তুমি সেই জন

0
1312

তুমি সেই জন
আশা

তুমি সেই জন
যার জন্য ভাবনার জগতে করি বিচরন।
তুমি সেই জন
যার জন্য ভালোবাসা যত্নে করি লালন।
তুমি সেই জন
যার জন্য ইন্দ্রজাল করি বুনন।
তুমি সেই জন
যার আমার দুরন্তপনা গুলো হবে ভালো লাগার কারণ।
তুমি সেই জন
যার জন্য জমানো কত শত শত আশা।
তুমি সেই জন
যার চোখে তাকালে খুঁজে পাবো ভরসা।
তুমি সেই জন
যার কাছে হবে আমার যত অদ্ভুত আবদার।
তুমি সেই জন
যার জন্য ভালোবাসা করবো উজাড়।
তুমি সেই জন
যার জন্য গড়েছি কল্পিত মহল।
তুমি সেই জন
যার জন্য আমার স্বপ্নগুলো হবে সফল।
তুমি সেই জন
যার জন্য আমার অনিচ্ছুক অপেক্ষা।
তুমি সেই জন
যার জন্য আমার এই অগোছালো কবিতা।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে