‘অব্যক্ত ভালোবাসা’ ,লেখনীতে: সানজিদা তাসনীম রিতু

1
2182

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগীতা

কবিতা (স্বরচিত): ‘অব্যক্ত ভালোবাসা’
লেখনীতে: সানজিদা তাসনীম রিতু

আপন হৃদয়ের আকুলতা আর আবেগ
মিশ্রিত করে, একরাশ প্রিয় ফুল নিয়ে

তোমায় বলতে খুব ইচ্ছে করে,
মাতিয়ে রাখা উচ্ছলতার সমগ্র সুখ
কেড়ে নিয়ে, তোমায় জানাতে ইচ্ছে করে

ভালোবাসি তোমাকে, তোমাকে, তোমাকে।
লোনাজলেরা ঝড়ে ভালোবাসার আড়ালে,
বাতাস তার বাঁশিতে বলে তোমার কথা কত
সিক্ত নয়ন আমার বোঝে না তো, তুমি ব্যস্ত।

অব্যক্ত থেকে যায় কত যে কথামালা
নেতিয়ে পড়ে থাকে কত না দেওয়া ফুল,
কবিতাগুলো দিয়ে যায় ভুলের মাশুল।

ভাবিনি কখনও এমনও হবে,
লোমকূপে তোমার ছোঁয়ার শিহরণ জাগে।
বালিশে মিশে থাকে তোমার বিরহের কষ্ট,
সিক্ত নয়ন আমার বোঝে না তো, তুমি ব্যস্ত।

ভালোবেসে আমি অনুরাগের অনলে জ্বলি
লোকে বলে আমি নাকি হয়েছি কলঙ্কিনী,
বাসি হয়ে শুঁকিয়েছে অবেলার অশ্রু যত
সিক্ত নয়ন তবুও বোঝে না যে, তুমি ব্যস্ত।

ভাসিয়ে দিয়েছি তাই মনের আবেগ যত
লোকালয় ছেড়ে আমি বৃন্দাবনে যাবো,
বাসনা লুকিয়ে নিজেকে হারিয়ে আজ
সিন্দুকে বন্দি হবে মন, আমার নেই লাজ।

বি:দ্র: কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পংক্তির শুরুর বর্ণ নিয়ে বিশেষ একজনের জন্য একটি গোপন পূর্ণ বাক্য রয়েছে। প্রিয় পাঠক আপনারা চাইলে বর্ণ গুলো মিলিয়ে সেটি জেনে নিতে পারেন।

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে