❤#আশিকি❤
#Madness_Of_Love
#Writer_Sanjana_Shabnam_Fahmida
#Part_25
❤❤ 12:30 PM ❤❤
দিয়াঃ দি হয়েছে তোর?
সানাহঃ আসছি তো দাড়া,,,
সানাহ আর দিয়া হিল সুজ হাতে নিয়ে ধীর পায়ে বের হচ্ছে রুম থেকে। সানাহ আর দিয়া কালো রঙের শর্ট ড্রেস পরেছে হাটুর অব্দি।
সানাহঃ দিয়ু আম্মু যদি জেগে যায় আর দেখে আমরা এরকম ড্রেস পরেছি তাহলে ঝাড়ুর বারি একটাও মাটিতে পরবে না।
দিয়াঃ চিল কর দি খালামনি ডিপপপপ স্লিপিং এ চলে গেছেন এখন আর জাগবেন না। আর ওনার উঠার আগেই আমরা চলে আসবো সো চিল মার। ( ফিসফিসিয়ে)
সানাহ আর দিয়া সাবধানে দরজা খুলে বেড়িয়ে যায় বাড়ি থেকে।
❤❤ City Night Club ❤❤
হাই ভলিউমে গান বাজছে পুরো ক্লাবে। সবাই যার যার মত করে ব্যাস্ত। আবিদ আর আমাল ক্লাবের বার সাইডে বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে।
আমালঃ তো এটা তোর প্লান ছিল। শেষমেষ নাইট ক্লাব!!
আবিদঃ ইয়েপপপ ভাই,,, লুক এখন তুই স্বাধীন তাই ক্লাবে আসতে পেরেছিস বিয়ের পর ক্লাবের স্বপ্ন ও দেখতে পারবি না,,,
আমালঃ চিন্তার কিছু নেই আমার পর পরই তোর টিকিটও কাটা হয়ে যাবে। তখন তুইও ক্লাবের স্বপ্নই দেখিস।
আমাল বারবার সানাহর ফোন ট্রাই করছে কিন্তু প্রতিবারই সুইচড্ অফ বলছে।
আমালঃ দেখলি এখনো ফোন সুইচড্ অফ করে রেখেছে। ( ফোন আছার দিয়ে টেবিলে রেখে)
আবিদঃ রিলেক্স ভাই হয়তো সানাহ ঘুমিয়ে পরেছে আর ফোনে চার্জ নেই। কালকে তো দেখা হচ্ছেই সো ডোন্ট বি সো হাইপার।
এখানে ইন্ঞ্জয় করতে এসেছি আর তুই ফোন নিয়ে পরে আছিস।
চল ওইদিকে গিয়ে ডান্স করি দেখ কত্তো সুইট সুইট মেয়ে ওইদিকে ?
আমালঃ দিয়া জানতে পারলে তোর সুইট সুইট মেয়ে গিড়ি ছুটিয়ে দিবে ?
আবিদঃ ভয় দেখাস না প্লিজ। তুই না গেলে এখানেই থাক আমি যাই।
আবিদ উঠে ডান্স ফ্লোরে মেয়েদের সাথে নাচছে। আর আমাল ফোনের স্ক্রিনে সানার ছবি দেখছে আর ভাবছে আর বেশি সময় বাকী নেই যখন ওর সানাহ সারাজীবন এর জন্য ওর হয়ে যাবে।
দিয়া আর সানাহ ক্লাবের ভিতরে আসছে।
সানাহঃ দিয়ু আর কোন জায়গা পেলি না শেষমেষ ক্লাব!
দিয়াঃ ক্লাব ইজ দ্যা বেস্ট প্লেস ফর রিলেক্সিং দি,, তাই এতো মেলোড্রামা না করে আয় আমার সাথে।
আমাল বসে আছে এর মধ্যেই একটা মেয়ে ওর সামনে আসলো। আমাল মাথা তুলে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি একটা লাল শর্ট ড্রেস পরেছে হয়তো বেশি ড্রিঙ্ক করে ফেলেছে তাই টাল সামলাতে পারছে না।
মেয়েটিঃ হাই আ’ম মিলি ( ঢলতে ঢলতে) ওয়ানা ডান্স উইথ মি,,,
আমালঃ নো থ্যাংকস আপনি যেতে পারেন,,,
মিলি আমালের দিকে ঝুঁকে বলতে শুরু করল,,,
মিলিঃ টু মাচ্ এ্যাটিটিউট আই লাইক ইট,,,,
আমালঃ লিসেন জাস্ট স্টে আওয়ে ফ্রম মি,,,
মিলিঃ বুঝতে পেরেছি অনেক লয়াল নিজের ব্যাটার হাফের প্রতি। ( সোজা হয়ে)
আমালঃ এয়াহ,, মাই অল ফিলিংস স্টার্টস্ উইথ হার মাই মোমেন্ট কামস্ ফ্রম হার। তাই আপনার ডাল এখানে গলবে না,,,
মিলিঃ নাম কি তার?
আমালঃ সানাহ,,
মিলিঃ তাকে বলে দিয়েন সে অনেক লাকি।
আমাল খানিকটা হেসে বলল,,,
আমালঃ নাহ আমি অনেক লাকি,,,
দিয়া আর সানাহ ভিতরে আসতেই ওদের দুজনের চোখ দু দিকে আটকে যায়।
দিয়াঃ আবিদদদদ,,,, ( আবিদ ফ্লোরে কয়েকটা মেয়ের সাথে নাচছে )
সানাহঃ আমাল,,, ( আমাল মিলির সাথে কথা বলছে)
সানাহ আর দিয়া দাঁড়িয়ে অবাক হয়ে ওদের কান্ড দেখছে শুধু। হাই ভলিউমের কারনে কিছু শোনা যাচ্ছে না তাই আমাল আর মিলির মধ্যে কি কথা হচ্ছে তা সানাহ শুনতে পারছে না।
মিলিঃ আচ্ছা তাহলে আমি আসি এখানে আমার কোন প্রয়োজন নেই,,,
মিলি চলে যেতে নিলেই টাল সামলাতে না পেরে আমালের উপর পরে যায়। আমাল ধরে ফেলে মিলিকে যেন ব্যথা না পায়।
সানার চোখে পানি চলে এসেছে ওদের এভাবে দেখে। ও বিশ্বাস করতে পারছে না আমাল নিজের বিয়ের একদিন আগে এরকম কিছু একটা করবে।
আমালঃ আপনি ঠিক আছেন? ( মিলিকে দাড় করিয়ে)
মিলিঃ এয়াহ আ’ম অল রাইট থ্যাংকস,,,
আমালের চোখ হঠাৎ ক্লাবের এন্ট্রান্স এর দিকে যায়। আমাল সাথে সাথে শকড্ হয়ে দাঁড়িয়ে যায়। সানাহ ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে ওর। দিকে। সানাহকে এখানে একদম এক্সপেক্ট করেনি ও। সানাহ আবার ওকে ভুল বুঝলো না তো ভাবছে আমাল।
আমালঃ সানাহহহহ ( অবাক হয়ে)
সানাহ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌঁড়ে বেড়িয়ে আসে ক্লাব থেকে ওর পেছনেই ছুটে আসে আমাল।
সানাহ চোখ মুছতে মুছতে হাটছে আমাল দ্রুত এসে ওর হাত ধরে ওকে আটকায়।
আমালঃ সানাহ তুমি এখানে এসময়?
সানাহঃ কেন এসে ভুল করলাম স্যরি তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? ( হাত ছাড়াতে ছাড়াতে )
আমালঃ একদম না সানাহ তুমি ভুল বুজঝো। আমি তোমাকে এক্সপ্লেইন করছি,,,
সানাহঃ আমি কিছু শুনতে চাই না হাত ছাড়ো আমার আমি বাড়ি যাবো।
আমালঃ শুনতে হবে তোমাকে সানাহ সব সময় ভুল বুঝে চলে যেতে পারো না তুমি ( রেগে ধমক দিয়ে)
আমালের ধমকে চুপ করে যায় সানাহ। শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।
আমাল নিজের রাগ কন্ট্রোল করে সানার চোখ মুছে দিতে দিতে বলে।
আমালঃ তাকাও আমার দিকে,,,
সানাহ এখনো নিচের দিকে তাকিয়ে আছে,,,
আমালঃ আই সেইড লুক অ্যাট মি সানাহ,,,
সানাহ আমালের দিকে তাকালো তাও কান্না অফ করলো না।
আমাল সানাহর চোখের পাতায় ঠোঁট ছুঁইয়ে বলে,,,
আমালঃ তুমি যেটা দেখেছো ঠিক সেটা না সানাহ। আবিদ আমাকে ব্যাচেলর পার্টির কথা বলে এখানে নিয়ে এসেছিল। আর ওই মেয়েটা কে আমি চিনিও না। জাস্ট ওর হেল্প করছিলাম আমি।
এইদিকে,,,,
আবিদ কান ধরে উঠবস করছে আর সামনেই দিয়া রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে।
দিয়াঃ আবিদের বাচ্চা কামিনা তোর লজ্জা করে না ঘরে এতো সুন্দর গার্লফ্রেন্ড রেখে ক্লাবে এসে মুখ মারতে।
আবিদের মুখ ফ্যাকাসে হয়ে গেছে কারন সবাই ওর দিকে তাকিয়ে আছে আর হাসছে। সবার সামনে ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়েছে দিয়া ওর।
আবিদঃ বেবি স্যরি আর কখনো হবে না। চলো বাড়িতে গিয়ে সব মিটমাট করি এটা পাব্লিক প্লেস ?
দিয়াঃ সেটা তো করবোই আগে একশ কমপ্লিট করেন।
আবিদ বাধ্য ছেলের মত চোখ বন্ধ করে কান ধরে উঠবস শুরু করলো।
এইদিকে,,,,
আমালঃ ট্রাস্ট মি সানাহ আমি ভুল কিছু করি নি। আই সোয়ের সানাহ,,,,
সানাহঃ আই ট্রাস্ট ইউ আমাল,,,
সানাহ আমালের বুকে মুখ গুঁজে নিজের চোখের পানি মুছে নেয়।
সানাহঃ আমি জানি তুমি আমাকে কখনো ধোঁকা দিবে না কজ আমাল তো শুধু সানাহকে ভালোবাসে তাইনা??
আমালঃ হুম আমাল সানাহকে ভালোবাসে আর মৃত্যুর পরেও সানাহকেই ভালোবাসবে।
সানাহঃ আই লাভ ইউ আমাল,,, আমার তোমার হৃদয় জুড়ে শুধু আমার জায়গা আর। এই জায়গায় আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না।
আমালঃ এই জায়গা আমি অন্য কাউকে দিবোও না কারন এটাতো সানার নামে রেজিস্ট্রি হয়ে গেছে।
আমার সবটা জুড়ে শুধু তুমি সানাহ তুমি চাইলেও আমি তোমাকে ছাড়তে পারবো না। You Are My Addiction Sanah,,, And This is #The_Addiction_Of_My_Love . I love you Sanah.
❤❤ In Present ❤❤
চোখ খুললো আমাল। বাইরে মুষল ধারে বৃষ্টি হচ্ছে। চোখ থেকে নামিয়ে জানালার গ্ৰীলে গোল ফ্রেমের গ্লাস টা রাখলো ও। চোখে মুখে বৃষ্টির ফোঁটা গুলো পরছে আর চোখ বন্ধ করে সেটা অনুভব করছে ও। অতীতের পাতায় ডুবকি দিয়ে ছিল এতক্ষন ও।
আমাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,,,
আমালঃ আমার হৃদয়ের জায়গা শুধু তোমার নামে রেজিস্ট্রি করা সানাহ তাই আজও কাউকে এই জায়গায় টা দিতে পারি নি। দিবই বা কি করে তুমি তো আমার রক্তের সাথে মিশে আছো চাইলেও তোমাকে ভোলা সম্ভব না আমার পক্ষে।
ঘড়ির দিকে তাকালো আমাল। ওর শো এর সময় হয়ে গেছে। আই গ্লাস টা তুলে নিজের কেবিনের দিকে পা বাড়ালো ও।
❤❤ Radio Star ❤❤
আমালঃ হ্যালো ডিয়ার লিসেনার্স ইউ আর টিউন টু রেডিও স্টার চলছে আপনাদের প্রিয় শো। “ ভালোবাসার রংধনু ” আমি RJ Amaal আছি আপনাদের সাথে টু ফিল দ্যা বিউটিফুল রেইনি মর্ন। আপনাদের মনের অব্যক্ত কথা গুলো আমাদের সাথে শেয়ার করতে এসএমএস করুন এই নম্বরে।
চলুন দেখি আজকে কে কে আছে আমাদের সাথে,,,
আমাল সবার ম্যাসেজ পড়ে শুনাচ্ছে। বাইরে দাঁড়িয়ে আবিদ আমালকে দেখছে। ওর চোখ ভিজে যাচ্ছে আমালকে দেখে। এই দুই বছরে আমালকে কখনো কাঁদতে দেখে নি আবিদ। কেউ আমালকে দেখে বলবে না যে ওর ভিতরটা জ্বলে শেষ হয়ে যাচ্ছে।
বাইরে দিয়ে আমাল নিজেকে যতই স্ট্রং দেখাক এক মাত্র আবিদ জানে আমাল ভিতর থেকে কতটা ভেঙে পরেছে।
আমালঃ তো আজকের শো টা শেষ করি একটা সোলফুল গান দিয়ে। সবার কাছের কাউকে ডেডিকেট করে আজকের শো এর শেষ গান। আমাদের কাছের কারো জন্য ” সিরফ্ তু ”
” শুধু তুই ”
“ আঁখো মে সাপ্নে মেরি
লিখতা হ্যায় এয়ারা সিরফ্ তু
দেখু ম্যায় চাহে জিসে
দিখতা হ্যায় এয়ারা সিরফ্ তু
মেরে হি আন্দার পান্না পান্না
খুলতা হ্যায় এয়ারা সিরফ্ তু
দিল কি তালাশি কিতনি দাফা লি
মিলতা হ্যায় এয়ারা সিরফ্ তু
সিরফ্ তু সিরফ্ তু সিরফ্ তু সিরফ্ তু x2 ”
আমাল উঠতে নিলে ওর চোখ যায় টেবিলের উপর রাখা সানার ছবির দিকে।
ছবি থেকে চোখ সরিয়ে নেয় ও হয়তো নিজের চোখের পানি আড়াল করতে চাচ্ছে।
“ দিন খিলে এয়াহ কাভি শাম ঢালে
রেহনা তু মেরে সাথ
তু জো হ্যায় তো মেরি সাস চালে
কিউ জিয়ু তেরে বাদ
সিরফ্ তু দুয়া ও সা আয়ে
মেরে হোঠো পে সিরফ্ তুউউ
সিরফ্ তু লাকিরো সা লিখা
মেরে হাতো পে সিরফ্ তু
( আমাল নিজের হাতের রেখা গুলোর দিকে তাকালো তারপর হাত মুষ্ঠি বদ্ধ করে ফেলল)
মেরে হি আন্দার পান্না পান্না
খুলতা হ্যায় এয়ারা সিরফ্ তু
দিল কি তালাশি কিতনি দাফা লি
মিলতা হ্যায় এয়ারা সিরফ্ তু
সিরফ্ তু সিরফ্ তু সিরফ্ তু সিরফ্ তু x2 ”
আমাল রেডিও কেবিন থেকে বেড়িয়ে আসতেই আবিদের মুখোমুখি হয়।
আমালঃ তুই এখানে কি করছিস আবিদ? তোকে আমি ডিল সাইন করতে পাঠিয়েছিলাম,,,
আবিদঃ হুমম সাইন হয়ে গেছে।
আমালঃ ওহ গুড
আবিদঃ আমাল তুই,,,
আমালঃ আমি যাচ্ছি আমার শো শেষ বাকিটা তুই হ্যান্ডেল করে নিস।
আবিদ কিছু বলতে যাবে তার আগেই আমালের কল আসে।
আমালঃ হ্যালো
।
।
আমালঃ আ আমি আসছি,,,
আবিদঃ কি হয়েছে আমাল,,,
আমালঃ আই হ্যাভ টু গো আবিদ,,,,
আমাল এক প্রকার দৌঁড়ে অফিস থেকে বেড়িয়ে যায়।
To be continued….