অপ্রিয় সে পর্ব-০৭

0
1794

#_অপ্রিয় সে
#-সানিজিদা সন্ধি
#পর্ব-৭

সারা দিন পরিশ্রম আর রাত জাগার কারণে ক্লান্তিতে শরীর অবশ হয়ে এলো রূপমের। রিমুর সাথে ঝামেলা হওয়ায় তার মেজাজও বিক্ষিপ্ত হয়ে আছে। বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লো সে।

বেলা এগারোটা। রূপম ঘুম থেকে জেগেই শুনতে পেলো সারা বাড়িতে অত্যাধিক রকমের হট্টগোল। বিয়ে বাড়িতে হট্টগোল থাকা অতিব স্বাভাবিক ঘটনা হলেও এই চেঁচামেচি ঠিক অন্য রকমের।

রূপম তার ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতেই ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার থেকে আসা হাজার হাজার নোটিফিকেশনের ঝড়ে তাজ্জব বনে গেলো। সাথে রয়েছে হাজার হাজার মেসেজ।

রূপম দেশের নামকরা গায়ক। হাজার হাজার ফ্যান ফলোয়ার তার। দেশ বিদেশে গান গেয়ে নাম কুড়িয়েছে সে। তার ফোনে প্রতিদিন অনেক নোটিফিকেশন আসেই৷ যেদিন থেকে তার বিয়ের অ্যানাউন্সমেন্ট গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেদিন থেকেই নারী ফ্যান ফলোয়ারদের হাজার হাজার হৃদয় বিদারক মেসেজ পেয়েছে সে। সবাই অভিনন্দনও জানিয়েছে। তবে আজকের বিষয়টা ভিন্ন।

রূপম ডাটা অন করতেই চাপ লেগে একটা মেসেজ ওপেন হয়ে যায় তার।

মেসেজটা ঠিক এরকম ছিলো, ” যাক অবশেষে কেউ রূপম খানকে রিজেক্ট করলো। আমি তো ভেবেছিলাম সবাই তার জন্য পাগল। কিন্তু এতো দেখি অন্য কাহিনি। বাই দা ওয়ে রূপম খান। রিজেকশন পাওয়ার পর থেকে কেন জানি মিডিয়ার সামনে আসছেন না আপনি? অপমানিত হয়েছেন বুঝি? আহারে। দুঃখ লাগছে আপনার জন্য। যাইহোক এখন হবু বউ চলে যাওয়ার কষ্টে কাঁদতে থাকুন। টিস্যু লাগলে বলবেন। মেয়েটার সাহস আছে বলতে হয়।”

রূপম কিচ্ছু বুঝলোনা বিষয়টা। কাছের মানুষজনেরাও অসংখ্য মেসেজ পাঠিয়েছে। দেশের শীর্ষস্থানীয় পত্রিকার এক অনলাইন সংবাদ পড়ে রূপম সবটা বুঝতে পারলো। সেখানে বড় বড় করে হেডলাইন লেখা, ” দেশের বিশিষ্ট গায়ক রূপম খান তার হবু বউয়ের কাছ থেকে প্রত্যাখিত হয়ে হয়েছেন!”

হেডলাইন দেখেই পিলে চমকে উঠলো রূপমের। বিস্তারিত নিউজে বলা হয়েছে, ” বেশ কয়েকদিন ধরেই বিয়ের আমেজে মেতেছেন এদেশের জনপ্রিয় গায়ক রূপম খান। খুব একটা ধুমধামের সঙ্গে না হলেও বেশ নজরকাড়া ভাবেই তার বিয়ের এক একটা অনুষ্ঠান সুন্দভাবে পালিত হচ্ছিলো। রূপম খান কোনো এক অজ্ঞাত কারণে মিডিয়া থেকে নিজের বিয়ের অনুষ্ঠান বেশ খানিকটা দূরেই রেখেছেন। তবে গমন মাধ্যম গুলো যে একেবারেই সরব নন তেমনটা নয়। আজ রূপম খানের বিয়ের দিন। সব ঠিকঠাক থাকলে হয়তো তিনি আজ নতুন জীবনে পা রাখতেন। তবে আজ সকালে রূপম খানের হবু বউ রাদিয়া হাসনাত রিমু তার পরিবারের সবাইকে জানান তিনি বিয়ে করবেননা। সেখানে উপস্থিত এক সাংবাদিককের উপস্থিতিতে তিনি সরাসরি বলেন, ” আমি রূপম খানকে বিয়ে করবোনা। ” খবরটা বাতাসের মতোই ছড়িয়ে পড়ে। গনমাধ্যমের কর্মীরা তাকে বিয়ে ভেঙে দেওয়ার এবং এমন পরিস্থিতিতে এসে এরকম সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তিনি কাউকে কিছু জানাননি। রাদিয়া হাসনাত রিমুর এই বক্তব্যের কারণ জানতে তার পরিবার এবং রূপম খানকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাওয়া যায়নি। কেউই কিছু বলছেন না। রূপম খানকে সকাল থেকে বের হতে দেখা যায়নি। তাঁর পরিবারের একজন জানায় তিনি অসুস্থ রয়েছেন এবং তাকে যেন কোনোভাবেই বিরক্ত করা না হয়। বর্তমানে রূপম খানের বিয়ের বিষয়ে নানারকম সমালোচনা, জল্পনা কল্পনা চলছে। ”

আর কিছু পড়তে পারলোনা রূপম। তার মাথা চক্কর দিয়ে উঠলো। রিমু এমন কিছু করতে পারে এটা মাথাতেও আসেনি রূপমের। রিমু আগে থেকেই বিয়ের জন্য নারাজ ছিলো এটা সবার জানা। তবে সে যে জনসম্মুখে নিজের এই মতামত প্রকাশ করছে সেটা যেন বিশ্বাসই হতে চাচ্ছে না রূপমের। এখন হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে হবে, তাকে নিয়ে নানানরকম আলোচনা, সমালোচনায় সয়লাব হয়ে যাবে গণমাধ্যম। আর সেসব ফেস করতে হবে ভেবেই জ্বর চলে আসলো রূপমের। সে কন্ট্রোভার্সিতে খুবই কমই জড়িয়েছে। চারদিকে তার শুধু সুনাম আর সুনাম। এসব কিছু কীভাবে হ্যান্ডেল করবে ভাবতেই কেমন যেন একটা যন্ত্রণা হলো রূপমের। ঠিক মাথার অগ্রভাগে। রূপম এখন ঘর থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নিলো। ঋষিকে ফোন করে সবটা সামলাতে বললো। ঋষি রূপমের খুব কাছের হওয়ায় সবটাই জানা তার রূপমের জীবন সম্পর্কে। ঋষিকে ফোনে সবটা বুঝিয়েই রিমুকে ফোন দিলো রূপম। রিমু রূপমের নম্বর দেখে প্রথমে ধরলোনা। কিন্তু রূপম ক্রমাগত ফোন দিলেই চলেছে। না পেরে রিমু ফোনটা তুলে সালাম দিলো।

রূপম সালামের জবাব দিয়েই বললো, ” তুই এই মুহুর্তে আমার রুমে আসবি। আমি কোনো কথা শুনতে চাইনা। ”

রিমু প্রথমে ভাবলো সে যাবে না। কারণ এই মুহুর্তে রূপমের মুখোমুখি হওয়ার কোনোরকমই ইচ্ছে নেই তার। কিন্তু তারপর কী ভেবে যেন রূপমের ঘরের দিকে পা বাড়ালো।

দরজার নক পড়তেই রূপম বললো, ” কে?”

রিমু জবাব দিলো,” আমি। ”

দরজা খুলেই হ্যাঁচকা টানে রিমুকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়ালের সাথে তার হাত চেপে ধরলো। রিমুর হাতে চুড়ি থাকায় সেগুলো ঘষা লেগে সে ব্যাথায় কুঁকড়ে উঠলো।

রূপম খুব ধীর গলায় জিজ্ঞেস করলো, ” তুই এটা কী করলি রিমু?”

সবটা বোঝার পরেও রিমু বললো, ” কী করেছি আমি? জানি না তো। আপনিই বলেন। ”

রূপম একটা মুচকি হাসি দিয়ে বললো, “সাহস বাড়ার সাথে সাথে অভিনয় করাও শিখে গিয়েছিস ভালোই। আমি তোকে স্ট্রেট ফরোয়ার্ড মেয়ে হিসেবে চিনতাম। কিন্তু এখন দেখছি তুই ভালোই ভান করতে পারিস। এমন মুহুর্তে আমি কোন বিষয় নিয়ে তোকে জিজ্ঞেস করবো এটা বুঝতে নিশ্চয়ই বিজ্ঞানী হতে হবে না? আর কাল রাত থেকে কী আপনি আপনি করে যাচ্ছিস? খারাপ লাগছে তো আমার। তুমি করেই বল। যতো যাই হোক এমনটা শুনে অভ্যস্ত নই তো তাই। ”

রিমু বিদ্রুপাত্মক মুখের ভঙ্গি করে বললো, ” কাল রাতে যা করলেন তারপর কেন জানি! থাক। এবার মেইন পয়েন্টে আসি। আমার মনে হয় এতোক্ষণে আপনি পুরোপুরি জেনে গিয়েছেন আমি কী করেছি। আমি আপনার সাথে আমার ইচ্ছার বিরুদ্ধে ঠিক হওয়া বিয়েটা ভেঙে দিয়েছি। আমি কিন্তু কাউকে অনুরোধ করিনি। আমি নিজের অধিকার ফলিয়েছি। আমি খুব ভালো করে জানি আপনার সাথে আমার কখনোই বনবে না। তাই বিয়ে ভাঙলাম। ”

রূপম এইবার রেগে গেলো। রাগে অগ্নিশর্মা হয়ে সে বললো, ” এখন এই মুহুর্তেই কেন তোর অধিকার বোধ জন্ম নিলো? আগে নিতে পারেনি? তাহলেই তো আমাকে এতো ঝামেলা ফেস করতে হতো না।”

রিমু দীর্ঘশ্বাস ছেড়ে বললো,” আগেই অধিকার বোধটা জন্ম নিতো যদি নিজেকে নিয়ে একটুখানি ভাবতাম। আর আগে নিজেকে নিয়ে ভাবিনি মানে এখনো যে ভাববো না বা ভাবনা আসবে না সেটা ভাবলেন কীভাবে? আর বোধদয় মানুষের যেকোনো সময়েই আসতে পারে। আমার এখন এসেছে। সাহস বেড়েছে তাই অতীতের অপমান লাঞ্ছনাকে পুঁজি করে ভবিষ্যতে ভালো থাকার একটা দুয়ার খুলে দিলাম। একটা বিষয় জানেন রূপম ভাই? মানুষের জীবন বড্ড বেশি অদ্ভুত। অনেক সময় হাজার আঘাত পেলেও তারা নিজেকে শক্ত করে গড়ে তোলে না আর অনেক সময় ছোট কিছু আঘাত মানুষকে পাথর বানিয়ে দেয়। কালকে রাতে হয়তো আপনি যা করেছেন তা অত্যাধিক রেগে গিয়ে। তবে চিরকুট নিয়ে যেই মিথ্যাচারটা করেছেন সেটা আমাকে প্রচন্ড আঘাত করেছে।”

ঘুম থেকে ওঠার পরপরই রূপম যেসব দেখছে তাতে গতকালের ঘটনা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। সে আবারো রিমুকে সরি বললো। তবে রিমু নাছোরবান্দা। সে কথার মারপ্যাঁচে বারবার রূপমকে মনে করিয়ে দিতে লাগলো কাল রাতে সে কী অন্যায়টা করেছি। রূপম হাঁপিয়ে গেলো৷ সাথে ভীষণ ক্রোধে ফেটে পড়লো।

চলবে,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে