কি সুন্দর দৌড়

0
790

ওই নেহা শোন না…….
– কি বলবি? তারাতারি বল
– নে ধর ( গোলাপ দিয়ে দিলাম দৌড়)
– মৃনালললললল ……………?
আমি দিলাম দৌড়। এক দৌড়ে কলেজ
গেট পার হয়ে এসেছি।
এতক্ষন দাড়িয়ে থাকলে হয়তো
এ পাটির দাঁত ওই পাটিতে যেতো।
কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। যে
ই প্রপোজ করতে গেছে তার গালে একটু আদর করে দিসে ব্যাস। আর জিবনেও
তাকায় নাই তার দিকে ।
আমিতো ভীরু একটা। নিশ্চয় আমার উপর দিয়ে এতক্ষন ঝড় যাইতো।
প্রাণে বেচে গেছি। সবচেয়ে বড় কথা নেহা অবাক হয়েছে বেশি। আমার মত একটা ভিতু এই কাজ করতে পারবে জানা ছিলো না। জাক বাবা বেচে থাকলে কত প্রোপোজ করা জাবে।
– আন্টি মৃনাল কই?
– কেনো মা? ও তো তার রুমে।
– ওহ! কলেজে জায় না কেন? তাই খোজ নিতে এলাম।
– ওহ। আমিও ভাবতেছি ছেলেটার কি হলো কলেজে জায় না কেনো। তুমি
এসে ভালোই করেছো।
– কে??
– দরজা খোল…..
– নেহা?? তুই? তাও বাড়িতে?
এমনিতে আসতে চাস না। আজ
কেন আসলি??
-তুমি কলেজ জাও নি কেনো??
-……………??
– হা করে আছো কেনো? মুখ বন্ধ করো।
– দাড়া দাড়া হঠাত তুমি করে বলা??
ব্যাপার টা কি? সামথিং সামথিং নাকি??
– যাও!! জানিনা
– কই যাও তুমি…….?
– এই একদম দুস্টামি করবে না।
– নাহ আজ কেউ দেখবে না একটু দুস্টুমি করি।
– এহহ!! এক পা এগুলে খবর আছে।
– আজ কোন ভয় নেই .. আজ একা আমরা।
– এই মৃনাল প্লিজ এমন করিস না। এগুলা ভালো না। তোকে ভালবাসতে রাজি তবুও এমন করিস না প্লিজ।
– আজ তো কোনো বাধা মানছি না।
– তুই এতো নীচ। আগে জানতাম না।
– জানলে কি করতি (নেহা দেয়ালে মিশে গেছে)
– জানলে তোর…….?
– কিছু বলতে পারে নি। তার আগে কপালে চুমু খেয়ে ফেলেছি।
-……..??
– ধ্যাত পাগলি! কাঁদছিস কেনো??
– সরি!
– কিসের সরি??
– তোকে ভুল বোঝার জন্য।
– দুর বাদ দে তো।
– না, আগে বল এমনি করে ভালোবাসবি সব সময়?
– আচ্ছা বাবা ঠিক আছে, তবে একটা শর্ত আছে??
– কি শর্ত? ওই একদম দুস্টুমির চেস্টা করবি না
– হুম তবে আমরা তুই করে বলব??
– যাহহ! এটা কেমন শোনায়?
– যেমন হোক। তবে আমি ভিন্নতা চাই।
– আচ্ছা।
– ধ্যাত! এখনো কাঁদছিস কেনো??
– না মানে……
– না মানে কি??
– পেছনে দেখ…..
– মা তুমিইইইইইইইইই…?
– থাক মা। আর কেদোনা আমার ছেলেটাকে এবার ঠিক করো। তোমাকে দায়িত্ব দিলাম।
– হাবলু একটা কাজ টাও ঠিক মত করতে পারে না।
– মানে??
– দরজা আটকাও নি। মা সব দেখে ফেলেছে।
– কি বলছো? সব…?
– হুম সব। কি বলে গেলো শুনলে না??
– এই দাড়াও নেহা।
– কেনো?
-…. আমি দিলাম দৌড়। এতক্ষন কিচ্ছু বলে নি কিন্তু এখন যে কি করবে কে জানে। তাই পালানোই ঠিক…..!!
,
>> সমাপ্ত << ??পাগল জাহিদ??

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে