ব্যার্থতা

0
790

ব্যার্থতা
সানজিদা_আক্তার
বলে ছিলে ফিরবে, কোন এক চৈত্রের ঘামার্থ বিকালে।
আমি যেন, সেই তাঁতের লাল পেরে সাদা শাড়ি পরে অপেক্ষা করি।
সেই স্কুলের দিঘির পাশের করুই গাছের নিচে,
কত স্মৃতি সেখানে!
মনে পরে? সেই ক্লাস ফাকি দিয়ে লুকিয়ে দেখা,
মনে পরে? মন খারাপের দিনগুলোতে তোমার হযবরল ছন্দ লেখা,
সে সব স্মৃতি আজ বড় বেশি ম্লান।
জানও আমি প্রতি চৈত্রে অপেক্ষা করি,
নিয়ম করে সব কাজ ফেলে ওই করুই গাছের নিচে বসে থাকি,
পরনে থাকে লাল পেরে সাদা তাঁতের শাড়ি,
বিকাল গুলো ওখানেই ফুরোয় আমার,
গোধুলি বেলায় ক্লান্ত আমি বাড়ি ফিরি,
সাথে ফেরে প্রতিদিনের মতো
না পাওয়ার ব্যার্থতা।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে