স্মৃতির ডায়েরি

0
916

স্মৃতির ডায়েরি
___আশা

সময় বদলায়,বদলায় সবকিছু।
পরির্বতন, পরিমার্জন নিত্যনতুন।
স্মৃতি অম্লান,সংযুক্ততায় ভরপুর।
মনে করতে না চাওয়ার হেতু নেই তবো,
মণিকোঠায় উঁকি দেয় স্মৃতি।
কোনো না কোনো কারনে মনে করতে বাধ্য করে যেন।
এ যে স্মৃতি!কখনো ম্লান হওয়ার নয়।
বয়স বাড়ছে,বাড়ছে স্মৃতি অহরহ,
জীবন নামক ডায়েরির পাতায়,
স্মৃতিরা করে যুদ্ধ।
ডায়েরির পাতা সীমিত!
স্মৃতি অবিরাম।
স্মৃতি জড়িত মানুষগুলো হারিয়ে যায়,
রয়ে যায় স্মৃতির ডায়েরি মণিকোঠায়।

তারিখঃ ০৭-০৪-১৯ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে