কবিতাঃ কল্পনায় বনাম বাস্তবে তুমি

0
1576

#গল্প_পোকা_প্রতিযোগিতা_এপ্রিল ২০
কবিতাঃ কল্পনায় বনাম বাস্তবে তুমি
লেখাঃতানিয়া তানু

কল্পনায় তুমি ছিলে রঙিন
ছিলো তোমায় নিয়ে হাজার স্বপ্ন,
সেখানে তোমার ব্যক্তিত্ব
সাজিয়েছিলাম অসাধারণভাবে
সেখানেই ভেবেছিলাম,
তুমি আমার কুড়িয়ে পাওয়া রত্ন।

কিন্তু, বাস্তবে দেখলাম, তুমি কতটা বিবর্ণ
তোমার কোনো শখ নেই,
নেই আমার প্রতি ভালোবাসা
আছে শুধু টাকার নেশা।

কল্পনায় আঁকা সেই তুমি,
এবং বাস্তবে তুমি,
আকাশ-পাতাল অন্তরাল
তবুও আমি,
আবারো কল্পনায় নতুন করে সাজিয়েছি
অসাধারণ করেছি তোমার ব্যক্তিত্ব
তাইতো নতুনভাবে তোমাকে পাওয়ার
আকুলতা আমায় রেখেছে ঘিরে,
পাবো কি তোমায় কল্পনার মতো বাস্তবে ফিরে?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে