে আংকেল তুমি চিন্তা করোনা

আইরাঃ আমি কি কিছু বুঝিনা? ওর কিছু বুঝায় দিতে হবেনা

রায়ানঃ বের হওয়ার সময় ঝামেলা করিস না

আইরাঃ কিহ আমি ঝামেলা করছি? যাহ যাব না তোর সাথে ভাইয়া আমাকে নিয়ে চল

রায়ানঃ ঢং কম করে চল দেড়ি হয়ে যাচ্ছে

আইরাঃ আমি যাবনা তোর সাথে

শিমলাঃ আইরা😤😤

আইরাঃ পাপা

মহিনঃ আমি কিছু বলতে পারবনা তোর মা যা বলে শোন

রায়ানঃ যাবি নাকি মার খাবি

আইরাঃ যাচ্ছি যাচ্ছি
বলে বাসা থেকে বের হয়ে গেল

শিমলাঃ এই পাগলকে নিয়ে কি করব আমি

আন্নিঃ তোমাকে কিছু করতে হবেনা মামনি যা করারা বাবাই করবে

শিমলাঃ কি করবে তোর বাবাই

মহিনঃ ওদের ৪ হাত এক করে দিব

শিমলাঃ ওদের মানে

আন্নিঃ রায়ান আইরার

শিমলাঃ ২বাদর একসাথে?? আমার বান্ধুবি নিশ্চিত পাবনা চলে যাবে

আরফানঃ আমার বোন কে নিয়ে এত মজা করনা দেখো ও একদিন সব এক হাতে সামলাবে

চলবে।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে