স্বামীর ভালোবাসা part : 7

0
4575

স্বামীর ভালোবাসা part : 7

লেখিকা সুরিয়া মিম

!
আমার বিশ্বাস ও আমাকে ভালোবাসে,
!
তাই ও আর যাই করুক আমাকে ছেড়ে চলে যাবেনা,
এবং তাই ও আমাকে যাই যাই করে ভয়ে রাখছে,
হা হা হা,
!
গাছে কাঠাঁল গোফে তেল,
!
মানে?
!
আমি জানিনা ওনি ওনার মনেমনে কি ছক কষছেন.
বাট উনি যা ভাববে আমি তার উল্টো করবো রুহান,
!
এক্সিলেন্ট আইডিয়া মিশকা,
!
কংগ্রাচুলেশনস মিশকা?
!
কেন জিসা?
!
ফর ইউওর ওর্নামেন্টস বিজনেস জানু,
আয় মিন সিরিয়াসলি তোর ক্রিয়েশন জাস্ট ওয়াসাম সোনা,
!
থ্যাংকস দোস্তোরা,
!
ট্রিট দিবি কবে?
!
তোরা যদি চাও আজকেই দিবো,
!
না আজ না বিজনেস টা রান করুক তারপর আমরা মিশকার টাকায় পার্টি করবো কেমন?
!
হ্যা অবশ্যই রুহান একদম ঠিক বলেছে,
বিজনেস রান করবে তারপর আমরা পার্ট করবো,
!
সরি ফ্রেন্ডস আমি তোদের কে ট্রিট দিতে পারছিনা,
!
তুই কাঁদছিস কেন হুমম?
তুই আমাদের প্রাণ তোকে আমরা এভাবে হার্ট হতে দেখতে পারি না তুই জানেনা সোনা?
!
তখম মিশকার সব বন্ধুরা ওকে জড়িয়ে ধরে ওর সাথে মিলে কাঁদতে থাকে,
!
তারপর রুহান ওর চোখেরজল মুছিয়ে দিয়ে বলে,
!
একটু ও চোখেরজল ফেলবি না তুই,
তোর বিজনেস রান করার ব্যবস্থা আমি নিজের হাতে করবো,
!
কথা সেটা না কথা হলো এটা,
যে আমার দোষ টা কোথায়?
যে উনি আমার সাথে এমন টা করলো?
!
তোর দোষ তুই ওকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ভালোবেসেছিস,
তাই ও তোর মাথায় উঠে ধৈই ধৈই করে নাচছে,
!
নেক্সট টাইম তোকে ওই ব্যাটার জন্যে কাঁদতে দেখলে চড়িয়ে গাল লাল করে ফেলবো,
!
তোর হাতে অনেক ব্যথা রে ভাই ও তোকে নিতে পারবেনা,
!
তাই তো কান্নাকাটি
করতে বারণ করেছি,
!
আচ্ছা আমি কাঁদবো না,
তুই আমাকে……….
!
আজ পর্যন্ত ফুলের টোকা ও দেই নি তোর গায়ে হাত তুলবো কোন সাহসে?
!
আমাকে বাসায় দিয়ে আসবে?
!
নাহহহ তোকে নিয়ে আমি চাঁন্দে যাবো,
!
হা হা হা,
!
ফাইনালি আমার ফুলটুসির মুখে হাসি ফুটেছে ,
!
কি এই কি বললি তুই আমাকে?
!
ফুলটুসি,
!
বেগুন ভাজা চড়চড়ি ইটস নট ফেয়ার,
!
এটাই ফেয়ার আমি তোর বেগুন ভাজা চড়চড়ি হলে,
তুই আমার ফুলটুসি,
হা হা হা,
!
অসাইভ্য ছেমড়া,
!
আমি জানি আমি অসভ্য,
তাই আর ঘটা করে মনে করাতে হবে না হুমম,
!
হা হা হা,
!
একটা কথা বলবো?
!
হ্যা বল,
তবে একটা না হাজার টা বল,
!
তোরা যখন আমার কাছে থাকো মনে হয় যেন আমি স্বর্গে থাকি,
আর ওখানে গেলেই মনে হয় যেন নরকে আছি,
!
তাহলে ওখানে যেতে কে বলেছে হুমম?
!
কেউ না দুদিন পরেই আব্বু আম্মু এসে পরবে,
তারপর আমি ওই ব্যাটা কে বুড়োআঙুল দেখিয়ে চলে আসবো হুম,
!
তাহলে তো গ্রেট হবে,
!
হুম হবে,
!
রুহান আমাকে চাঁন্দে নিয়ে যাওয়া হয়ে গেলে প্লিজ বাসায় দিয়ে আয় ভাই,
!
কি ভাই?
এই আমি কি তোর মায়ের পেটের ভাই?
!
না,
!
তাহলে এতো ভাই ভাই করো কেন?
!
এই ধর খুশির ঠেলায় ভাল্লাগে তাই,
!
হা হা হা,
তোর সাথে আমরা কথায় পারবোনা,
!
না পারলে চুপ করে থাক,
হু হু হু,
!
ধুররর বাবা ভাল্লাগেনা,
!
চল তোকে ভালো লাগাচ্ছি মিশকা,
তারপর রুহান মিশকা কে বাসায় পৌঁছে দেয়,
!
রাতে মিশকা ডিনার করে বাগানে দাঁড়িয়ে চাঁদ দেখতে থাকে,
!
হঠাৎ করেই তখন ইমান এসে পরে,
এবং সাথে সাথে চাঁদের বলো মিশকার গায়ে এসে পরে,

মিটিমিটি চাঁদের আলোতে ইমানের নজর মিশকার কোমরে গিয়ে পরে,
…..
আর ও নেশাগ্রস্থের মতো লালসার কামনায় মিশকার কোমরে চুমু খেতে যায়,
!
তখনি কেউ ইমানের শার্টের কলার চেপে ধরে,
ঠাসসসস ঠাসসসস করে ওর দুটো গালে চড় বসিয়ে দেয়,
!
চড় খেয়ে ঘোর কেটে সামনে তাকিয়ে দেখে,
…..
ওর বাবা মা ওর দিকে বড়বড় চোখ করে তাকিয়ে আছে,
!
আর ওর আব্বু মিশকা কে তার বুকে জড়িয়ে আছে,
!
আবববব্বু?
!
কোন কুক্ষণে এই কুকুর টাকে জন্ম দিয়ে ছিলে ইমার আম্মু?
!
আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে টা আমার ছেলে,
আমি ওকে আমার গর্ভে ধারন করেছি?
ভাবাই যায়না,
!
মা আমরা এসে গেছি,
আমরা তোকে নিয়ে যাবো মা,
তুই আমাদের সাথে যাবি মা?
!
হ্যা আব্বু যাবো মানে?
অবশ্যই যাবো,
তবে তোমাদের তো দুদিন পরে আসার কথা ছিল,
!
ছিল কিন্তু আমরা আর তো দুদিন পরে আসতে চাই নি মা,
তোর চিন্তার তোর আম্মুর বি.পি হাই হয়ে গেছে মা,
!
তবুও আমার জন্যে কোম্পানির পাঁচশো কোটি টাকা লস হয়ে গেল আব্বু,
!
ও টাকা তো আসবে যাবে,
যদি আমাদের মেয়ে টার কিছু হয়ে যেতো?
!
আমি এতো টাও খারাপ না আম্মু যে ওকে কিছু করে ফেলবো,
!
ফেলবি মানে?
করেই তো ফলেছিস?
আমরা সবাই দেখেছি তুই ভাবির কোমরে ছিহহহহহ,
নষ্টামোর জন্যে তো আরেক টা মেয়ে নিয়ে থুক্কু বিয়ে করে এনেছিস তার সাথে গিয়ে কর,
আমার ভাবির সাথে না কেমন?
তোকে তো আমার নিজের ভাই বলতে ও লজ্জা করে ইমান,
!
কালকেই আমরা মিশকা ওকে নিয়ে চলে যাবো,
তারপর তোর যা মন চায় তা করিস কেমন?
!
মিশকা কখনো আমাকে ছেড়ে যাবেনা দেখেনিও তোমরা,
!
কি দেখবে?
কারো কিছু দেখার নেই?
!
মানে?
!
জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টা খান,
তখন মিশকা ওর মুখের ওপরে ডিভোর্স পেপার ছুড়ে মেরে বলে,
!
আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি,
দয়া করে আপনি সাইন করে বাধিত করুন প্লিজ,
!
দয়া,
আই এম সরি,
এটা আমি করতে পারবোনা জান,
!
মানে?
!
তুমি সাইন করলে আমায় করতে হবে এটা কোথায় লেখা আছে?
!
ভণিতা না করে স্পষ্ট করে বলুন,
!
আমি তোমাকে ডিভোর্স দিবো না জানু,
!
ভালোয় ভালোয় সাইন করে দাও ইমান,
!
সরি আব্বু আমি এতো ভালো ছেলে নই,
কোথায় তোমরা আমাদের আষ্টেপৃষ্ঠে বেধে রাখবে,
তা না তোমরা আমাদের ডিভোর্স করাতে চাইছ?
কেমন বাবা মা তোমরা?
!
তখন ইমানের আম্মু ওকে দুটো চড় মেরে বলে,
!
তোর মতো সন্তানের বাবা মা হওয়ার থেকে নিঃসন্তান থাকা হাজার গুনে ভালো,
!
তারপর ইমানের আব্বু আম্মু মিশকাকে নিয়ে তখনি ওনাদের বাসায় চলে যায়,
!
মিশকার এভাবে চলে যাওয়া তে ইমান বড়সড় রকমের আঘাত পায়,
যদি ও সেটা প্রকাশ করে না,
!
তুবও বিছানায় শুয়ে ডুকরে ডুকরে কাদেঁ
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে