তুই যে শুধুই আমার [❤you are only mine❤]Part_1
#Writer_Tanzin_Islam_Ishika
।
“তুই এখনই আমায় সবার সামনে জরিয়ে ধরে কিস করে বলবি,, তুমি শুধু আমায় ভালবাসিস,, আর আমায় বাদে কাউকে বিয়ে করবি না,,”
এতক্ষণ আরুশ ভাইয়া থেকে নিজেকে ছুটাতে ব্যস্ত হলেও এই কথা শুনার পর আমি স্তব্ধ হয়ে যাই,, কি বলছে কি ভাইয়া এইসব,, কিছুক্ষণ চুপ থেকে বলি,,,
।
সায়রাঃ তুমি পাগল হয়ে গেছ আরুশ ভাইয়া,, কি যা তা বলছো,,, এক সপ্তাহ পর আমার বিয়ে,, আর তুমি বলছো এখন আমি বাড়ির সবাইকে গিয়ে বলবো আমি তোমায় ভালবাসি,, এইটা কোন দিনও সম্ভব না,,,
।
আরুশঃ সম্ভব কিনা তা আমি তোকে বুঝতে বলি নি,, আর কি সম্ভব না শুনি,,
।
সায়রাঃ তোমার আমার বিয়ে,, আমি এখন অন্য একজনের বউ হতে চলেছি,, এই দেখে তার প্রমান,, বা হাতের অনামিকা আঙুলের আংটি সামনে তুলে ধরে,,
আরুশ তা দেখে একটানে আংটি খুলে ছুড়ে মারে,, আর আমার বাহু দুটো চেপে ধরে বলে,,,
।
আরুশঃ নে তোর প্রমান আমি মুছে দিলাম,, এখন তহ কোন প্রমান নেই যে তুই অন্য কাউরো,, এখন চল সবার সামনে আমায় কিস করে বলবি তুই আমায় ভালবাসিস,,
।
সায়রাঃ আমি পারবো না,,
।
আরুশ এইবার সায়রার চুলের মুঠি শক্ত করে ধরে নিজের আরো কাছে নিয়ে আসে,,
সায়রা ব্যথায় “আহহহ” করে কুকড়িয়ে উঠে,,আরুশ চিৎকার রেগে চিৎকার করে বলতে লাগে
।
আরুশঃ ভেবেছিলাম তুই সব কিছু মেনে নিবি নিজের অপরাধ স্বিকার করবি,, নতুন করে সব শুরু করবো পুরনো সব ভুলে,,
কিন্তু না তুই তো রুহানকে বিয়ে করার জন্য অস্তির হয়ে পড়েছিস ।
আমি তোকে কখনো অন্য কারো হতে দিবোনা বুঝেছিস তুই শুধু আমার থাকবি তোর সাথে যা করার সব আমি করবো তোকে কষ্ট দিবো তোকে শাস্তি দিবো তোকে ভালো,,
আর কিছু বলতে পারলো না,, চুপ হয়ে যায়,, কেন না,, এরপরেরটা সে বলতে পারবে না,,
।
সায়রাঃ আরুশ ভাইয়া প্লিজ,, এমন করো না,, দোহাই লাগে তোমায়,, বাসায় এখন অনেক মেহমান,, কাল পরশু এর মধ্যে সবাই চলে আসবে,, চারদিকে সবাই নানান কথা বলবে,, আব্বু আম্মুকে কটু কথা শুনাবে,, প্লিজ ভাইয়া একটু বুঝার চেষ্টা করো,,
।
আরুশঃ তা তোর আগে ভাবা উচিত ছিল,, আমার সাথে ওমন না করলে আজ পরিস্থিতি অন্য রকম হতো,, তুই আজ আমার হতি,, আমার নামে নিজেকে রাঙ্গাতি তুই,, কিন্তু যাই হোক সেভাবে না হক,, এইভাবেই তোকে আমার হতে হবে,, আর কি বলছিস খালা আর খালুকে নিচু হতে হবে,, তাহলে তুই কান খুলে শুনে রাখ,, যদি তুই এখন সবার সামনে আমায় ভালবাসার কথা না বলস তাহলে বিয়ের দিন সকলের সামনে তোর আর আমার একাকান্তিত্ব ছবি গুলো আরেকটু এডিট করে সকলের সামনে প্রদর্শন করব,, সেটা নিশ্চয়ই ভালো হবে,, এখন তুই নিজেই ভাব,, বিয়ের দিন তামাশা করে নিজের মা বাবা এর সম্মান মাটিতে মিশায়ে আমার হবি নাকি কিছু মানুষের কথা শুনে আমার হবি,, দুইভাবেই তোকে আমারই হতে হবে,,, So you have no choice left expect being my,,,
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি মাসে জিতে নিন নগদ টাকা এবং বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
গল্পপোকার এবারের আয়োজন
ধারাবাহিক গল্প প্রতিযোগিতা
◆লেখক ৬ জন পাবে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা
◆পাঠক ২ জন পাবে ৫০০ টাকা করে ১০০০ টাকা।
আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/groups/golpopoka/?ref=share
সায়রাঃ আমি পারবো না তোমার হতে,,পারব না তোমায় বিয়ে করতে,,কেন করছো এমন,,
।
আরুশঃ কেন রে,, কেন তুই আমায় বিয়ে করতে পারবি না,, আমার টাকা কম বলে,, তাহলে শুনে রাখ তোর জামাই এর চেয়ে বেশি টাকা এখন আমার,, তুই চিন্তাও করতে পারবি না,, এই ১ বছরে ঠিক কতটা টাকা উপার্যন করেছি আমি,, আজ আমি সবার উপরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক,, এখন আমার কাছে গাড়ি বাড়ি সব আছে,,তহ টাকা এর টেনশন ছেড়ে দে,,আর রইলো এমন কেন করছি তা তুই ভালো করেই জানিস আমি এমন কেন করছি,, এখন চুপচাপ বাইরে চল,, আমি যা যা বলেছি ঠিক সেটাই করবি,, বাকিটা আমি দেখে নিব,,
।
সায়রাঃ পারবো না আমি,, আমার দ্বারা এইসব হবে না,,,
।
আরুশঃ পারতে তহ তোকে হবে,, আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোর বাবা মার সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিব,, এমন হাল করবো যে তারা আর কোন দিন মাথা উচু করে চলতে পারবে না,, তাদের মুখে চুন কালি মাখানো হবে,,রাস্তায় এনে দিব তাদের,, তুই ভালো করেই জানিস আমার জিদ সম্পর্কে,, আমি যা বলি তাই করে দেখাই,, আর আমি যতটুকু জানি খালু এর হার্টের প্রবলেম আসে,, আর খালার এর বিপির,, বুঝতেই পারছিস কি হতে পারে,, এইসব হওয়ার পর হয়ত তাদের লাইন এমনেই কেটে যেতে পারে,, বল তুই কি চাস এইসব হোক,,
।
সায়রাঃ প্লিজ না,, তুমি এমন কিছু করবে না,, তোমার পায়ে পরি,, এমন করো না,,,
।
আরুশঃ তাহলে চুপচাপ রাজি হয়ে যা,,
।
আমি চুপ হয়ে আছি,, কি করবো বুঝতে পারছি না,, এক দিকে বাবা মার সম্মান,, আরেকদিকে,, থাক তা নাই বললাম,, আমাকে চুপ থাকতে দেখে আরুশ ভাইয়া বলে উঠে,,
।
আরুশঃ যা তোর জন্য আরেকটু সহজ করে দিচ্ছি,, আফটার অল তুই আমার ভালবাসা বলে কথা,, সবার সামনে আমাকে কিস না করলেও চলবে,, শুধু জরিয়ে ধরে বললেই বলে তুই আমায় ভালবাসিস আর আমায় বিয়ে করবি,, কি বল বলবি তহ নাকি,,
।
সায়রাঃ তুমি যা বলবে আমি তা করতে রাজি,,
।
আরুশঃ গুড,, তাহলে চল,, শুভ কাজে দেড়ি করতে নেই,,
।
এই বলে আরুশ ভাই আমায় টেনে বাইরে নিয়ে আসে,, যেখানে সবাই বসে গল্প করছিল,, সেখানে আমার মা, বাবা, আরুশ ভাইয়ের মা,বাবা, আমার দাদা, দাদু ,ফুফু, ফুফা,, চাচা, চাচী, মামা, মামী সকলেই উপস্থিত,, আরুশ ভাই টেনে আমায় সবার সামনে আনে,, সবার দৃষ্টি এখন আমাদের দুইজনের দিকে,,
আরুশ ভাই আমায় ইশারা করছে,, যে তাকে জরিয়ে ধরতে,, আমি বাধ্য হয়ে তাকে জরিয়ে ধরে জরে জরে বলি,,,
।
সায়রাঃ ভালবাসি তোমায় আরুশ,, ভালবাসি,, আমি শুধু তোমায় বিয়ে করতে চাই আর কাউকে না,,
।
সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে,, তখনই আমার মা এসে আমায় আলাদা করে বলে,,
।
রাহেলা বেগমঃ কি হচ্ছে এইসব সায়রা,, তুই আরুশকে জরিয়ে এইসব কি বলছিস,,
।
সায়রাঃ আমি সত্যি বলছি মা,, আমি আরুশকে ভালবাসি,, আর আরুশ ও আমায় ভালবাসে,,আর আমরা দুইজন একে ওপরকে বিয়ে করতে চাই,,,
।
ঠাস,,ঠাস,,ঠাস,,
।
।
।
চলবে,
(ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন,, গল্পটা ভালো না লাগলে বইলেন,, এইখানেই স্টোপ করে দিব???)