ভালোবাসার বন্ধন

0
3263

ভালোবাসার বন্ধন

  সাহরিয়ার শেখ সাব্বির

এ কোন মায়ায় তুমি জড়ালে আমায়,

দূরে যেতে চাইলেও পারি না ভুলে থাকতে তোমায়।

ভালোবাসার মায়াজালে আবদ্ধ আমি,

আর এই জগতের সেরা সৌন্দর্য্য তুমি।

কাছে টেনে ভালোবাসায় ভরিয়ে দাও আমায়,

ভালোবাসি একটু বেশি আমি যে তোমায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে