চিরকুট

0
776

চিরকুট
আশা

প্রিয় শুনছো?
হ্যাঁ তোমাকেই বলছি।
আচ্ছা তোমার কি মনে আছে?
আমাকে দেয়া তোমার সেই এলোমেলো চিঠিটার কথা?
আমার কিন্তুু খুব করে মনে আছে।
থাকবে নাইবা কেন বল?
অতি যত্নে যে রেখেছি চিরকুটটা।
অভিমানী আমি অভিমান করে প্রত্যাখ্যান করেছিলাম তোমার ভালোবাসা।
চিঠিটা তো ছিল কষ্টে ভরা।
কি? ভাবছো?
ভাষাগুলো কষ্টের ছিল?
উহু! ভাষাগুলো কষ্টের ছিল না।
ছিল আমায় নিয়ে,
তোমার মনের কুটিরে জমানো না বলা শত শত কথা।
কিন্তুু জানো?
আমি না ঠিকই বুঝতে পেরেছিলাম।
চিঠির ঐ সুন্দর কথা গুলোর আড়ালে তোমার মনে লালন করা কষ্টগুলো।
আর তোমার ভালোবাসা প্রত্যাখ্যানের তীব্র ব্যাথা।
হয়তো তাই করেছিলাম গ্রহণ,
তোমার পবিত্র ভালোবাসা।
ভেবেছি তোমায় নিয়ে সারাবেলা,
দিয়েছি তোমার মনের ডাকের সাড়া।
আজ তোমায় ভেবে ভেবে মন হয় উতলা।
আচ্ছা বলো তো?
চিঠিটায় কি কোনো জাদু করেছিলে?
আমি তো তোমাতে বিমুখ ছিলাম!
সেই আমিই আবার তুমি নামক অসুখে আক্রান্ত হলাম!
পেয়ে তোমার সেই ভালোবাসার চিরকুট।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে