প্রিয় আসক্তি পর্ব-০৩

0
1505

#প্রিয়_আসক্তি
#পর্বঃ০৩
#মাহমুদা_আক্তার_তাহিনা(লেখিকা)

ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়, দীবা’দের এসএসসি পরীক্ষা অনেক দিন আগেই শেষ। কয়েকদিন পরে রেজাল্ট বের হবে। পরীক্ষা শেষ হওয়ার পরে তাহি ও দীবা দুজনেরই কোথাও ঘুরা হয়নি, তাই দীবা সিদ্ধান্ত নিলো তাহি কে নিয়ে আজ একটু শপিং এ যাবে, সাথে আশেপাশে কোথাও ঘুরবে। ফোন হাতে নিয়েই কল করলো তাহি’কে,, কল রিসিভ করতেই বললো – কি রে শয়তান ছেমরি কি করস?

ওপাশ থেকে তাহি একটা দীর্ঘ শ্বাস ছাড়ে, মানুষ ফোন দিয়ে কতো সুন্দর করে সালাম বিনিময় করে, আর এই মাইয়া,,, উফ সব বাদ দিয়ে ওপাশ থেকে তাহি বললো- কিছু না এইতো আকাশ দেখছিলাম, তুই কি করিস?

আমি বসে আছি, শুন না ইয়ার, যে জন্য কল দিয়েছি। আমার না ঘরে বসে বরিং লাগছে, চল আজ কোথাও ঘুরে আসি, সাথে কিছু শপিং ও করবো।

আমারো সেইম, তাহলে এটাই ফাইনাল, আমরা আজ ঘুরাঘুরি করবো আর শপিং করবো। তুই রেডি হয়ে তোর বাসার নিচে দাঁড়িয়ে থাক, আমি আমার বাইক নিয়ে আধা-ঘন্টার ভিতরে আসছি।

আচ্ছা বলে কল কেটে, কালো ফতোয়া ও জিন্স পড়ে গলায় ওড়না পেছিয়ে রেডি হয়ে নিলো দীবা, বসার ঘরে এসে মাকে বলে বের হবে তখনই নিষ্প্রভের ঘর থেকে নিষ্প্রভ ও তীব্র বেরিয়ে আসে। অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে দীবা, মানে তীব্র কখন এলো? বজ্জাত লোক এসেছে অথচ থাকে একটা বার ও বলেনি। পরমুহূর্তেই নিজের ভাবনাতে উপহাসের হাসি হাসলো দীবা। তীব্র কেনো থাকে বলবে? কে হয় দীবা তার, দীবা ভালোবাসলেও তীব্র তো তাকে ভালোবাসে না। বরং দীবা তীব্রের আশেপাশে থাকলে বিরক্ত বোধ করে তীব্র।

দীবার সামনে নিষ্প্রভ এসে দাড়ায়, বলে- কিরে কোথাও যাচ্ছিস তুই?

হ্যা ভাইয়া ঘরে বসে বরিং লাগছিলো, তাই তাহি কে নিয়ে ঘুরতে যাচ্ছি সাথে কিছু শপিং ও করবো। নিচে তাহি দাড়িয়ে আছে আমি যাই,

চল আমরাও যাবো।

তোমরা মানে?

মানে আমি আর তীব্র,

পাশ থেকে তীব্র বলে- কি জন্য ইয়ার, ঘুরুক না এরা, আমরা গিয়ে কি করবো?

নিষ্প্রভ তীব্রের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে- আরে ইয়ার তোর ভাবি ও তো যাচ্ছে, তোর ভাবির সাথে একটু সময় কাটাবো আরকি। আর দীবা আমার বোন আমার একটা দায়িত্ব আছে না, এভাবে একা-একা কিভাবে যেতে দিবো!

মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তীব্র বলে- ঠিক আছে চল।

নিষ্প্রভ দীবার দিকে তাকিয়ে বলে- চল তারাতারি তাহি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে দাড়িয়ে আছে।

তীব্র ও যাবে শুনে দীবার খুশি দেখে কে, ওর ইচ্ছে করছে নিষ্প্রভের গলা জড়িয়ে বলতে – তাংকু আমার ভাই, তুই পৃথিবীর সেরা ভাই। কিন্তু বলা যাবে না, নাহলে নিষ্প্রভ বুঝে যাবে, যে আমি তীব্র কে ভালোবাসি।

আমরা তিনজন গেইটের বাইরে এসে দেখি তাহি বাইকের সাথে হেলান দিয়ে দাড়িয়ে আছে, পড়োনে কালো শার্ট, কালো জিন্স, ও কালো জ্যাকেট, হাতে বাইকের চাবি,

তাহি’র দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিষ্প্রভ, তীব্রের ধাক্কাতে ভাবনার জগৎ থেকে বের হয়ে তাহি’র সামনে গিয়ে দাড়ায়।

নিজের সামনে নিষ্প্রভ কে দাড়াতে দেখে, ভ্রু কুঁচকে তাহি বলে- কী?

ঠোঁট কামড়ে নিষ্প্রভ বলে- আজ তুমি কালো পড়েছো, আজ আমিও কালো পড়েছি। দেখেছো আমাদের কতো মিল।

বিরক্তি নিয়ে তাহি বলে- সে তো কালো আমি সবসময়ই পড়ি, মাঝে মধ্যে অন্য কালারের পড়া হয়।

দীবার দিকে তাকিয়ে বলে- আর কতো দাড়িয়ে থাকবো চল।

হ্যা চল, আর ভাইয়া কিন্তু আমাদের সাথে যাবে।

কিহ! কিন্তু কেনো?

বাঁকা হেসে নিষ্প্রভ বলে- আমার বোনের একটা সেফটি আছে না, আমি ভাই হয় ওকে কিভাবে একা একা কোথাও যেতে দেই বলো, আমার তো একটা দায়িত্ব আছে।

দীবার দিকে তাকিয়ে তাহি বলে- এখন কোথায় যাবি?

আগে মার্কেটে চল শপিং করে নেই, পরে ঘুরাঘুরি করবো।

হালকা ধমক দিয়ে নিষ্প্রভ বলে- গাধী, শপিংয়ের ব্যাগ নিয়ে কি ঘুরাঘুরি করবি? আগে ঘুরাঘুরি কর, আসার সময় শপিং করবি।

ভাইয়ের কথা শুনে জিহ্ব কাটলো দীবা, ঠিকই তো শপিং ব্যাগ নিয়ে কি ঘুরাঘুরি করবে নাকি,

নিষ্প্রভের দিকে তাকিয়ে বললো- চলো আগে ঘুরাঘুরি করি, তাহির দিকে তাকিয়ে বলে- চল।

নিজের বাইকে উঠে বসে তাহি, মাক্স পড়ে চোখে ব্লাক সানগ্লাস পড়ে নেয়। হেলমেট পড়ে দীবাকে ও একটা হেলমেট পড়িয়ে দেয়৷ অতঃপর বলে- কোনদিকে যাবো?

ততোক্ষণে নিষ্প্রভ ও তীব্র, নিষ্প্রভের বাইকে উঠে গেছে, হেলমেট লাগাতে লাগাতে নিষ্প্রভ বলে- আগে লেকের পাড়ে চলো।

ঠিক আছে বলে- বাইক স্টার্ট দিলো তাহি, নিষ্প্রভ ও বাইক স্টার্ট দিয়ে, তাহির সাথে সাথে যাচ্ছে।
হঠাৎ কিছু দূর গিয়ে তাহি বাইক থামিয়ে দীবার দিকে কটমট দৃষ্টিতে তাকায়।
তাহিকে বাইক থামাতে দেখে নিষ্প্রভ ও বাইক থামায়, বলে- কি হয়েছে, থামলে কেনো?

তাহি’র দিকে তাকিয়ে হালকা হেসে দীবা বলে- সরি ইয়ার, আমি কি করবো বল, যদি পড়ে যাই, তাই বার বার তোর কোমড় জড়িয়ে ধরি।

ভ্রু কুঁচকে নিষ্প্রভ বলে- তো? মেয়ে হয়েই তো আরেকটা মেয়ের কোমড়ে ধরেছে, তাতে এতো রিয়েক্ট করার কি আছে?

আসলে ভাইয়া, তাহি’র সুরসুরি আছে!

কিছু একটা ভেবে বাঁকা হেসে নিষ্প্রভ বলে- তাহলে এক কাজ কর, তুই আমার বাইকে চলে আয়, তীব্রের সাথে যা, আমি নাহয় তাহি’র সাথে,,,

নিষ্প্রভ কে আর কিছু বলতে না দিয়ে – আমাকে কাঁধ ধরে বস বলে- বাইক স্টার্ট দিয়ে চলে যায় তাহি।

পিছন থেকে নিষ্প্রভ শব্দ করে হেসে উঠে, সাথে তীব্রও, হাসি থামিয়ে তীব্র বলে- কি ইয়ার তুই সবসময় মেয়েটার পিছনে লেগে থাকিস, আর একটু আগে কি প্রস্তাব দিচ্ছিলি? বেচারি নিশ্চয়ই লজ্জা পেয়েছে,

লজ্জা আর তাহি? ও লজ্জা পেতেও জানে? আমার মনে হয় জীবনে কোনো দিন লজ্জা পায় নি, সবসময় মুখকে অন্ধকার করে রাখে, আর শুধু রাগ দেখায়।

আরে ও ছোট থেকেই এমন মেবি, একটু গম্ভীর, কিন্তু ওর মন খুব ভালো। সবসময় নিজের সাধ্যের মধ্যে সবাইকে সাহায্য করে, কয়েকদিন আগেও দেখলাম রাস্তার পাশে এতিম শিশুদের খাবার বিতরণ করেছে।

হ্যা সেটা তো আমি জানি। আমার শ্যামা পাখির এরকম স্বভাবের জন্য আমি আরো ওর উপর দূর্বল হয়ে যায়,

আরে চল চল, ওরা আমাদের রেখে চলে গেলো তো।

আরে হ্যা, খেয়ালই ছিলো না, বাইক স্টার্ট দিয়ে রেইস বাড়িয়ে তাহির বাইকের কাছাকাছি আসে নিষ্প্রভ।

লেকের পাড়ে এসে বাইক থামায় তাহি, বাইক থেকে নেমে হেলমেট খুলে হাতে নেয়, তখনই কোথা থেকে একটা ছেলে এসে জড়িয়ে ধরে,,
ততক্ষণে নিষ্প্রভ ও চলে এসেছে, তাহি’কে কোনো ছেলে জড়িয়ে ধরেছে এটা দেখে নিষ্প্রভের বুকে চিনচিন ব্যাথা অনুভব হয়, তাহি’র দিকে তাকিয়ে বাইক থামাতে গিয়ে তাহি’র বাইকের সাথে নিষ্প্রভের বাইকের ধাক্কা লেগে যায়, তাহি’র বাইকটি পড়ে যায়। বাইক পড়ার শব্দে জড়িয়ে ধরা ছেলেটিকে নিজের থেকে টান দিয়ে ছাড়ায় তাহি, ততোক্ষণে নিষ্প্রভ ও বাইক থেকে নেমে এসে দাড়িয়েছে। নিজের বাইকের দিকে তাকিয়ে মৃদ্যু চিৎকার করে তাহি বলে- মাই করলা.!

করলা? করলা শুনে একে অপরের মুখ চাওয়া চাওয়ি করে নিষ্প্রভ ও তীব্র, অতঃপর একসাথে হেসে উঠে, তীব্র অনেক কষ্টে হাসি থামিয়ে বলে- সিরিয়াসলি তাহি, তুমি শেষ পর্যন্ত নিজের বাইকের নাম “করলা” রেখেছো?

সুযোগ বুঝে তীব্রের সাথে কথা বলার জন্য দীবা বলে- তাহি’র করলা ফেভারিট, তাই ও বাইকের নামও করলা রেখেছে।

মুহুর্তেই নিষ্প্রভ রেগেমেগে যায়, তাহির দিকে এগিয়ে গিয়ে, তাহি’র দিকে তাকিয়ে বলে- কে এই ছেলে? তোমাকে এভাবে জড়িয়ে ধরেছিলো কেনো?

একেতো নিজের ‘করলার ‘ অবস্থা নিষ্প্রভ খারাপ করে দিয়েছে, তার উপর সরি না বলে প্রশ্ন করছে, রাগে সহ্য করতে না পেরে নিষ্প্রভ কে ধাক্কা মারে তাহি’, ধাক্কা খেয়ে নিষ্প্রভ পড়ে নি, কিন্তু ওর বাইক পড়ে গেছে। সেটা দেখে তাহি বলে- টিট ফর টেট. অসভ্য ডাক্তার।

চলবে,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে