তুমি আসবে বলে

0
1065

তুমি আসবে বলে
___আশা

তুমি আসবে বলে
নীল রঙের শাড়িটা পরেছি।
কারণ তুমি বলেছিলে-
নীল রঙ তোমার পছন্দের।
.
তুমি আসবে বলে
বহুদিন পর শুভ্র পায়ে আলতা পরেছি।
কারণ তুমি বলেছিলে-
আলতা রাঙা পা তোমার খুব পছন্দের।
.
তুমি আসবে বলে
খোলা চুলে খোঁপা বেঁধেছি।
কারণ তুমি বলেছিলে-
তুমি এসে খোঁপায় বেলী ফুল গেঁথে দিবে।
.
তুমি আসবে বলে
কাঁপা কাঁপা হাতে চোখে কাজল পরেছি।
কারণ তুমি বলেছিলে-
আমার লেপ্টে যাওয়া কাজল তুমি মুছে দিবে।
.
তুমি আসবে বলে
মাথায় ঘোমটা দিয়েছি।
কারণ তুমি বলেছিলে-
ঘোমটা তুলে তুমি আমার লাজুক মুখখানি দেখবে।
.
তুমি আসবে বলে
সারাটা বেলা তোমায় ভেবে যায়।
তুমি আসবে বলে
আমি অপেক্ষায়।

তারিখঃ ১২-১০-১৯ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে