স্বামী অফিস থেকে ফিরে চুপচাপ বসে আছে দেখে বৌ জিজ্ঞেস করলো

0
1821

স্বামী অফিস থেকে ফিরে চুপচাপ বসে আছে দেখে বৌ জিজ্ঞেস করলো,
কি হয়েছে?
স্বামী — অফিসের ছাদ ভেঙে পড়ে সকলেই মারা গেছে।
বৌ — সর্বনাশ, সেকি! তোমার কিছু হয়নি তো?
স্বামী — আমি তখন বাইরে সিগারেট খেতে গিয়েছিলাম।
বৌ — আল্লাহ বাঁচিয়েছেন, আল্লাহ মহান।
সন্ধ্যায় টিভির সংবাদে বৌ শুনলো, যারা মারা গেছে তাদের পরিবারকে সরকার ২ কোটি টাকার অনুদান দিয়েছে।
বৌ — কতোবার বলেছি সিগারেট ছেড়ে দাও, আমার কোনও কথাই তো শুনবে না । জালিয়ে খেলে আমাকে সারাজীবন।
এটা তার পরে
বেশ কিছুদিন পর স্বামী আবার অফিস থেকে ফিরে এসে চুপচাপ বসে আছে। বৌ জিজ্ঞেস করলো, কি হয়েছে, এতো চুপচাপ কেন?
স্বামী :- আর বোলোনা, আমাদের অনেককেই ঢাকার বাইরে বদলি করে দিয়েছে।
বৌ :- কেন?
স্বামী :- এটা শাস্তির বদলি।

বৌ :- শাস্তি কেন?
স্বামী :- অফিসে সিগারেট খাওয়ার অপরাধে।
বৌ :- ও,,, যাক তুমি চিন্তা কোরোনা, আমি সব সামলে নেবো, বরং তোমার একটু বাইরে ঘোরা হবে।
স্বামী :- শুধু তো বদলি নয়, আরও শাস্তিস্বরূপ সরকার ঠিক করেছে ওদের মাইনে ওদের হাতে না দিয়ে ওদের বৌদের হাতে তুলে দেওয়া হবে।
বৌ :- আরিব্বাস্ , তুমি একদম চিন্তা কোরোনা, আমি ঠিক মতো টাকা পাঠিয়ে দেবো।
স্বামী :- তা কি করে হবে! তোমার আপত্তির জন্য আমি তো সেই কবেই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি।
বৌ :- হায়রে পোড়া কপাল আমার! তুমি আস্ত একটা কাপুরুষ, নাহলে কেউ বৌয়ের কথায় ওঠাবসা করে?

বোকা ছেলে❤❤❤

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে