কবিতার নাম: মুক্তি চাই

0
710

কবিতার নাম: মুক্তি চাই
লেখা: সামিহা হোসেন শৈলী

একটা দিনের জন্য হলেও আমি মুক্তি চাই,
আমি বাঁচতে চাই।
মুক্তি চাই এই বন্দিত্ব থেকে,
মুক্তি চাই এই বিবর্ণ ডায়েরির পাতা থেকে,
মুক্তি চাই প্রতিটি নরপশুর খুবলে খাওয়া দৃষ্টি থেকে,
মুক্তি চাই বিশাল অট্টালিকার খাঁচা থেকে,
মুক্তি চাই অন্ধকার থেকে,
মুক্তি চাই যন্ত্রমানবীর জীবন থেকে,
মুক্তি চাই বদ্ধ দেয়ালের হাহাকার থেকে,
মুক্তি চাই জীবন্মৃতাবস্থা থেকে,
মুক্তি চাই অন্তর্দহন থেকে,
মুক্তি চাই মৃত্যুর পুনরাবৃত্তি থেকে,
মুক্তি চাই গোলকধাঁধাঁর চক্র থেকে,
মুক্তি চাই দুর্বিষহ স্মৃতির হাত থেকে,
মুক্তি চাই আর্তের আর্তনাদ থেকে,
মুক্তি চাই প্রতিশোধের আগুন থেকে,
মুক্তি চাই ধ্বংসলীলা থেকে,
মুক্তি চাই আমি,
আমি মুক্তি চাই জীবন নামক নাট্যমঞ্চ থেকে,
যে মঞ্চে আর হবে না কোনো নাটক,
হাওয়া মিলিয়ে যাবে সম্পূর্ণ দৃশ্যপট।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে