নীলপরী (পর্ব ০১)

0
2785

নীলপরী (পর্ব ০১)
#শান্তনা_ইসলাম
·
·
·
:::এই শোনো আমার থেকে দুহাত দুরে দুরে থাকবে বুঝলে??

::: মানে????

::: মানে এই যে মেপে দিলাম দুহাত,,,টিক এই দুহাত দুরে দুরে থাকবে,, একদম আমার কাছে আসার চেস্টা করবেনা,,

:: ঐ মেজাজ খারাপ করা কথা বলবেন না,

:: দেখো বাবু,, আজ আমি খুব ভদ্র ছেলে,,আমার কতো মান সম্মান আছে তুমি জানো??আমার থেকে দুরে থাকবে কেমন,,

:::এসব বলার মানে কি??দুরে দুরে কেন থাকতে যাবো???জি এফ বি এফ রা কোথাও ঘুরতে গেলে কি দুরে দুরে থাকে??দেখুনতো সবাই জোড়াই জোরাই বসে কতো সুন্দর গল্প করছে,,

::করুক আমিতো আর ওসব ছেলেদের মতো অভদ্র না,,,

:: তা এতো ভদ্র কবে থেকে হলেন??আগে তো এই রুপ দেখিনি

:: দেখো এতো কিছু জানিনা,,আমি আজ ভদ।র,,ঘুরতে আসছি দুজনে,,সো দুজনে ঘুরে ঘুরে সবার প্রেম করা দেখবো,,তবে দুজনার মাঝে দুহাত দুরত্ব বজায় থাকবে,,আমি তোমার লক্ষি ভালো ভদ্র প্রেমিক বুঝলে,,,কতো সুন্দর হ্্যান্ডসামএকটা ছেলে আমি দেখেতো,,,,আয়নায় যখন নিজেকে দেখি নিজেরি লজ্জা করে,,,আর ভাবি কতো কিউট বাচ্চা একটা ছেলে আমি,,
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/


:: ওমা গো এ দেখছি নিজের প্রশংসা নিজেই করে ফাটিয়ে দিচ্ছে,,,২৭ বছরের ছেলে বাচ্চা,,,ধেরে ইদুর একটা,

::তুমি আমায় ইদুর বলছো,, তাও আবার ধেরে ইদুর??আমার বয়স কি আমার চেহারা দেখে বোঝা যায় নাকি?? আমার দাদি বলে আমি বাচ্চাদের মতো দেখতে,,আর তুমি আমায় ধেরে ইদুর বললে???ইদুর বলাতে যতোটা কস্ট পাইছি, ধেরে বলাতে হাজার গুন বেশি কস্ট পেলাম,,আমার এখন মাটিয়ে শুয়ে নাগিনের মতো চিল্লিয়ে কান্না করতে ইচ্ছা করছে,,,,,আল্লাহগো আমার জি এফ আমায় ধেরে বলছে গো,,আমি স্কুলের হেডমাস্টার আর আমার এই সম্মান দিচ্ছে আমার জি এফ,,এর বিচার তুমি করো আল্লাহ,,এর বিচার তুমি করো,,,

::: নীল তোমার ড্রামা করা থামাবে???

::ঃ কি আমি ড্রামা করছি,,,এটা তুমি বলতে পারলে??তোমার বুকে এটা বলতে একবারো বাধলো না??

:::ধুর বাল,,,,থাক তুই এখানে,তোর সাথে ঘুরতে আসায় আমার ভুল হয়ছে,,৷ আমি চলে গেলাম,,৷ বলতেই

নীল পরির হাতটা চেপে ধরে বললো,,

নীলঃঃআরে আরে বাবু যাও কয়,,,রাগ করেনা,,আমিতো মজা করছিলাম,,,

পরী ঃঃহাত ছাড়ো, আমি থাকবোনা চলে যাবো,,,দুহাত দুরে থাকতে বলছিস,হাজার হাত দুরে যাচ্ছি

নীলঃঃ এতো অভিমান করে না বাঘিনি আমার,,

পরীঃঃআমি বাঘীনি??.গেলাম আমি

নীলঃঃনা না সরি ভুলে বলে ফেলছি,,জান তুমিতো আমার সোনা,,,আমার টিয়া,,আমার ময়না পাখি,,আমার চড়ুই পাখির ডিম,,আমার হতুম পেচা,,

পরীঃ(চুপ)

নীল ;;কথা বলছো না কেন জান,,,

ঃঃ(চুপ)

নীল;;এই কান ধরছি আমার ভুল হয়ছে,, আর দুহাত দুরের কথা বলবোনা,,তোমারে তো আমি আমার কলিজার ভিতরে ঢুকিয়ে রাখবো,,,

ঃঃ(চুপ)

নীলঃঃএখনো রাগ করে থাকবে??কথা বলবে না তো??আচ্ছা আগে চলো এ বেন্চিটাতে বসি,, তারপর গাল ফুলিয়ে থেকো কেমন,,,

পরীঃ(চুপ),

নীল ঃবুঝেছি এভাবে কাজ হবেনা
,,,বলেই নীল পরীকে সবার সামনে কোলে তুলে নিয়ে বেন্চির ওপর বসালো,, পরী তবুও চুপ করেই বসে থাকল,,

নীল ঃ বাদাম খাবে জান,,

পরীঃ কিস খাবো,,কিস দাও??

নীল ঃকি???
·
·
·
চলবে………………..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে