#গল্পপোকা_প্রতিযোগিতা_এপ্রিল_২০২০
কবিতার নাম: ওদের বৈশাখ
লেখা: সামিহা হোসেন শৈলী
…
ওদের বৈশাখটা না
আমাদের মতো রঙিন হয় না,
হয় না আলোকিত,
থাকে না আনন্দের ঘনঘটা,
উৎসবের আলোকচ্ছটা,
নির্জিব বর্ণহীন আর পাঁচটা
সাধারণের দিনের মতোই
অতিক্রান্ত হয় নববর্ষের
প্রথম দিনটা।
ওদের জীবনে,
ওদের বেড়ে ওঠায়,
ওদের বড় হওয়ায়
রঙ নেই,
তাই বলে কি
ওদের মনেও নেই কোনো রঙের ছোঁয়া?
আছে,
ওদেরও আছে হাজারো স্বপ্ন,
রঙিন স্বপ্ন,
আছে একটা বর্ণীল গল্প,
ওদের খুশিগুলো,
আনন্দগুলো হয়তো
আমাদের মতো উচ্চ মূল্যখচিত হয় না,
কিন্তু হয় নিরেট, খাঁটি, অকৃত্রিম।
একটা রঙিন ঘুড়ি,
কি রঙিন সস্তা জামা,
নতুন হলেই হয়,
দামটা গুরুত্বপূর্ণ নয়।
পাঁচ পদে নয়
তিন পদে সজ্জিত
একটা ভাতের থালা,
হয় ওদের মুখে ক্ষণিকের জন্য ফোটা
এক হাসির কারণমালা।
ওরাও হাসতে জানে,
প্রাণোচ্ছল হাসি,
ওরা রাঙাতে জানে,
আপনার রঙে,
ওরা গাইতে জানে,
আপন সুরে,
ওরাও স্বপ্ন দেখতে জানে,
ঘুমের ঘোরে,
ওদেরও একটা গল্প আছে,
লুকিয়ে রাখে সঙ্গোপনে,
ওদেরও একটা বৈশাখ আছে
অবহেলিত, অভাবের চরণে।
কবিতার নাম: ওদের বৈশাখ
"এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে। আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার। আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন "
- Advertisement -
- Advertisement -
Latest Articles
সুপ্ত অনুভূতি ২ পর্ব-১৪ এবং শেষ পর্ব
#সুপ্ত_অনুভূতি🍂♥️
#সিজন_২
#পর্ব_১৪(শেষ)
#Writer_Nusrat_Jahan_Sara
আবির অনিমা আর আদিবকে দেখছে৷ তার মেয়ে হয়েছে তার মতো আর ছেলে একেবারে মায়ের মতো৷ সব সময় রাগ যেনো নাকের ডগায় থাকে৷ আজ বাবা...