স্বামীর ভালোবাসা part : 35 

1
3695

স্বামীর ভালোবাসা part : 35

লেখিকা সুরিয়া মিম

!
তুমি তোমরা আমার কাছে আছো তাতেই আমি খুশি,
…..
আর কিছু চাইনা আমার,
!
তারপর উনি আমাকে জড়িয়ে ঘুমিয়ে পরে,
!
দুপুরে ঘুমঘুম চোখে চেয়ে দেখি যে,
…..
উনি আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছেন,
….
এবং আমার বাচ্চা দুটো ওনা কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে,
……
আর আমি ওনা দের চাপে অমলেট হয়ে আছি,
হা হা হা,
……..
ভালোবাসার অভাবে মানুষ এতো টা বদলে যেতে পারে?
কখনো ভাবিনী,
……
তবে উনি তো শক্ত দেহ পাথর মনের অধিকারি ছিলেন,
……
এই শক্ত দেহ পাথর মন গলে জল হলো কি করে?
আল্লাহ তায়ালা জানেন,
!
তবে সে যাই হোক না কেন?
এখন আমার ওনা কে সুস্থ করে তুলতে হবে,
….
ওনা কে ওনার সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে,
…..
জানি উনি অন্যায় করেছেন,
তবু ও উনি অনুতপ্ত,
…..
তাই আমি আর ওনা কে কষ্টে রাখতে চাই না,
……
জানি আমি ওনা কে ঘৃণা করি,
…..
আর এই ঘৃণা কেই ওনার সুস্থতার ঔষধ করে তুলতে হবে আমায়,
!
কি ভাবছ মাম্মাম?
!
ভাবছি আমার পাখি দুটো স্কুল থেকে এসে আমাকে ডেকে তোলেনি কেন?
…….
কারন আমারদের মাম্মাম ঘুমিয়ে ছিল,
আর মাম্মাম কে ঘুমিয়ে পরির মতো লাগে তাই,
…..
আচ্ছা পাখিরা এখন একটু সরো আমাকে উঠতে হবে তো?

আমরা তো শরে যাবো পাপাই কে সরাবে কে?
!
পাপাই উঠে গেছে মা,
….
পাপাই তুমি কতো ভারী মাম্মামের কষ্ট হয় নি তুমি ওপরে উঠে ঘুমিয়ে ছিলে?
!
না মা আমরা দুজনে ঘুমিয়ে ছিলাম তো তাই কষ্ট হয় নি,
!
ও আচ্ছা,
মাম্মাম তুমি এতো চিকন কেন?
!
আল্লাহ আমাকে বানিয়েছে বাবা,
……
তুমি জানো আমাদের বন্ধুরা কি বলে?
!
কি বলে বাবা?
…….
তোমার মাম্মাম কতো সুন্দর,
তোমাদের কতো আদর করে করে,
আর আমাদের আম্মু শুধু মারে,
………..
হা হা হা,
!
অন্যের কষ্টে হাসতে নেই বাবা,
আল্লাহ রাগ হয় বুঝলে?
!
হ্যা মাম্মাম মনে থাকবে,
!
সোনা বাবা আমার,
!
মাম্মাম আমাদের গোসল করিয়ে দিবে না?
…..
হ্যা মা দিবো তো,
যাও তোমরা বাথরুমে যাও,
আমি এখনি তোমার জামাকাপড় টাওয়াল নিয়ে আসছি কেমন?
!
জ্বি মাম্মাম,
…..
ওরা বাথরুমে যেতেই আমি ওদের জামাকাপড় নিয়ে বাথরুমে যাই,
…..
সেখানে গিয়ে দেখি, তিনটে মিলে বাথরুমে বসে সাবানজল ছোড়াছুড়ি করছে,
….
আমাকে দেখেই তিনজন শান্ত হয়ে বাথটাবে গিয়ে বসে,
……
তারপর আমি ছেলে কে, ওনা কে গোসল করিয়ে বাহিরে পাঠিয়ে দেই,
….
পরে মেয়ে কে নিয়ে গোসল করে কোলে নিয়ে বেড় হই,
!
মাম্মাম কি আপির কি হয়েছে?
…..
বাবা আপির খুব ঘুম পেয়েছিল,
তাই কোলে নিতেই ঘুমিয়ে গেছে,
……
ও আমাদের সাথে লাঞ্চ করবে না?
!
না এখন ঘুমিয়েছে ঘুমোক,
…..
ডাকাডাকি করলে কেঁদে ফেলবে,
….
তাই ও উঠলে আমি ওকে খাইয়ে দিবো,
!
ও তাহলে ঠিক আছে,
…..
শুনুন?
!
হ্যা বলো?
!
ট্রলি তে “জনসন বেবি লোশন” আছে ওটা দিন তো প্লিজ,
!
হ্যা দিচ্ছি,
…..
এই নাও,
!
মাম্মাম আমরা কি বেবি?
যে তুমি এখন ও আমাক ও আপি কে বেবি লোশন,শ্যাম্পু, ক্রিম ও সবান দিয়ে গোসল করিয়ে দাও,
…..
হ্যা তোমরা তো বেবি মাম্মাম পাপাইয়ের বেবি,
……..
কিন্তু আমরা তো বড় হয়ে গেছি,
মাম্মামের দুদু খাই না পাপাই,
…….
তোমাকে কে বলেছে?
মায়ের দুধ না খেলে বেবিরা বড় হয়ে যায়?
. ….
বেবিরা বড় হয়ে গেলে ও মাম্মাম পাপাইের কাছে বেবি থাকে বুঝলে?
!
জ্বি পাপাই মনে থাকবে,
….
মাম্মাম পেটে হাতি দৌড়ায় খাইয়ে দিবে না?
!
হ্যা সোনা,
কিন্তু পেটের হাতি টা কত বড় বাবা ?
!
ইয়া বড়,
!
হা হা হা,
!
তারপর আমি ওদের খাইয়ে দেই,
……
খাইয়ে দাইয়ে ছেলে কে ঘুম পারিয়ে দেই,
….
ছেলে ঘুমোতেই পেছনে ফিরে দেখি,
……
উনি অফিসের জন্যে রেডি হচ্ছেন,
………
আশ্চর্য উনি রেডি হয়ে এখনি যাচ্ছেন কোই?
…..
কনফারেন্স তো বেলা চারটায়,
তাহলে উনি তিনটের সময়ে রেডি হয়ে যাচ্ছেন কোই ?
……
এসব ভাবতে ভাবতে খেয়াল করে দেখি,
….
উনি আমার গলায় নাক ডুবিয়ে ,
খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে আছেন ,
…..
প্রায় একঘণ্টা আমাকে ওভাবে জড়িয়ে শুয়ে থাকেন
…..
আর বেলা চারটে নাগাত কনফারেন্সে চলে যায়,
!
রাতে যখন পাখি দুটো কে A,B,C,D পরাচ্ছিলাম,
……
তখন আমার পাখি দুটো বলে,
…..
m এ mango না হয়ে মাম্মাম আর p এ pen না হয়ে পাপাই হলে বেশি ভালো হতো বলো মাম্মাম?
……..
হ্যা বাবাই,
……
পাপাই আই এম রাইট?
…..
অ্যাবসোলুটলি রাইট বাবা,
!
তখন মেয়েটা আমাদের বিয়ের ছবি নিয়ে ওর পাপা কে জিজ্ঞেস করে,
……
পাপাই?
…….
হ্যা মা?
…..
তোমাদের বিয়ের ছবি তে আমি ও ভাইয়া নেই কেন?
!
তখন উনি আমাকে দেখে,
মুচকি হাসি দিয়ে বলে,
…….
মা তখন তোমাদের হসপিটাল থেকে কিনে আনিনি তাই,
!
কেন আন নাই?
…….
তুমি পঁচা পাপাই„
….
আপু ঠিক বলেছে তুমি এক নম্বরের পঁচা পাপাই,
…….
আগে কিনে আনলে
আমরা তোমার ও মাম্মামের বিয়ে তে,
………আমি ও ভাইয়া “দিল ওয়ালে দুলহানিয়া লে যাইঙ্গে” গানে নাচানাচি করতে পারতাম,
!
মেয়েছেলের কথা শুনে,
………
আমরা দুজনে দু দিক ফিরে হাসতে শুরু করি,
!
মেয়ে টা এতে দুষ্টু হয়েছে কি করে?
……
আমার মিশ ও কি এমন দুষ্টু ছিলো?
হা হা হা
……
ইসসসস,
এই দুটো এতো দুষ্ট হয়েছে যা বলার মতো না,
……..
এই শেনো?
….
হ্যা বলুন?
….
তুমি কি এতো দুষ্টু ছিলে?
যে ওরা এতো
দুষ্টু হয়েছে?
!
নাহহহহ আমি এতো দুষ্টু ছিলাম না বুঝলেন?
!
হুমমমমম,
!
তারপর আমি নিজেই ছাদে গিয়ে,
হা হা হা করে হাসতে থাকি
চলবে..

1 মন্তব্য

  1. Apu Bollywood and movies and celebrates and song and games and sports and many things are promoting saytanic sing and they are conducting with the members of illuminate and they want new world order and they’re working for dajjal secret reavelad Real eye YouTube channel you will get the answer of all.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে