অসৎ স্বামী পর্ব/ ৫

0
4054

অসৎ স্বামী পর্ব/ ৫
লেখক/ ছোট ছেলে

????????

আমি/ পাশের ঘরে আছে

রিয়া/ তুমি এখানে ও ঐ ঘরে কেন

আমি/ কারন…. ওর এ ঘরে জায়গা হবেনা তাই

রিয়া/ আচ্ছা আমি যাই তোমার বউয়ের সাথে গিয়ে দেখা করে আসি

আমি/ আসলে আমার কাছে ওর সাথে দেখা করার কি আছে

তারচেয়ে বরং আসো তোমাকে একটু আদর করি

কতদিন তোমাকে কাছে পাইনি

রিয়া/ সব হবে আগে তো তোমার বউয়ের সাথে দেখা করতে দাও

কালরাতের হিসাবটা এখনও বাকি রয়ে গেছে

আমি/ ওহহহহহ বুঝেছি আর বলতে হবেনা

যাও যাও বেশি দেরি যেন না হয়

রিয়া/ যাবো আর আসবো

আমি শুয়ে রইলাম

রিয়া নীলার ঘরে গেলো নীলার সাথে দেখা করবে বলে

মনে মনে ভাবছি নীলার কপালে আজ শনি আছে

রিয়া নীলার ঘরে গিয়ে দেখে নীলা বাঁধ ভাঙ্গা কান্না

রিয়া/ আপু

নীলা চোখের জল মুছে দেখে কালরাতের সেই মেয়েটা

নীলা/ আপনি….

রিয়া/ কালরাতের সেই নষ্টা মেয়েটা আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে

রিয়া দৌড়ে গিয়ে নীলার পাঁ ধরে বলতে লাগলো

রিয়া/ আপু ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও
কালরাতের ঘটনাটার জন্য

আমি বুঝতে পারিনি আমার জন্য ধ্রুব তোমার গায়ে হাত উঠাবে

নীলা/ এই কি করছো ছাড়ো বলছি ছাড়ো…

রিয়া/ না আপু আমি ততক্ষণ পর্যন্ত ছাড়বোনা যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করবে

রিয়া/ আরে পাগলি ক্ষমা করবো কি
বোনের কাছে ক্ষমা চাইতে হয়

আসলে তোমার আর দোষ কোথায়

আমার ফলটা মিষ্টি তাই পোকা ভরা

সব আমার কপাল

রিয়া/ না আপু শুধু কপালের দোষ দিলে হবেনা

আমি জানি ঘরের বউ হয়ে যতটা সম্মান অধিকার স্বামীর আদর সোহাগ ভালোবাসা একটা মেয়ে পাওয়া কথা তার কানা কড়িও তুমি পাওনি

তাই আমি সিদ্ধান্ত নিয়েছি
তোমার স্বামীকে তোমার বুকে ফিরিয়ে দিবো

কিন্তু….

নীলা/ কিন্তু কি?
কিভাবে সম্ভব এটা

রিয়া/ আমি জানিনা তোমাকে দিয়ে হবে কিনা তবে আমি জানি চেষ্টা করলে মানুষ সব পারে

নীলা/ কি করতে হবে আমায় তুমি বলো
আমিও নাহয় চেষ্টা করবো

নিজের স্বামীকে নিজের করে রাখতে

রিয়া/ তোমাকে একটু বদলাতে হবে

বদলাতে হবে তোমার পোষাক খাওয়া দাওয়া চলাফেরা সব

নীলা/ কি বলছো তুমি এসব আমিতো কিছুই বুঝতেছিনা

রিয়া/ আপতত এইটুকু বুঝে নাও

শাড়ির বদলে শার্ট আর প্যান্ট আর এই বন্ধী কারাগারে না থেকে বের হয়ে আসো তারপর সব আমি দেখবো

নীলা/ এ কি বলছো তুমি

রিয়া/ এক কাজ করো আপু আমি ওর কাছে যাচ্ছি এখন

তুমি আমি যাওয়ার পর ঐ ঘরে যাবে বাবার বাড়ি যাবে বলে বায়না ধরবে

বাকিটা আমি দেখবো

নীলা খুব বিপদে পড়ে গেছে

এ আবার নতুন কোন ফাঁদ নয়তো তাকে কলঙ্কিনী করার জন্য

কাকে বিশ্বাস করবে সে

রিয়া/ কি ভাবছো আপু

নীলা/ না মানে…

রিয়া/ আমাকে বিশ্বাস করতে পারছোনা তাইতো

নীলা/ তা নয় কিন্তু….

রিয়া/ কোন কিন্তু নয় আপু ভরসা রাখো আমার উপর

আমি যাচ্ছি তুমি আসো

রিয়া নীলাকে আমার ঘরে আসলো

আমি/ কি হলো সোনা এত দেরি করলে কেন

রিয়া/ তোমার অনেক কষ্ট হয়েছে তাইনা

আমি/ হুমমমম তুমি ছাড়া আর কেউ বুঝেনা

বলে রিয়াকে ধরে চুমু
খাবো

রিয়া/ এই এখন এইসব নয়
তোমার দেখি একটুও লজ্জাশরম নাই বলতে

তখন-ই নীলা

রিয়া/ ধ্রুব তোমার বউ

আমি/ তুই এখানে কেন আসলি আমার অনুমতি ছাড়া

রিয়া নীলাকে চোখ টিপে

রিয়া/ আহা সোনা ও কেন আসলো শোনয় না একবার

আমি/ কি বলবি তাড়াতাড়ি বল

নীলা খুব ভয় পাচ্ছে বলতে

তারপরও ভয়ে ভয়ে বললো

নীলা/ কিছুদিনের জন্য আমি বাবার বাড়ি যাবো

আমি/ কি…. বাবার বাড়ি যাবি মানে…..

নীলা……..।।।

চলবে….???

প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন => ??????

https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে