নতুনের পথে

0
860

নতুনের পথে…
লেখাঃসানজিদা

আজ অনেক দিন পর হয়তো
আমি আলোর দেখা পেলাম,

আজ অনেক দিন পর হয়তো
আমার চারপাশ এতো আলোকিতো।

আজ অনেক দিন পর হয়তো
আমি আবার আগের মতো হাসছি।
তবে কেন?
এতোদিন এই হাসি কই ছিলো?
কেনো সব এতো নিশ্চুপ ছিলো?

উত্তর তো অজানা নয়,
চিরচেনা সেই উত্তর,
অন্ধকার এর আড়ালে সব লুকিয়ে ছিলো।

তবে আজ কি হলো?

আমি কি পথ খুজে পেলাম?
আজ থেকেই কি শুরু?
নতুনের পথে চলা?

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে