কবিতার নাম: না!!!

0
658

কবিতার নাম: না!!!
লেখা: সামিহা হোসেন শৈলী

না!!!
না! না!! না!!!
আর না!!!
তুমি দেখবে না,
তুমি গান গাইবে না,
তুমি গান শুনবে না,
তুমি বাদ্য বাজাবে না,
একতারাতে হাত দেবে না,
তুমি সুর তুলবে না,
তানপুরা আর ধরবে না,
তুমি আবৃত্তি করবে না,
কবিতার বই কিনবে না,
তুমি কবিতা শুনবে না,
তুমি ছন্দে মাতম হবে না,
তুমি তাল ধরবে না,
তুমি লয় গুণবে না,
তুমি স্বাদ নেবে না,
তুমি বাঁধ ভাঙবে না,
তুমি স্পর্শ করবে না,
তুমি রঙ ধরবে না,
তুমি ছবি আঁকবে না,
তুমি ক্যানভাসে দৃষ্টি নিবদ্ধ করবে না,
তুমি তুলি হাতে নেবে না,
তুমি কল্পনা করবে না,
তুমি ভাবনা ভাববে না,
তুমি গল্প লিখবে না,
তুমি ছন্দ মিলাবে না,
তুমি কবিতা লিখবে না,
তুমি স্বপ্ন দেখবে না,
তুমি ঘুমাতে পারবে না,
তুমি হাহাকার শুনবে না,
তুমি চিৎকার করবে না,
তুমি মৃত্যু দেখবে না,
তুমি প্রতিবাদ করবে না,
তুমি কথা বলবে না,
তুমি চাঁদ দেখবে না,
তুমি তাঁরা গুণবে না,
তুমি প্রভাতে জাগবে না,
অরুণকিরণ দেখবে না,
তুমি নিঃশ্বাস নেবে না,
তবে তুমি জন্ম নেবে কেন?

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে