অসৎ স্বামী পর্ব/ ২

0
4997

অসৎ স্বামী পর্ব/ ২
লেখক/ ছোট ছেলে

????????

সব বন্ধুদের দাওয়াত দিয়ে দিলাম রাতের জন্য

যাই কিছু কেনাকাটা করে নেই

নীলার জন্য

দোকানদার অনেক শাড়ি আর জামা দেখালো কিন্তু আমীর পছন্দ হলোনা

দোকানদারকে বললাম

আমাকে যেন শর্ট কিছু জামাকাপড় দেখায়

দোকানদার দেখালো

তারমাঝ থেকে একটা জামা আমার পছন্দ হলো

কিন্তু ভাবছি এই জামাটা কি নীলা পড়বে এত ছোট জামা

না পরলে জোর করে পরাবো

নাহলে বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে অনেক হাঁসা হাঁসি করবে

বাসায় এসে নীলাকে জামাটা দিলাম

আমি/ এই নাও

নীলা/ কি এটা

আমি/ জামা তোমার জন্য আনলাম

কাল আমার বন্ধু বান্ধবরা আসবে এটা পড়ে তোমাকে তাদের সামনে যেতে হবে

নীলা জামাটা বের করে বললো

নীলা/ ছিঃ এসব জামা কোন নারী পড়ে

আর আপনি কেমন মানুষ
এই জামাটা পড়ে সবার সামনে যেতে বলছেন নিজের বউকে
লজ্জা করেনা আপনার
নিজের বউয়ের শরীর অন্যদের দেখিয়ে বেড়াতে

এই জামাটা পড়ার চেয়ে কিছু না পড়াইতো ভালো

আমি/ এই শোন অনেক লেকচার দিয়েছিস আর না তোর ইচ্ছা নাহলে পড়তে হবে

কারন এটা আমার ইচ্ছা তাই

নীলা/ আমি কোন রাস্তার মেয়েদের মত নয়

দুটাকা পেলে জামা খুলবো

আমি দামি অনেক দামি যার মূল্য আপনার মত অসৎ স্বামীরা দিতে পারবেনা

আমি/ চুপ একদম চুপ সেই কখন থেকে অসৎ অসৎ করে যাচ্ছিস

আমি কোন কথা শুনবনা এই জামাটা তোকে পড়তে হবে ব্যস

নীলা চোখ দুটো বড় বড় করে

নীলা/ আমার জীবন থাকতেও না

আমি/ তোকে পড়তে হবে নাহলে এই সংসারে তোর জায়গা হবেনা

বলে হাতমুখ ধুঁতে গেলাম

হাতমুখ ধুঁয়ে এসে

আমি/ কি রান্না করেছিস
খেতে দে ক্ষুধা লাগছে

নীলা/ রান্না সেটা আবার কি

আর কি রান্না করবো কার জন্য করবো

হাত পুড়িয়ে কার জন্য রান্না করবো

আমি/ কার জন্য মানে

তুই বলিস কি এসব
আমি কি মরছি নাকি

নীলা/ আমি কোন অসৎ মানুষকে রান্না করে খাওয়াতে পারবনা

শুনে মেজাজটা চটে গেলো

তাই নীলার গায়ে হাত উঠাতে আমার একটুও বাঁধলোনা

নীলাকে মেরে শুয়ে রইলাম

আর ভাবছি এই মেয়েকে আর রাখা যাবেনা

কাল-ই পৌছে দিয়ে আসবো তার বাবর বাড়ি

অনেক তৃষ্ণা পেয়েছে একটু পানি খেলে ভালো হয়

পানি খেতে গিয়ে দেখি

টেবিলের উপর ভাত রাখা

রান্না করে যখন রেখেছে তখন শুধু শুধু আর না খেয়ে থেকে কি লাভ

তাই খেয়ে নিলাম

একবারও বলিনি

নীলা খেয়েছো নাকি আমার জন্য অপেক্ষা করছো

আসো দুজন একসাথে খাবো

হয়তো এমন ডাকটা সব মেয়েরা চায়

কিন্তু আমি তেমন নয় নিজে খেয়ে শুয়ে রইলাম

কিন্তু দেখি নীলা নেই

একটু খোঁজ করতে দেখি নীলা অন্য ঘরে নামাজ পড়ে

সত্যি মেয়েটা অনেক ভালো

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে

এমন বউ হয়তো সব ছেলেরা পায়না

আর কিছু বলিনি

একটা সিগারেট টানতে টানতে ছাদে গেলাম

সিগারেটটা শেষ করে নীচে আসলাম

নীচে আসতে দেখি

রিয়ার ফোন

আমি/ কিরে অসময় তোর ফোন

রিয়া/ ভালো লাগছেনা ভাবলাম তোর সাথে একটু কথা বলে নেই যদি তোর সময় হয়

আমি/ হা হা হা আমার সাথে কথা বললে বুঝি তোর মন ভালো হবে

রিয়া/ কেন নয়

আমি/ তো চলে আয় রাতে বাসায়

হয়ে যাকনা আজ একটু ভালোবাসা

রিয়া কথাটা শুনে হাঁসতে লাগলো

রিয়া/ কি বলিস তুই এখন কি আর আমাকে তোর ভালো লাগবে

আমি/ কি বলিস এসব ভালো না লাগার কি আছে

রিয়া/ ঘরে মাছ মাংস রেখে এখন কি আর তুই বক্তা ডাল খেতে চাইবি

আমি/ দূরররর পাগল

তুই আসবি কিনা বল

আমার মাছ মাংস ভালো লাগেনা আগের সেই বক্তা আর ডাল-ই ভালো

রিয়া/ সত্যি তো

আমি/ হুমমমম

রিয়া/ যদি তোর বউ কিছু বলে

আমি/ ঘরটা আমার ওর বা বাবার দেয়া নয়

বেশি কিছু বললে ঘর থেকে বের করে দিবো

আজ সারারাত তুই আমার সাথে থাকবি আমার ঘরে

রিয়া/ আচ্ছা জানু আমি সময় মত চলে আসবো

রিয়াকে একটা চুমু খেয়ে ফোনটা রেখে পিছন ফিরতে দেখি

নীলা

নীলা এতক্ষণ আমার কথা শুনতেছে দাঁড়িয়ে

আমি/ কি ব্যপার তুমি এ ঘরে কেন

নীলা/ দেখতে এসেছি আমার স্বামীটার কয় রূপ

আমি/ শোন আজ রাতে তুমি সিঁড়ির নিচে ঘুমাবে

আমার এক বান্ধবী আসবে সে আজ এ ঘরে থাকবে

আর শোন উল্টাপাল্টা যদি কিছু কর

মনে রাখবে এটাই এ বাড়িতে তোমার শেষ দিন…..

চলবে…???

প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন => ??????

https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে