কবিতার নাম: অভাব

0
1467

#গল্পপোকা_প্রতিযোগিতা_এপ্রিল_২০২০
কবিতার নাম: অভাব
লেখা: সামিহা হোসেন শৈলী

আমার যে বড্ড অভাব,
বহুবিধ অভাব,
নানা আকার
আর প্রকারের অভাব,
আর সারাটা দিন কাটে
অভাবের গীত গাইতে গাইতে,
এই অভাব আমার
একার নয় কিন্তু,
আমাদের সকলেরই অভাব,
শুধু অভাবেরই নেই কোনো অভাব।
.
আমার সুখের অভাব,
শখের অভাব,
দুখের অভাব,
আনন্দের অভাব,
বিনোদনের অভাব,
আহ্লাদের অভাব,
সঙ্গীর অভাব,
সাথীর অভাব,
বন্ধুর অভাব,
বান্ধবীর অভাব,
মনের মানুষেও অভাব।
.
আরো আছে!
আলোর অভাব,
আঁধারের অভাব,
ভালোর অভাব,
মন্দের অভাব,
সাদার অভাব,
কালোর অভার,
রঙের অভাব,
সুগন্ধের অভাব,
সাধের অভাব,
ইচ্ছেরও বড়ই অভাব।
.
আমার দিনের অভাব,
রাতের অভাব,
ঘুমের অভাব,
অবসরের অভাব,
সিদ্ধান্তের অভাব,
সুযোগের অভাব,
সাহসের অভাব,
যোগ্যতার অভাব,
সাধনার অভাব,
সময়ের অভাব।
.
মন্যুষত্বের অভাব,
বিবেকের অভাব,
বোধের অভাব,
ভালোবাসার অভাব,
সম্প্রীতির অভাব,
সৌহার্দ্যের অভাব,
আন্তরিকতার অভাব,
এত শত অভাবের মাঝে
সবচেয়ে বড় অভাব কোনটি?
সুন্দর একটা মনের অভাব…

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে