নিশ্চুপ ছেলে শেষ পার্ট

0
4232

নিশ্চুপ_ছেলে
#শেষ_পার্ট
Written by Avantika Anha
বাস থেকে আমাদের বাড়িতে পৌছালাম । এই আশায় যে ওর রিয়েল লাইফে ওকে আনবো টেনে । কিন্তু আমি তো আমার পায়েই কুড়াল মারলাম । আমার আম্মু আব্বু এমন আদর করছে ওকে মনে হয় বাড়ির জামাই । যদিও হবে কিন্তু মেয়েকে কি ভুলে যাবে নাকি ।
আম্মু : নীল বাবা অনেক বড় হয়ে গেছিস তো
নীল : জ্বী ( আজকাল একটু ভালো হইছে )
আম্মু : নে ফ্রেশ হয়ে নে
আমি : আম্মু আমিও আছি কিন্তু
আম্মু : দ্বারা দ্বারা তুই তো আছিস ই । ও তো আসছে ।
আমি : আর আসুম না আমি আম্মু আম্মু রইলো না
.
আম্মু আর নীল হেসে উঠলো ।
.
সাথে আমিও ।৤
.
বিকেলে
আমি : চল তো
নীল : কই যাবো
আমি : আমার বান্ধবীদের কাছে
নীল : আমি কি করবো ওখানে
আমি : মুড়ি খাবি চল তো
নীল : ওকে
.
বান্ধবীদের সাথে হালিরা আরো শয়তান । জানে আমি নীল কে ভালোবাসি কিন্তু নীল জানে না । তাই মজা নিচ্ছে ।
.
আমিও মজা করছি
.
৪ দিন পর
আজকাল নীল নিজে থেকেই আমার সাথে কথা বলে কিন্তু সমস্যা একটাই । ও ওর সব কথা ভার্চুয়ালে শেয়ার করে । ও যে আমাকে ভালোবাসে ওটাও আমি জানি ও ই বলেছে আমার ফেক আইডি টাতে । এসব যদি ও জানে আমার উপর রাগ করবে এই ভয়েই দিন কাটাই ।
.
বিকেলে
আমি : আম্মু নীল কই আর আমার ফোন কই
আম্মু : তোর ফোন মনে হয় নিছিল ওর আব্বু কে ফোন দিবে বলে ।
আমি : কিইইইইই৤
আম্মু : কেন কি হয়েছে
আমি : আমি শেষ ও কোনদিক
আম্মু : মনে হয় বাগানের ওদিক
.
( নীল যদি জানে ফেসবুকের তানহা আর আমি একজন ও যে কি করবে আমাকে এই ভেবে দৌড় দিলাম )
.
নীল কথা না বলে ফোন টিপে কেন
.
..আম্মু ও দেখলে কি হবে এই ভেবে চিৎকার দিলাম নীলললললললললললল
নীল : চুপ একদম চুপ
আমি : আল্লাহ গো ও কি জানছে নাকি
নীল : রেগে
আমি : কি হইছে
নীল : বাহ ছেলেদের সাথে এতো পিক কেন
আমি : কোন পিক
নীল : এইটা
আমি : ( বাঁচলাম এক ফ্রেন্ড এর সাথে তুলা পিক দেখছে )
আমার এক ফ্রেন্ড
নীল : তাই বলে এতো কাছে পিক তুলবা
আমি : হিহি কিউট আসছে তাই না
নীল : কিইইইই ( রেগে আমাকে থাপ্পর দিল )
আমি : কান্না করে ফেললাম
নীল : কান্না দেখে কিছু বলল না
সরি বলল শুধুই
আমি : ওটা ফ্রেন্ড ছিল এরা স্কুল জীবনের বন্ধু শুধুই ধন্যবাদ দোষের জন্য
নীল : কি করবো তোমাকে অন্যের‌ সাথে দেখলে রাগ হয়
আমি : হিহি
নীল : চুপ
আমি : ওকে দূররররর আমি তো কাঁদতেছিলাম ভুলেই গেছিলাম আর কান্না আসে না কি করবো
নীল : হাহা পাগলি
আমি : এমা গো এ আমি কি দেখলাম
নীল : কি
আমি : তুই হাসতে পারিস
নীল : হুম পারি
আমি : হিহি
নীল : এতো হাসো কেন
আমি : হাসুরি যে আমি তাই
নীল : দূররররর
.
.

পরেরদিন শুনলাম ফুপা সামান্য অসুস্থ । এতোদিন পরে আব্বু কে কাছে পেয়ে নীল হারাতে চায় না । তাই ও চলে গেল । ফুপা অসুস্থ শুনে আমি আর আমার আব্বুও গেলাম ওর সাথে ।
.
আমি : কি ফুপা আমি গেলাম আর অসুস্থ হয়ে গেলা
ফুপা : হ্যা রে মা তাই তো আর তোকে যেতে দিতে চাই না
নীল আর আমি একসাথে : মানে
ফুপা : ভাই ভাবতেছি নীলের সাথে আনহার বিয়ে টা দিয়ে দিলে ভালো হয় । আমিও বা আর কয়দিন বাঁচবো ছেলেটাকে কখনো ভালোবাসা দিতে পারি নি ।
আব্বু : তোমার যা মনে হয় দুলাভাই
আমি তো খুশিতে : এমা আমার বিয়ে
নীল তো স্টাচু
কিন্তু ফুপার মুখের উপর কিছু বলল না
রাতে
আমি : কি গো রাগ করে বসে আছ নাকি
নীল : আনহা তোমার কি জ্বর এসেছে এসব কি বলছো
আমি : বিয়ের আগেই প্রাকটিস হিহি
নীল : এ কেমন মেয়ে
আমি : হিহি ( হারামি মনে মনে যে কত হ্যাপি কস না কেন ) আস্তে বললাম
.
কিছু মাস পর বিয়েটা হলো । আজকাল মাইন থুক্কু আপন দুররর নীল এতো নাম রে বাবা কনফিউজ খায়ে যাই ।
.
বিয়ের রাতে
নীল আসলো
আমি : ওগো তুমি এসেছো
নীল : এসব কি আনহা
আমি : কি
নীল : ফেসবুকের তানহা তুমিইইই ?
আমি : না মানে
নীল : কত বিশ্বাস করতাম আমি তোমাকে
আমি : আমাকে ক্ষমা করো আমি শুধু তোমাকে ভার্চুয়াল থেকে বের করতে চেয়েছিলাম
নীল : রেগে তোমার মতো মিথ্যে বাদীর সাথে কথা বলতে চাই না
আমি : নীল সরি গো প্লিজ
নীল : বেহায়া নাকি তুমি
আমি : সরি
নীল : যাস্ট গেট লস্ট মজা নেও তাই না
আমি : আমি শুধু তোমাকে ভালোবাসি সেই ছোট থেকেই
নীল : ড্রামা
আমি : ওহ ওকে
নীল : ন্যাকামি চোখের পানি
আমি : সরি
.
নীল রেগে চলে গেল ।
.
বাইরে………..
নীল নিশ্চুপ দাড়িয়ে
শ্বশুর আব্বু : বাবা
নীল : আরে আব্বু তুমি
শ্বশুর : আনহা মেয়েটা ভালো রে
নীল : ও মিথ্যে আইডি খুলে চ্যাট করছে আমার সাথে বিশ্বাস ভাঙ্গছে আমার
শ্বশুর : শুধুই তোকে ভালো করতে একবার ভেবে দেখ ওকে কষ্ট দিস না
.
নীল ভাবলো ঠিক ই তো
.
রুমে
নীল : সরি
আমি : কাঁদছি
নীল : সরি বাবু ( জড়িয়ে ধরে )
আমি : ( ছাড়িয়ে নিয়ে )
নীল : জানোই তো আমি কেমন একটু রেগে গেছি
আমি : ভালোবাসি তোমাকে‌ তাই এমন করছি
নীল : আমিও‌ রে অনেক ছেড়ে যাস না আমাকে
আমি : যাবো না
.
………..শেষ………
#কাল্পনিক_গল্প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে