আমার তোমাকে প্রয়োজন পর্ব-০২

0
1640

#আমার_তোমাকে_প্রয়োজন💖
#Writer_Tanisha_Akter_Tisha
#Part_2

কপি নিষিদ্ধ ❌

মেয়েটি আহাদের গায়ে ঢলে পড়তেই আহাদ মেয়েটিকে ধরে ফেলে,হঠাৎ আহাদ অনেকগুলো পায়ের শব্দ শুনতে পায়,ওর মনে হচ্ছে কয়েকজন দৌড়ে এই দিকে আসছে,আহাদ চোখ তুলে সামনে তাকায়,ও দেখতে পায় ৬ টি ছেলে এদিকেই দৌড়ে আসছে,ছেলেগুলো ওদের সামনে আসতেই আহাদকে দেখা মাএই থেমে যায়,ওরা আহাদের বুকে মেয়েটিকে দেখা মাএই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
কারণ ওরা জানে আহাদের খপ্পরে পড়লে ওরা কখনো বেঁচে ফিরতে পারবে না।

আহাদ ওদের থেকে চোখ সরিয়ে মেয়েটির দিকে তাকায়,মেয়েটিকে বুক থেকে উঠিয়ে মেয়েটির মুখ দেখা মাএই আহাদের বুক ধক করে উঠে আর অস্পষ্ট স্বরে বলে “ঐশী “!
আহাদ ভাবতে পারেনি এটা ঐশী হবে ও দ্রুত ঐশীকে কোলে তুলে নেয়।

শাহীন শুনো সিয়ামকে কল করে লোকটাকে আমার গোডাউন নিয়ে যেতে বলো।

ওকে স্যার।
গার্ড দরজা খুলে দেয় আহাদ ঐশীকে নিয়ে গাড়িতে উঠে বসে,আহাদ বসা মাএ ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়।

আহাদ ঐশীর দিকে তাকিয়ে আছে,মেয়েটা কেমন নিশ্চিন্তে ওর বুকের মাঝে চুপটি করে ঘুমিয়ে আছে,
হঠাৎ আহাদ অনুভব করলো ঐশীর শরীর বেশ ঠান্ডা হয়ে আছে,ও একজন গার্ডকে কল করে ঐশীর জন্য ড্রেস কিনে আনতে বলে।
আহাদ ঐশীর হাত ঘষছে,ঐশীর শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে,শরীর কি রকম ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে,
আহাদ যতটা সম্ভব ঐশীর শরীর গরম করার চেষ্টা করছে।

ড্রাইভার খুব স্প্রিডে ডাইভ করছে,ওরা বাড়ির সামনে চলে আসে,গাড়ি থামতেই আহাদ ঐশীকে কোলে করে গাড়ি থেকে বের হয়,সদর দরজার সামনে আসতেই সার্ভেন্ট দরজা খুলে দেয়।

আহাদ ঐশীকে নিয়ে নিজের রুমে চলে যায়,ঐশীকে বিছানায় শুইয়ে দিয়ে একজন মেয়ে সার্ভেন্টকে ঐশীর ড্রেস চেঞ্জ করে দিতে বলে।
মেয়েটি রুমের ভেতরে আসে আহাদ বাহিরে চলে যায়।

আহাদ ওর গার্ড শাহীনের কাছে যায়,
শাহীন।

ইয়েস স্যার।

তুমি কি ঐ ছেলে গুলোর মুখ দেখে ছিলে?

জ্বী স্যার দেখেছি।

আমি শিউর ওরা ঐ দিকের কোনো গলিতে থাকে,
তুমি ওদেরকে ঐ দিকের আশেপাশের সব গলিতে খুঁজবে,একটি গলিও বাদ রাখবে না,আমার ওদেরকে চাই,যেখান থেকে পারো ওদেরকে আমার কাছে নিয়ে আসো।

ওকে স্যার।

যাও।

জ্বী স্যার।

মেয়েটি ঐশীর ড্রেস চেঞ্জ করে ভেজা কাপড় নিয়ে বের হয় আর আহাদ ডক্টরকে নিয়ে ভেতরে আসে।
ডক্টর ওর চেকআপ করে মেডিসিন দিয়ে চলে যায়।

আহাদ ঐশীর গায়ে কম্বল দিয়ে রুমের হিটার অন করে দেয়,ডক্টর বলেছে ওর শরীর এখনো অনেক ঠান্ডা ওর শরীর গরম করতে হবে নাহলে পরে সমস্যা হবে।

আজ রাত ওর জ্ঞান ফিরবে না,রাতে জ্বর আসতে পারে তাই আহাদকে সে বিষয়ে খেয়াল রাখতে বলেছে,
আজ রাতে আহাদকে ঐশীর পাশে থাকতে বলেছে।

আহাদ ঐশীর পাশে বসে ঐশীর দিকে তাকিয়ে আছে,
রুমের হিটারের জন্য আহাদের প্রচুর গরম লাগছে তবুও ও ঐশীর কাছ থেকে সরছে না।

আহাদ ঐশীর গালে হাত রেখে বলে,
ঐশী তুমি এতো সুন্দর কেন?
এত মায়া কেন তোমার মাঝে?
কেন বার বার তােমার কাছে টানছো আমায়?
কেন তোমার গাওয়া গানে আমি পাগল হয়ে গেলাম?
কেন তোমার মায়ায় জড়িয়ে গেলাম?
কেন এতো দিশেহারা হয়ে গেলাম?
আচ্ছা এতো গুলো কেনোর উওর কি তোমার কাছে আছে,আদৌও কি আমি আমার এই প্রশ্ন গুলোর
উওর খুঁজে পাবো?
ভেবেছিলাম তোমাকে আমার জীবনে আসতে দিবো না কিন্তু বার বার তোমার সাথেই দেখা হয়ে যাচ্ছে,আমার অভি’শপ্ত জীবনে আমি কোনো নারীর পদচরণ চাইনি,
কাউকে আমার জীবনের সাথে বাঁধতে চাইনি,আমার অনিশ্চিত জীবনে কারো নাম জড়াতে চাইনি।
কিন্তু দেখো ঘুরে ফিরে আমাকে সেই তুমিটার কাছেই ফিরে আসতে হচ্ছে,বার বার তোমার সাথে দেখা হচ্ছে আর আমার বুকের ঝড় খনে খনে বেড়ে যাচ্ছে।
আচ্ছা কেন করছো এমন?
ঐশী আমার এই অভি’শপ্ত জীবনে আমার কাউকে প্রয়োজন,#আমার_তোমাকে_প্রয়োজন,
হ্যাঁ #আমার_তোমাকে_প্রয়োজন।
ঐশী তুমি কি সব সময় থাকবে আমার সাথে?
ভালোবাসবে আমাকে?
আচ্ছা আমার এই অভি’শপ্ত জীবনটাকে মেনে নিতে পারবে তো,তুমি কি আমার অভি’শপ্ত জীবনটাতে আশার আলো নিয়ে আসতে পারবে?
সারাজীবন থাকবে আমার সাথে?
হ্যাঁ থাকতে হবে,তোমাকে আমার সাথেই থাকতে হবে হয় তো ভালোবাসার মানুষ হয়ে নয় তো ব’ন্দি’নী হয়ে।
আহাদ ঐশীর কপালে ভালোবাসার পরশ দিয়ে ওর দিকে তাকিয়ে রয়।

রাত যত বাড়ছে ঐশীর জ্বরও ততই বাড়ছে,
আহাদ ওর মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে,হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে,যতোটা সম্ভব ওকে সুস্থ করার চেষ্টা করছে,আহাদ সারা রাত ঐশীর সেবা করেছে।

ভোর চারটার দিকে আহাদের চোখ লেগে আসে ও ঐশীর পাশে বসে বিছানার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে।

সকাল সাতটায়,
আস্তে আস্তে চোখ মেলছে ঐশী,চোখ মেলে নিজেকে একটি রুমে আবিষ্কার করে,অজানা এক রুমে নিজেকে পেয়ে ঐশী ভয় পেয়ে যায়,ও শোয়া থেকে উঠে বসে,
ডান দিকে তাকাতেই আয়না দেখেতে পায়,
নিজের গায়ে অন্য পোশাক দেখতে পেয়ে ঐশীর ভয় আরো বেড়ে যায়,ও দ্রুত নিজের হাত পা,গলা সম্পূর্ণ
শরীর চেক করে।
না সব ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই,কিন্তু এটা কোথায় এলো ও,আর কেই বা এখানে আনলো ওকে।
ঐশী মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করছে কাল
কি হয়েছিলো,

৫ টায় ঐশী ভার্সিটি থেকে বের হয়ে ওর এক স্টুডেন্টের বাসায় যায়,স্টুডেন্টের মা বার বার ফোন করে আসতে বল ছিল,বাচ্চাটার কাল পরীক্ষা তাই তার মা ঐশীকে বার বার রিকুয়েষ্ট করছিল আসার জন্য,ঐশী আর ওনাকে মানা করতে পারলো না চলে গেল তাদের বাসায় সেই বাচ্চাটাকে দেড় ঘন্টা পড়িয়ে আরেকটা বাচ্চাকে পড়াতে যায় ঐ বাচ্চাকে দেড় ঘন্টা পড়িয়ে বাসায় যাওয়ার জন্য বের হতেই বৃষ্টি পড়তে শুরু করে।

ঐশী প্রথমে ভেবেছিলো কিছু সময় এখানে দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য ওয়েট করবে কিন্তু রাত বাড়ছিলো তাই ও সিদ্ধান্ত নিলো বৃষ্টিতে ভিজে ভিজেই বাসায় যাবে আর এমনিতেও ও অনেক খানি ভিজে গেছে।

তো যা ভাবা তাই কাজ ও বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে,
ও এখন যাকে পড়াতে এসেছিলো তাদের বাসা মেইন রোড থেকে অনেক ভিতরে,মেইন রোডে যাওয়ার জন্য অনেক গুলো গলি পাড় করতে হয়।

ঐশী শুনেছে এই গলিতে নাকি কয়েকটা বখাটে ছেলে আছে যারা প্রতিনিয়তই মেয়েদের ইভটিজিং করে মেয়েদের উত্যক্ত করে।
ওদের কথা মনে পড়তেই ঐশীর মনে ভয় বাসা বাঁধে,
ও খুব সাবধানে হাঁটছে,হাটতে হাটতে সেই গলিটাতে চলে আসে।

ঐশী দেখতে পায় ৬ টা বখারেটে ছেলে একটা ছাউনি দেয়া ছোট জায়গাটাতে বসে ম’দ খাচ্ছে।
ঐশী আস্তে আস্তে সেখান থেকে যাচ্ছিল যাতে করে ওরা যেন টের না পায়।

ছেলেগুলো হাসাহাসি করছিল আর ম’দ খাচ্ছিল ঐ ছেলেগুলোর মধ্যে একটি ছেলে ঐশীকে দেখে ফেলে
ও বাকি ছেলেদের বলে,
ওই দেখ একটা মেয়ে হেঁটে যাচ্ছে।

আরে হ্যাঁ তাও আবার ভেজা শাড়ীতে।

ইস কি ফিগাররে।

একে যে আমাদের আজ লাগবে।

হ্যাঁ আমাদের মনোরঞ্জন করার জন্য,কি বলিস।

হ্যাঁ।

হাহাহা ওরা সবাই ঐশী দেখছে আর বিশ্রি ভাবে হাসছে।

চল মেয়েটাকে ধরি।
ওরা সবাই ঐশীর পিছু পিছু হাঁটছে আর বাজে বাজে কথা বলছে,ঐশী যতো দ্রুত সম্ভব হাটছে,একটা সময় আর না পেরে দৌড়াতে শুরু করে ছেলে গুলোও ওর পিছে দৌড়াতে শুরু করলো ঐশী দৌড়াতে দৌড়াতে মেইন রোডে এসে ওদের বাসার রোডে না গিয়ে উল্টো রোডে দৌড়াতে শুরু করে,ছেলেগুলোও ওর পিছনে দৌড়াচ্ছে আর ওকে দাড়াতে বলছে।

একটা সময় ঐশী দৌড়াতে দৌড়াতে সামনে দুটো লোককে দেখতে পায়,তারা উল্টো দিকে ঘুরে ছিল,
ঐশী আরো জোড়ে দৌড়াতে শুরু করে ও প্রায় লোকটার সামনে চলে আসে,লোকটা পেছনে ফিরতেই ও লোকটাকে জড়িয়ে ধরে আর আতঙ্কিত গলায় বলে,
“আমাকে বাঁচান,প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচান।”
কথা বলতে বলতেই ঐশী লোকটার গায়ে ঢলে পড়ে।
তারপর ওর আর কিছু মনে নেই।

আচ্ছা ঐ লোকটা কে ছিল,আমি কাকে জড়িয়ে ধরে ছিলাম,কে আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে ছিল,
আর কেই বা আমাকে এখানে নিয়ে এসেছে,
ঐ লোকটা না তো?
ঐশী ওর প্রশ্ন গুলোর উওর খুঁজে পাচ্ছে না।

ঐশী যখন এত এত ভাবনায় মশগুল ছিল তখনই ও দরজা খোলার শব্দ শুনতে পায়,ও সে দিকে তাকিয়ে আহাদকে দেখতে পায়,আহাদকে দেখে ঐশীর ভয় আরো বেড়ে গেল ও ভয়ে নিজেকে গুটিয়ে নিলো।

#চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে