আমার ভীনদেশী এক তারা পর্ব-০৫

0
787

#আমার_ভীনদেশী_এক_তারা
#পর্ব৫
#Raiha_Zubair_Ripte

গাড়ি চলছে নিজ গতিতে। গাড়ির ভেতর বসে আছে পিটার,হেলেন,অ্যাঞ্জেলেকা। হঠাৎ একটা হসপিটালের সামনে গাড়িটা আসতেই পিটার ড্রাইভার কে গাড়িটা থামাতে বলে গাড়ি থেকে নেমে যায়। পেছন থেকে পিটার কে গাড়ি থেকে নামতে দেখে বলে,,

” কোথায় যাচ্ছেন আপনি?

পিটার কটমট চোখে হেলেনের দিকে তাকিয়ে বলে,,

” দেখতে পাচ্ছো না কোথায় যাচ্ছি। ওর যে মেডিসিন শেষ হয়ে গেছে বলো নি কেনো আমায়।

কথাটা শুনে হেলেন নিশ্চুপ হয়ে যায়। মাথা নিচু করে বলে,,

” আসলে মনে ছিলো না।

” মনে থাকবে কিভাবে সারাদিন আমার পেছন পড়ে থাকলে। অ্যাঞ্জেলেকার থুতনিতে হাত দিয়ে বলে,,প্রিন্সেস বাসায় যাও মমের সাথে পাপা সন্ধ্যার আগে ফিরে আসবে। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে,, টিমোথি সাবধানে নিয়ে যাবে ওদের। কথাটা বলে পিটার হসপিটালে ঢুকে পড়ে।

ফারাহ্, এনা,আরাভ বাসায় এসে পড়েছে ঘুরাঘুরি করে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে এনা তার পাশেই ফারাহ্ বসে আছে। ফারাহ্ এনাকে ভাবান্তর দেখে জিজ্ঞেস করে,,

” কি হয়েছে এনা বেবি কিছু ভাবছো নাকি?

এনা ফারাহ্-র দিকে তাকিয়ে বলে,,

” না মানে হ্যাঁ ভাবি।

” তা কি ভাবছো?

” না কিছু না। আচ্ছা ভাবি আমান ভাইয়া আর চাচা আসবে কবে?

” এই তো কাল মনে হয়।

” ওহ আচ্ছা তাহলে থাকো তুমি আমি ঘরে যাই ভালো লাগছে না।

” আচ্ছা এনা তোমার ফ্রেন্ড জেমিরার কি খবর জানো?

এনা পেছন ফিরে বলে,,

” কই না তো কেনো কি হয়েছে?

” ওর তো বিয়ে হয়ে গেছে বছর খানেক হবে। আমার ফ্রেন্ডের ভাইয়ের সাথে।

” ওহ শুনেছি বিডি থাকতে কিন্তু কার সাথে বিয়ে হয়েছে সেটা জানতাম না। কাল তো নক দিয়েছিলো হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে মনে নেই।

” ওহ্ আচ্ছা যাও রুমে গিয়ে শুয়ে থাকো ভালো লাগবে।

রুমে এসে শুয়ে আছে এনা বিছানায়। বারবার শপিংমলের সামনে থাকা মহিলাটার কথ মনে পড়ছে। নাহ অস্বস্তি হচ্ছে খুব। এনা রুম থেকে বের হয়ে সোজা বাসা থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে কিছুটা দূরে এক খোলা মাঠের বসে আছে এনা। মাঝে মাঝে মনে হয় এনার কেনো আসলো এ দেশে আবার। না আসলেও তো পারতো। ফোনের দিকে তাকাতেই এনা খেয়াল করে তার ফোনে ফোন কল এসেছে। ফোন সাইলেন্ট করা ছিলো। ফোনটা ধরতে যেতেই ফোন কল টা কে’টে গেলো। এনা নাম্বার টায় ঢুকে কল দিতেই ওপাশ থেকে সেই নাম্বারের মালিক এনাকে আবার ফোন দিয়ে বলে,,

” এই তোর সমস্যা কি দেশে এসেছিস জানাস নি কেনো?

” কে আপনি চিনি না সরি রং নাম্বারে ফোন দিছেন।

” একটা চ’ড় মে’রে সব দাঁত ফালায় দিবো চিনিস না আমায়। কাল ভদ্র মেয়ের মতো রেডি হয়ে থাকবি আমি আজ আসছি আলবার্টা।

” কেনো তুই এখন কোথায়?

” শশুর বাড়ি।

কথাটা শুনে বেশ অবাক হয় এনা।

” বাহ! বিয়েও করে ফেলছিস। কই আমায় তো বলিস নি। জেমিরাও বিয়ে করে ফেলছে এখন তোর ও হয়ে গেছে ভালোই। তা কবে বিয়ে করেছিস?

” এই তো ছয় মাস হলো। তুই বিয়ে করছিস না কেনে হ্যাঁ।

” ধুর বাদ দে তো বিয়ের কথা। বিয়ে করে কি হবে করবো না বিয়ে।

” আচ্ছা তোর খবর কি এনা?

” চলছে কোনো রকম তোর?

” জীবনের মোড় যেদিকে নিয়ে যাচ্ছে সেদিক দিয়েই যাচ্ছে কোনোরকম । তোর ভাই কেমন আছে?

” কোন ভাই?

” আরাভ।

” ওহ আরাভ ভাই ভালোই আছে।

” ওহ্ আচ্ছা রাখি তাহলে কাল দেখা হচ্ছে।

কথাটা বলে ফোন রেখে দেয় হেফজিবা। বেলকনিতে এসে আকাশের পানে চেয়ে বলে,,

” ভুলেও ভালোবাসার মানুষ ব্যাতিত অন্য কাউকে বিয়ে করিস না এনা। তাহলে আমার মতো পস্তাতে হবে। আমি যদি পারতাম আর সে যদি মুখ ফুটে একবার বলতো তাহলে চলে যেতাম তার সাথে। আফসোস তার চোখে নিজের জন্য এতো ভালোবাসা দেখেও মানুষটা আমাকে জানাতে পারলো না। প্রতিদিন এই মা’রামা’রি ঝ’গড়া করতে করতে আমি হাঁপিয়ে গেছি। একটু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিতে চাই। এখানকার অক্সিজেন গুলো কালো ধোঁয়ার মতো বি’ষাক্ত। যা প্রতিদিন একটু একটু করে আমায় শেষ করে দিচ্ছে। কথাটা বলেই চোখ দিয়ে গড়িয়ে পড়া জল টুকু মুছে নিলো। নিচ থেকে শাশুড়ির ডাক আসায় তড়িঘড়ি করে নিচে নেমে গেলো। নিচে নেমে তাকিয়ে দেখলো তার স্বামি আজও ম’দ খেয়ে বাড়ি ফিরেছে এই ভরদুপুরে। বিয়ের পর থেকে এখন অব্দি এটা যেনো রোজকার রুটিনে পরিনত হয়েছে। শাশুড়ীর দিকে তাকাতেই হেফজিবার শাশুড়ী এথালিয়া অসহায় চোখে হেফজিবার দিকে তাকায়। হেফজিবা তপ্ত শ্বাস ফেলে তার স্বামি স্যামিয়ুল কে ধরে রুমে নিয়ে আসে। আলমারি থেকে জামাকাপড় ব্যাগে ঢুকিয়ে শাশুড়ীর রুমে এসে বলে,,

” মা আমি আসি। আপনার ছেলে উঠলে বলে দিয়েন আমি চলে গেছি। কয়েক দিন পর চলে আসবো।

” স্যামিয়ুল শুনলে তো কেলেংকারী হয়ে যাবে। ও তো তোমার উপর আবার অ’ত্যাচার করবে। তার চেয়ে না গেলেই কি নয়।

” এভাবে আর কতোদিন মা। বিয়ের ছয় মাস হয়ে গেলো বাবার বাড়ি যাই না। আপনার ছেলে যদি এভাবে চলতে থাকে তাহলে আমার পক্ষে কি সংসার করা আদৌও সম্ভব হয়ে উঠবে। রোজ আপনার ছেলে মদ খেয়ে বাহিরের মেয়েদের সাথে মেলামেশা করে মাঝ রাতে বাড়ি ফেরে তো কখনো ভরদুপুরে। বুঝলাম এটা কানাডা এখানে এসব নর্মাল কিন্তু মা আমি তো চমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। আপনি ও চাইবেন না আপনার স্বামী বাহিরের মেয়েদের সাথে সম্পর্ক রাখুক। সম্পর্ক টা এখন তাদের বেড অব্দি চলে গেছে। সে যদি বাহিরের মেয়েদের নিয়েই বেড অব্দি যাবে তাহলে আমায় কেনো বিয়ে করছে। এসব কথা থাক এখন, আমি যাচ্ছি আপনার ছেলেকে বলে দিয়েন।

কথাটা বলে হেফজিবা ল্যাগেজ নিয়ে বেড়িয়ে পড়ে। তিক্ততায় ভরা পরিবেশ থেকে অন্তত কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবে।

এনা বসা থেকে উঠে দাঁড়ায় আকাশটা কালো মেঘে ঢাকা পড়ে গেছে। বৃষ্টি আসবে বোধহয় । এনা বাড়ির উদ্দেশ্যে হাঁটতেই সামনে তাকিয়ে দেখে পিটার এক বৃদ্ধ লোকের সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এনা কিছু একটা মনে করে দৌড়ে পিটারের সামনে চলে আসে। পিটার ডক্টর সাইমনের সাথে কথা বলতেছিলো। হঠাৎ সামনে এনাকে দৌড়ে আসতে দেখে হাঁটা থামিয়ে এনার দিকে তাকায়। ডক্টর সাইমন পিটারকে বলে,,

” পিটার আমি বাসায় গিয়ে তোমাকে ইনফর্ম করে জানিয়ে দিবো কেমন।

পিটার সায় জানালে ডক্টর সাইমন সেখান থেকে চলে যায়। পিটার এনাকে কিছু বলতে নিবে তার আগেই এনা বলে উঠে,,

” কেমন আছেন পিটার?

কানাডায় আসার পর এখনও তাদের মধ্যে কথা হয় নি একে ওপর কে জিজ্ঞেস করা হয়নি কেমন আছে তারা।

পিটার মৃদু হেসে বলে,,

” যেমনটা রেখে গিয়েছিলে তেমনটাই আছি। তুমি নিশ্চয়ই খুব ভালো আছো তাই না এনা।

এনা পিটারের থেকে দৃষ্টি সরিয়ে অন্য দিকে চেয়ে বলে,,

” হ্যাঁ দেখতেই তো পারছেন কতোটা ভালো আছি।

” হুমম তা তো দেখতেই পাচ্ছি। রাত জাগো কেনো হুমম এই বয়সে এতো চিন্তা কিসের তোমার?

” কে বললো রাত জাগি।

” তোমার এই চোখের নিচে কালি পড়ে যাও দুটি মায়াবী চোখ আমায় জানান দিচ্ছে।

” এখন আর এই চোখ মায়াবী নেই। এটা এখন বাঁধ ভাঙা নদীর মতো হয়ে গেছে। আপনার ওয়াইফ কেমন আছে পিটার? আপনাদের বুঝি সন্তান ও আছে?

পিটার এনার কথা শুনে ঠোঁট কামড়ে হাসে।

” বাসায় যাও এনা বৃষ্টি আসবে আকাশের অবস্থা ভালো না।

” হুম যাচ্ছি। আপনার হাতে ওটা কি?

” মেডিসিন।

” কার জন্য?

” হ্যাভেনের জন্য।

” হ্যাভেনের কি হয়েছে।

” কিছু না বাসায় যাও।

এনা আর মুখ দিয়ে কোনো বাক্য বের না করে চুপচাপ পিটার কে পাশ কাটিয়ে চলে যায়। পিটার একবার এনার দিকে ঘুরে তাকিয়ে সেও চলে আসে সেখান থেকে।

পিটার বাসায় এসেছে প্রায় ঘন্টা খানেক হবে। বিছানায় বসে সিগারেট জ্বালাতে নিবে এমন সময় পাশের ঘর থেকে অ্যাঞ্জেলেকার কান্নার আওয়াজ ভেসে আসে। পিটার সিগারেট টা বিছানার উপর রেখে রুম থেকে বের হয়ে পাশের রুমে গিয়ে দেখে হেলেন এনাকে বকছে। পিটার রুমের ভেতর ঢুকতেই অ্যাঞ্জেলেকা দৌড়ে পিটারের কোমড় জড়িয়ে ধরে। অ্যাঞ্জেলেকাকে কোলে তুলে নিয়ে বলে,,

” মাম্মাম কি করছো তুমি যে তোমার মম তোমাকে বকছে।

” পাপা আমি কিছু করি নি। আমি তো শুধু মম কে বলেছিলাম স্যুপ খাবো না আমাকে পাস্তা বানিয়ে দাও। সেটা বলায় মম বকছে আমায়।

পিটার অ্যাঞ্জেলেকা কে কোল থেকে নামিয়ে বলে,,

” মাম্মাম তুমি তোমার রুমে যাও আমি পাস্তা বানিয়ে দিচ্ছি।

অ্যাঞ্জেলেকা মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পিটার রাগান্বিত হয়ে হেলেনের দিকে তাকিয়ে বলে,,

” সমস্যা কি তোমার সামান্য পাস্তাই তো বানিয়ে দিতে বলছিলো। সেজন্য কি বকতে হবে তাকে।

” আশ্চর্য আমি কি আমার মেয়েকে বকতেও পারবো না।

” হ্যাঁ বকতে পারবে না কেনো অবশ্যই পারবে। কিন্তু আমি তো কোনো অন্যায় দেখছি না অ্যাঞ্জেলেকার। অন্যের রাগ বাচ্চা মেয়েটার উপর না ঝাড়লেই কি হচ্ছিলো না।

হেলেন ছুটে এসে পিটার কে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে,,

” পিটার আপনি আমায় কেনো মানছেন না। এভাবে আর কতদিন থাকবো আমি। আমার ও শখ হয় কারো ভালাবাসা পাওয়ার। ঐ মেয়ের মাঝে কি এমন আছে? আজ তো দেখলাম এনাকে। নিঃসন্দেহে এনার চাইতে আমি বেশি সুন্দরী। তার মুখে জায়গায় জায়গায় ব্রণ চোখের নিচে ডার্কনেস। তার থেকে কি আমি কম সুন্দরী! এনাকে তো পাবেন না তাহলে আমায় কেনো মেনে নিচ্ছেন না।

পিটার হেলেন কে নিজেড় থেকে ছাড়িয়ে ধাক্কা মে’রে দূরে সরিয়ে দেয়। ঘৃনা ভরা দৃষ্টি নিয়ে বলে,,

” ছিঃ হেলেন তোমায় দেখে আমার জাস্ট ঘৃণা লাগছে। তুমি এনার সাথে নিজের তুলনা করছো! তোমার লজ্জা করে না এসব বলতে। তুমি বিবাহিত তোমার স্বামী অসুস্থ হয়ে চার বছর ধরে কোমায় পড়ে আছে। আর তুমি কি-না তারই বড় ভাইকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছো।

হেলেন পাশ থেকে ফুলদানি টা উঠিয়ে সজোরে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে বলে,,

” না আমার লজ্জা করে না। আপনার মা আমার লাইফ টা একদম হেল করে দিচ্ছে। সারাদিন কানের কাছে মাছি মতো ঘ্যান ঘ্যান করতে থাকে। আমিও মানুষ আমার ও সহ্যের একটা সীমা আছে। আজ হ্যাভেনের এই অবস্থার জন্য একমাত্র আপনার মা দায়ী। তার কাছে শুধু নিজের ইচ্ছের ই দাম আছে নিজের ইচ্ছে অন্যের উপর জোর করে চাপিয়ে দেয়। তার একবার মনে হলো আমি হ্যাভেনের যোগ্য না আর এখন তার মনে হলো আমি আপনার যোগ্য। উনি একটা নারী তার পর মা হয়ে কি করে পারে ছেলে মেয়েদের সাথে এমন করতে। আপনার আমার হ্যাভেন অ্যাঞ্জেলেকার জীবন টাকে তচনচ করে দেওয়ার জন্য আপনার মা দায়ী। আমার মেয়েকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছে আপনার মা। আর আপনি পারেন না আপনার মা’কে বলতে সে কেনো বারবার আমার কাছে এসে আপনাকে নিয়ে এসব ভাবতে বাধ্য করে। আদৌও হ্যাভেন কোমা থেকে ফিরবে তো নাকি ম’রেই যা,,,,

শেষের কথাটুকু আর বলতে পারলো না হেলেন। সাথে সাথে হেলেনের গালে চ’ড় বসিয়ে দেয়,,,

#চলবে?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে