হযরত উমর (রাঃ) এবং এক বৃদ্ধের দুঃখ
একদিন হযরত উমর (রাঃ) রাতের বেলা শহরের রাস্তায় হাঁটছিলেন। তিনি লক্ষ্য করলেন, এক বৃদ্ধ ব্যক্তি পথের ধারে বসে আছেন এবং কাঁদছেন। হযরত উমর (রাঃ) কাছে গিয়ে জানতে চাইলেন, “হে বৃদ্ধ, তুমি কেন কাঁদছো?”
বৃদ্ধ ব্যক্তি বললেন, “আমি একবার একটি ঋণ নিয়েছিলাম, কিন্তু বয়সের কারণে এখন কাজ করতে পারি না, তাই আমি ঋণ শোধ করতে পারছি না।”
হযরত উমর (রাঃ) এই কথা শুনে খুব দুঃখিত হলেন। তিনি তাকে আশ্বস্ত করে বললেন, “তুমি চিন্তা করোনা, আমি তোমার ঋণ শোধ করতে সাহায্য করব।”
তারপর হযরত উমর (রাঃ) বায়তুল মাল থেকে সেই বৃদ্ধের ঋণ শোধ করলেন এবং তাকে নিরাপদে বাড়ি ফিরে যেতে সাহায্য করলেন।
এটি প্রমাণ করে যে, একজন নেতা বা শাসকের দায়িত্ব শুধু যুদ্ধ বা রাজনীতি নয়, বরং তাঁর জনগণের কল্যাণও নিশ্চিত করা।
শিক্ষা:
মুসলিম শাসকদের কর্তব্য হলো তাদের জনগণের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা।
মানুষের দুঃখ-দুর্দশা দেখে সহানুভূতির সাথে সাড়া দেওয়া ইসলামের শিক্ষা।
ঋণ শোধ করতে সাহায্য করা এবং অসহায়দের পাশে দাঁড়ানো একটি মহান কাজ।