আমার ক্রাশ পর্ব-২৪ এবং শেষ পর্ব | বাংলা ভালোবাসার গল্প

0
2384

#আমার ক্রাশ
#অন্তিম পর্ব
#Tanisha Sultana (Writer)

“ওই তুলি কই যাও?

” জাহান্নামের চৌরাস্তা যায়। কথা কমু না আর। তালাক দিমু আপনারে। আমার বেবি হবে সেটা আমাকে বললেন না। এতো বড় অবিচার আমি সয্য করবো না

তুলি এসব বলছে আর হাঁটছে। সায়ান গাড়ি থেকে নেমে তুলির পেছনে দৌড় দেয়। তুলিকে ধরে ফেলে

“পবলেম কি?

” কথা কমু না

“তুমি প্রেগন্যান্ট আর তুমিই বুঝতে পারো নি। কতোবড় ইডিয়েট তুমি ভেবে দেখেছো

” ভালো হইছে। থাকমু না আপনার সাথে

“কেনো?

” আমার ব্রাজিলের টিমের সামনে আপনি আমারে ইডিয়েট কইবেন তখন ওরাও আমাকে ইডিয়েট বলবো

তুলি মুখ গোমড়া করে বলে। সায়ান ফিক করে হেসে দেয়।

“হাসেন কেন

” এমনি। চলো বাইরে বাতাস তোমার এখানে থাকা ঠিক না

“থাকমু

” আমার বেবির হ্মতি হবে চলো

“উহহহ এমনভাবে বলছেন যেনো আপনার আপন বেবি আর আমার মামাতো বেবি

” তাই তো মনে হয়

“তা মনে হয় না। আপনার চাচতো বেবি আর আমার আপন

” কেনো?

“কষ্ট আমি করবো আর আপনি এমনি এমনি বাবা ডাক শুনবেন ইম্পসিবল

” ঠিক আছে পাপা বলে ডাকতে বইলো

“তাও না

” তাহলে বাপি

“মামা বলে ডাকবো আপনারে

তুলি গাড়িতে বসে পড়ে। সায়ানের রাগ হচ্ছে। নিজের বেবি কি না মামা বলে ডাকবে। যদিও কেবল বেবির বয়স দুই সপ্তাহ তবুও এখন থেকেই কি বলে ডাকবে এটা নিয়ে ঝগড়া।

সায়ান তুলির পাশে বসে

” শুনুন

“বলুন

” মিষ্টি কিনবেন

“হুম তা তো কিনতেই হবে। পুরো পাড়া মিষ্টি বিলাবো

” কেনো আবার। আমার বেবি হচ্ছে তাই

“কার বেবি হচ্ছে?

” আমার

“আপনার পেটে বেবি

” ওই একই হলো। বেবিটা তো দুজনের

“নাহহ শুধু আমার। এতো দরদ হলে দুদিন নিজের পেটে রেখে দেখান

” আল্লাহ। তোমার বেবি হচ্ছে তাই মিষ্টি খাওয়াবো

“বেবি হচ্ছে আমার আর মিষ্টি খাবে পুরো পাড়া

” হুমম

“কেনো?

” এমনি

“বেবি আমার হচ্ছে আমি একা একা মিষ্টি খাবো। কাউকে দেবো না

” ওকে খাইয়ো

“বেবি হলে তো ওদের বলে দেবো

” কিহহ

“আমার Ex সতিন ছিলো। তারপর ওদের মামা কি করে আমাকে কতো কষ্ট দিছে সব বলবো

” বলিয়েন

“হুমমম

” এবার একটু চুপ থাকো

“কেনো?

” এই সময় এতো কথা বলা ঠিক না

“কোন পাগল ডাক্তারের বলছে

” নাহহ তোমার যত ইচ্ছা কথা বলো

“থাক কমু না

” বাঁচলাম

“হুররর

তুলি বাড়ি ফিরে লাফালাফি শুরু করে দিছে। ঘুড়ে ঘুড়ে সবাইকে বলতেছে তুলি প্রেগন্যান্ট। সায়ানের বাবা দশ কেজি মিষ্টি এনেছে সবাইকে খাওয়ানোর জন্য। কিন্তু তুলি কাউকে দিতে দেবে মা মিষ্টি। তুলির কথা তুলি প্রেগন্যান্ট তো মিষ্টি তুলি একাই খাবে কাউকে দেবে না। সবাই তুলির কথায় সায় দিয়েছে। সায়ান তুলির অগোচরে মিষ্টি কিনে সবাইকে খাইয়েছে।

এভাবেই দিন চলছে। তুলি পাগলামি দুষ্টুমিতেই সারাদিন সায়ান আর সায়ানের বাবা মা জিসান মেতে থাকে। নিশি তুলিদের বাড়িতে থাকে।
তুলির প্রেগ্ন্যাসির নয় মাস চলছে। সায়ান একটু ঘুমিয়েছে তুলি পাশে তাকিয়ে আছে। হঠাৎ তুলি জোরে জোরে কান্না শুরু করে দেয়। সায়ান ধরফরিয়ে ওঠে

” তুলি কি হয়েছে? পেটে ব্যাথা করছে

“নাহহহ

” তাহলে

“বেবি পেটে থেকেই আমাকে লাথি মারছে খামছি মারছে পেট থেকে বেরিয়ে না জানি কি করবে

সায়ান মুচকি হেসে তুলিকে জড়িয়ে ধরে

” ও তো ইচ্ছে করে লাথি মারছে না

“তাহলে

” দেখো তুমি পুরো একটা বিছানা জুড়ে থাকো তারপরও মাঝে মাঝে নিচে পড়ে যাও। আর ওতো এই টুকু জায়গায় থাকে। তো একটু নড়াচড়া করতে গিয়ে তোমার লাথি লেগে যায়। ইচ্ছে করে দেয় না

“আমিও সেটাই ভাবি আমার সোনা তার মাম্মাম কে কি করে লাথি মারতে পারে।

” হুমমম

“এবার একটু ঘুমানোর চেষ্টা করো

“হুমমম

পাঁচ বছর পরে
সায়ান অফিসের জন্য তৈরি হচ্ছে

” তুলি আমার ট্রাই আর জুতো কই?

তুলি আর তুলির মেয়ে পরি দুজনই দরজার আড়ালে লুকিয়ে আছে

“তুলি ভালো ভাবে বলছি জুতো আর ট্রাই দিয়ে যাও নাহলে বেঁধে রাখবো তোমায়।

” ইমপটেন্ট মিটিং আছে অফিসে। তুলি। আমি তোমায় খুঁজে পেলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না।

“আজ অফিসে যেতে দেবো না

তুলি বেরিয়ে বলে

” আমি যাবো

“এখন তুলি আর পরি কাঁচা কাজ করে নি। সব গুলো জুতো ট্রাই এন্ড ফাইল সব লুকিয়ে ফেলছি।

” নিজে তো একটা ইডিয়েট এখন আমার মেয়েটাকেও ইডিয়েট

“পাপা

পরি রাগী দৃষ্টিতে সায়ানের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলে

” আমার মেয়ে ইডিয়েট না

“আজ থেকে আমি আর তোমায় মাম্মাম বলে ডাকবো না

” তাহলে কি বলে ডাকবি

তুলি ভ্রু কুচকে জিজ্ঞেস করে।

“ইডিয়েট বলে ডাকবো

” তবে রে

পরি সায়ানের পেছনে লুকিয়ে পড়ে। তুলি কান্না শুরু করে দেয়। পরি দুই কানে হাত দিয়ে বলে

“সরি মাম্মাম

” লাগবো না সরি

সায়ানও পরির মতো কানে হাত দিয়ে নেলডাউন হয়ে বসে পড়ে সাথে পরিও। তারপর দুইজন এক সাথে বলে

“আর কখনো তোমায় ইডিয়েট বলবো না

তুলি ফিক করে হেসে পরিকে কোলে তুলে নিয়ে চুমু খায়।

” আর আমার চুমু

“আমাদের ঘুড়তে নিয়ে গেলে পাবেন

” অফিসে প্রচুর কাজ

“আপনার কাছে সব কিছুর আগে পরি তুলি তারপর বাকি সব কিছু। বুঝছেন

” হুমম

রেডি হয়ে নাও

পরি বাবার গলা জড়িয়ে ধরে

“লাভ ইউ পাপা

” লাভ ইউ টু মামনি

“আর আমার লাভ ইউ (তুলি)

সায়ান পরি এক সাথে

” আই লাভ ইউ
সায়ান পরি আর তুলিকে জড়িয়ে ধরে। তিনজন ই হেসে ফেলে।

এভাবেই হাসিখুশি থাকুক সায়ান তুলি আর তাদের মিষ্টি পরি।

___________সমাপ্ত ____________

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে