পাকাপাকি

0
1204

আম জাম লিচু পাকে
কেমিকেল ঢালাতে
চোরদের হাত পাকে
সার্কাস ও মেলাতে।

চুল পাকে ধীরে ধীরে
দিন মাস বছরে
বুদ্ধিটা পাকে দেখি
আজ কাল জঠরে।

বোকা পাকে ধোঁকা খেয়ে
কলাটা মেডিসিনে
ছেলে মেয়ে মোবাইলে
পেকে যায় দু’দিনে!

পাকাপাকি ভালো যদি
সাধারণ ভাবে হয়
অসময়ে পেকে গেলে
ফলাফল ভালো নয়।
#aalmamur

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে