তুমি এলে তাই

0
1730

তুমি এলে তাই
___আশা

শূণ্য প্রান্তরে হাঁটছি আমি একাকী,
রোদেলা দুপুর কিংবা বর্ষণমুখর সন্ধ্যায়।
একাকী আমি হাঁটছি গন্তব্যহীন পথিকের মতো!
হঠাৎ ডান হাতে অনুভব করি কারো স্পর্শ।
চমকে আমি চোখ তুলে তাকাই!
দেখতে পাই দুটি চোখ অধীর আগ্রহে চেয়ে আছে আমার পানে।
আনমনে আমি বলে ফেলি-
তুমিই কি আমার সেই অপেক্ষা?
যার পথ চেয়ে চেয়ে আমার একাকী পথচলা?
সে তার ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে-
অপেক্ষা কি না জানি না।
তবে কারো অপেক্ষার প্রহর কাটানোর মানুষটি হতে চাই।
হতে চাই তার একাকী পথচলার সঙ্গী।
অতঃপর শুরু হল হাতে হাত রেখে আমাদের পথচলা।
শূন্যতা পেল পরিপূর্ণতা।
তুমি এলে তাই।

তারিখঃ০১-০১-২০২০ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে