ভালো থেকো ভালোবাসা।

0
3862

ভালো থেকো ভালোবাসা।

কখনো স্বপ্ন দেখেছো??

–হুম দেখেছি।

রাতের আধারে চোখের পানি ঝড়িয়েছো কারো জন্য?

–অনেক কেঁদেছি।আজ কাঁদতেও ভালো লাগে না।

কখনো ভালোবেসেছো কাউকে??

–হুম বেসেছি।

বিনিময়ে কী পেয়েছো??

–প্রতারনা,ধোকা আর বিশ্বাসঘাতকতা।

ভালোবাসা কী সত্যিই কাঁদায়??

–হুমম আমার জন্য ভালোবাসা মানেই চোখের পানি।

ছেড়ে দিয়েছেন তাহলে তাকে??

–ধরে রাখার উপায় জানা নেই।

ভালোবাসেনি সে তোমাকে??

–হয়তো বাসেনি।

এখন স্বপ্ন দেখো???

–স্বপ্ন পূরন হবে না দেখে কী হবে.

তবে জানো তো ভালোবাসা তো প্রাপ্তি না,ত্যাগেই আসল ভালোবাসা

–হুম তাই তো সব সময় ছেড়ে দেই নিজের আবেগকে।

আবেগ বলছো কেনো?

–কারণ তাকে ছাড়াও আমি বাঁচতে পারি শুধু বুকের বা পাশে চিনচিন ব্যাথা অনুভব হয়।সেটা কিছুই না।আর বাঁচতে যখন পারি তা আবেগ হিসাবেই ভাবতে শুরু করা ভালো।

ভালোবাসেন খুব বেশি??

–জেনে কী হবে?

এমনিই

–হুম কিন্তু সে আমার জন্য ছিলো না।যার সাথেই থাকুক ভালো থাকুক।

এত ভালোবাসা বুজলো না কেন?

–আমি বুজাতে ব্যর্থ।

সে যদি নিতে চাই ফিরবে না তার কাছে.

— সম্পর্কের ভাঙ্গন কী দিয়ে জোড়া লাগাবে।

ভালোবাসা দিয়ে।

–সম্ভব না।

কেনো??

–সব কেনোর উত্তর দেওয়া যায় না।

বলবে না??

–আজ আর না।

উত্তরটা অজানাই থেকে যাবে??

–কিছু কথা অজানাই থাক।

লেখা-jannatul ferdous
8april,2019

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে