কবিতার নাম: কল্পনার সুখপাখি

0
1000

কবিতার নাম: কল্পনার সুখপাখি
লেখা: সামিহা হোসেন শৈলী

কেমন শান্ত, নিবিড় আর নিরবচ্ছিন্ন।
সুনসান একরাশ নিরবতা জেঁকে বসে মনের কোণে।
বাহিরে বাহিরে যতই নিরবতা বিরাজ করুক না কেন,
ভেতরে ভেতরে জাগে তোলপাড়,
অদ্ভুত ভালোলাগার আবেশে অশান্ত মনের তুফান।
ওঠে প্রলয়, ঝড়-তুফান, বিদ্যুতের ঝলকে আলোকিত হয়,
দূর হয় মনের নীরব আঁধার,
জাগে উত্তেজনা,
উল্লাসিত হয় দেহমনপ্রাণ।
আবার কখনো জাগে বিষণ্নতা,
মন খারাপের হাতছানি,
প্রিয়তম’র প্রেয়সীর এক হওয়ার প্রতীক্ষা।
অবশেষে দেখা হলো তাদের,
চোখেচোখে হলো নীরব কথোপকথন,
অবসান হলো অপেক্ষার,
সুখপাখিটা যে ধরা দিলো কল্পনার।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে