#অজানা_অনূভুতি
#সায়ন্তিকা_আহমেদ_শুভ্রা
#পর্ব_৪_শেষ
আমার আর মাইসার মেহেন্দির লেহেংগা পুরো আলাদা,আমার লেহেংঙার কালার গোলাপি, আর মাইসার টার কালার ব্লু।কিন্তু ২ জন কে এক রকম এ মেকাপ করানো হয়েছে।পার্লার ওর মেয়েরা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে।
~আম্মু ঃ আফ্রা আর মাইসা তোরা রেডি হলে নিচে আয়।
আমি&মাইসাঃ আসছি আম্মু।
নিচে গিয়ে দেখি বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে।
আমাদের কাজিন গুলো খুব সুন্দর করে নাচ গান করছেন। আমাদের মেহেন্দি শেষ, অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। দেখতে দেখতে আমাদের হলুদ ও শেষ হয়ে গেছে।
রাতে আমি আর মাইসা সুয়ে সুয়ে গল্প করছি।
আমি ঃমাইসু?
মাইসা ঃ হ্যাঁ, আফ্রা কিছু বলবি?
আমি ঃ হ্যাঁ সব কিছু এতো সহযে হয়ে যাচ্ছে তাই না। কিন্তু মন তো আমার কু ডাকছে।
মাইসা ঃ চিল বেব কিছু হবে না। ঘুমা।
আমি ঃ তখন দেখি মোবাইল এ মেসেজ টিউন বেজে উঠলো,ওপেন করে দেখলাম ফারাবি ভাইয়া আমাকে ছাদে যেতে বলছে।
ফারাবিঃ আফ্রু তোকে কখনো বলাই ই হয় নাই যে আমি কতো টা তোকে ভালোবাসি।তোর সাথে করা প্রতিটি খারাপ বিহেভিয়ারে নিজেই কষ্ট পাইতাম আমি জান।সেই ছোট বেলা থেকে তোকে চাইতাম, আম্মু তোর সাথে আমার আর মাইসু এর সাথে আদিল ভাই এর বিয়ে আগে থেকে ঠিক করে রাখছে,আমরা জানতাম তুই আর মাইসু জানতি না। তাই তো তোকে আগলে রাখতাম তোকে রাস্তায় দেখলে বকা দিতাম একা ছাড়তাম না।ঠিকমতো পড়াইতাম,তোর খেয়াল রাখতাম আর তাই বকা দিতাম আর আমার এই বকা এর জন্য আমাকে খারাপ ভাবলি।খুব ভালোবাসি রে তোকে।তোর জন্মানোর পড় তোকে কোলে নিয়ে #অজানা_অনূভুতি হইছিলো তখন জানতাম না এটার মানে।
আফ্রাঃ আমি ও আপনার জন্য ফিল করতাম বাট তা বলতে পারি না কখনো কিভাবে বলতাম তখন খুব ভয় পেতাম।আপনার জন্য তো আমার মনেও অনূভুতি রয়েছে তবে সেটা আজ জানা।খুব ভালোবাসি আপনাকে ফারাবি।আপনাকে ছাড়া আমি বাচতে পারবো না। এতো এতো ভালোবাসি তা বলার বাহিরে।
(বলেই আফ্রা জরিয়ে ধরলো ফারাবি কে)
ফারাবিঃ আমি ও তোকে খুব ভালোবাসি আফ্রা কিন্তু আমাকে মাফ করে দিস এটা না করলে খুব বেশি ই ক্ষতি হয়ে যাবে।
আফ্রা ঃ কি বলছেন আপনি? কার কি হবে?আপনি ঠিক আছেন.?
(কথা শেষ করার আগেই ফারাবি ধাক্কা দিয়ে আফ্রা কে ফেলে দিলো ছাদ থেকে।)
পিছন থেকে আদিল এ দৃশ্য দেখে আফ্রা বলে চেচিয়ে উঠলো কিন্তু ততক্ষনে আফ্রা নিচে পড়ে গেছে।
আদিলঃ তুই এটা কি করলি ফারাবি,আমার বোন তোর কথা ক্ষতি করেছে ভাই কেন মারলি আমার বোন কে(কলার ধরে বলে, আর তাড়াতাড়ি নিচে চলে যায়)
আদিলঃ মা, বাবা বড় আম্মু বড় আব্বু মাইসা তাড়াতাড়ি আসো কে কোথায় আছো।
কোলে আফ্রার রক্তাক্ত দেহ টা পড়ে আছে মনে হয় শরীরে জান নেই।
বাসার সবাই নিচে এসে আফ্রার এই অবস্থা দেখে অবাক হয়ে গেলো
আফ্রার আম্মু কান্না করতেছে, আদিল চেক করে দেখলো আফ্রা মৃত, আফ্রার দেহ নিচে রেখে সেও মাটিতে বসে পড়লো
আফ্রার আম্মুঃ আদিল এই আদিল আমার মেয়েটার কি হইছে ওরে হাসপাতাল নে না।তুই কেনো বসে আছিস আমার মেয়েটা কিভাবে পড়লো?
আদিলঃ আম্মু আফ্রা আর নেই আফ্রা আর এই দুনিয়াতে নেই এই লোক ফারাবি আমার চোখের সামনে ধাক্কা মেরেছে আফ্রা কে আম্মু আমার সামনে আমি কিছুই করতে পারলাম না।
সবাই আদিল এর কথা শুনে অবাক.কারণ ফারাবি তো আফ্রা বলতে পাগল ও কিভাবে এসব করলো।
আদিলঃ হ্যালো পুলিসস্টেশন ফারহান ফারাবি আমার চোখের সামনে আমার বোন কে হত্যা করছে আপনারা জলদি আসুন।
ফারাবি তো একমনে আফ্রার নিথর দেহ এর দিকে তাকিয়ে আছে ওকে দেখে মনে হচ্ছে ওর মধ্যে কোনো অনূভুতি নাই।চোখের পলক ফেলতেও জেনো ভুলে গেছে সে ওই মূহুর্তে সবাই আশ্চর্য ফারাবির এই ব্যাবহারে। পুলিস এসে নিয়ে গেলো ফারাবিকে।বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি নাই তা আজ পড়ে আছে আফ্রার অকাল মৃত্যুর শোকে।
সেই ঘটনা আজ পেরিয়ে গেছে ১ বছর কিন্তু কেউ এখনো পারে নাই আফ্রা কে ভুলতে।ফারাবি এখনো জেলে সে কোনো কথাই বলে নাই কেনো মেরেছে আফ্রাকে সে তা আজো রহস্য।
আফ্রা এর মা এই ঘটনার পড় পুরো ভেংগে পড়েন।মাইসার সাথে কিছুদিন আগে বিয়ে হ মাই আদিল এর। ফ্যামিলি তে নেই সেই আগের হাসি আনন্দ আফ্রা বিহীন কেউ ভালো নেই।
আচ্ছা কি হয়েছিলো সেদিন কেনো মারলেন আপনি আফ্রা কে বলবেন মিস্টার ফারাবি। প্রতিটি লোকের জানা দরকার এ ঘটনা আজো চুপ আপনি এই রহস্য কি শেষ হবে না কখনো?
প্রতি বারের মতো আজো চুপ ফারাবি তরুনির প্রশ্নের কোনো উত্তর আজো দিলো না
….সমাপ্ত…..
(এই গল্পের রহস্য জানতে হলে অপেক্ষা করতে হবে সিজন ২ এর। যা আমি খুব তাড়াতাড়ি শুরু করবো।)
season 2 kothay?