psycho_is_back ? part_17

0
2553

psycho_is_back ?
part_17
#apis_indica(suraiya_satther)

—–দাদু চাচুর এতো বড় দোষ তোমরা ক্ষমা করতে পাড়লে,, ওই বাচ্চা মেয়েটিকে মানতে দোষ কই?? আমি বুঝি না?? আর বড় আম্মু তুমি যদি দিব্যি সব ভুলে গিয়ে থাকো তো এত বছর কেন কথা বল না বড় আব্বুর সাথে?? বড় আব্বু যা করেছেন তার শাস্তি শুধু কুহু কেন পাচ্ছে?? জম্মের পর মা হাড়ায় মেয়েটি, তার বাবা থেকেও নেই??হুয়াই দাদু??

—–তুমি জানো না কেন??তুমি তো তখন এতটাও ছোট ছিল না এহসান,,।।

—-হুম ছিলাম না।।আমি নিজে যা দেখেছি, তাতে তো কুহুর কোনো দোষ ছিল না।।তাহলে কেন ওই মেয়েটির সাথে তোমরা এমন করছো।।ভুলে কেন যাচ্ছো তোমাদের বড় ছেলের অংশ সে?

—–হুম চাইছি ভুলতে।। ওই মেয়েকে দেখলেই আমার কায়নাতের কথা মনে পড়ে যায়।।সেই চোখ, সেই চেহারা, সেই চঞ্চলতা।। ওকে দেখলেই মনে পরে যা ওর মার জন্য আমার ছোট সংসারের সুখ শান্তি কিভাবে কেড়ে নিয়েছে তার মা কায়নাত।।

—–তো বড় আব্বুও এর জন্য কম দায়ি নই??

—– না নই।।তোর বড় আব্বুকে তার মা তার রূপের জালে ফাসিয়েছে।।শেষ করে দিয়েছে সব।।

—-বাহ দাদু বাহ।। এক হাতে তালি বাজে না তা তুমিও জানো আর আমিও।।তোমার ছেলে যে যেছে গেছে তা বল না কেন…!! তোমার ছেলেই তার কাছে গিয়েছিল,, সে তো আসে নি?? বলতে গেলে তার চরিত্রে দোষ ছিল….!!

—–এহসান…!! বলে ঠাস করে চড় মেরে দেয় তার বড় আম্মু।।

—-এতক্ষণ যা যা বলেছো,, সব শুনেছি, আসচ্ছি পর থেকে সেই মেয়েটিকে নিয়ে তোমার মাতামাতি দেখেই যাচ্ছি,,কিছু বলিনি….!! কিন্তু তাই বলে তুমি তোমার বড় আব্বুর চরিত্র নিয়ে কথা বলতে পারো না।। যা দোষ ছিল ওর মার,, আমি নিজে কায়নাতের কাছে গিয়েছি,, পায়ে পড়েছি,, বলেছি,, যেন দূরে সরে যায় ও আমাদের জিবন থেকে।। সে কি বলেছিল জানো?? বলেছিল পারবেনা।।তাকে আমি আমার তিন সন্তানের দোহাই দিয়েছি।।কিন্তু সে….!! তার রং দেখিয়ে গেছে।। ভাল হয়েছে মোরে গেছে।।নিশ্চয়ই জাহান্নামের আগুনে পুরছে।।

—–বড় আম্মু মানলাম কায়নাত আন্টির সব দোষ??তো কুহুর কি দোষ??তোমরা কেন মেনে নিচ্ছো না??

তখনি দাদু বলে উঠেন,,
—–কোনো জারজ, নাজায়েজ সন্তানকে আমরা কেন নাম দিব??আর তারতো কোনো প্রুভ ও নেই,, যে তোর বড় আব্বুর সন্তান??

—–দাদু তুমি এসব কি বলচ্ছো,,, তুমি নিজেও জানো কুহু বড় আব্বুর,,,।।

বাকিটা বলতে না দিয়ে বড় আম্মু বলে উঠে,,
—-ঠিক বলছে,, তোমার দাদু।। কায়নাতে চরিত্র ভালছিল না।। কুহু যে তোমার বড় আব্বুর সন্তান! তার কোনো গ্যারান্টি নেই।।আর এসব কথা এখানেই শেষ কর।। আর ওই মেয়ে একটা অশুভ আত্না ঠিক তার মার মতো।।সেও যখন আমাদের লাইফে আসে,,তখন সব শান্তি কেড়ে নেয়।।আর এখন এই মেয়ে এসেছে সব উলোট পালট করে দিয়েছে।।

—-দাদু, বড় মা তোমরা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো??একটা মেয়েকে এসব….!!

—–আর কিছু বলতে চাই না এহসান।।ঘুমুতে যাও।। আর কালকের পর যেন তোকে ওই মেয়েকে নিয়ে এত মাতামাতি না দেখি তাহলে তোর দাদু হারাবি।।

দাদুর ঘরে, দাদু, এহসান আর বড় আম্মু তাদের কথোপকথন চলছিল।।তখনি বাহিরে কিছু পড়ে যাওয়ার শব্দ বাহিরে আসে এহসান,, দেখে কুহু দাড়িয়ে আছে,, সারা শরীর তার কাপচ্ছে,,সাথে চোখ দিয়ে পানি পড়ছে অনর্গল।।হাতে থাকা পানির জগটি মাটিতে পড়ে ভেঙ্গে গেছে। এহসান যখনি কুহুকে ধরতে চায় কুহু দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে কাঁদতে লাগে।।

তখন আমায়রা আপি আমাকে খাইয়ে চলে গেলেন,,
তার সাথে অনেক কথাও হলো।।
উনি খুব ফ্রী মাইন্ডে।।

আপি যাওয়ার সময় তার ফোনটা আমার রুমে ভুলে রেখে চলে গেছেন।।যা ক্রমাগত বেজে চলেছে।।না পারতে ফোনটা হাতে নিয়ে দেখি স্ত্রিনে লাভ লিখা।।তাই ফোনটা নিয়ে রুম থেকে বাহিরে আসি।।সিঁড়ির কাছে এসে থমকে যাই।।তাই আড়ালে চলে যাই পিলারের।।

সকলেই ডিনার টেবিলে বসে খাবার খাচ্ছেন।।
কি সুন্দর, হাসি ঠাট্টা করে কথা বলছেন, সেখানে একটি আন্টি তাদের খাবার দিচ্ছেন বেড়ে।।দাদু তাকে বড় বউ ডাকছেন।।হয়তো তিনি আমার মা??

সৎ মা বলতে কেন যেন মন সায় দিলোনা তাই মা বললাম।।মা তো মাই হয়! সে সৎ হত আর আসল।।মাকে দেখে সত্যি জড়িয়ে ধরতে ইচ্ছে করছে।।তাকেও মা বলতে ইচ্ছা করছে।।পাশেই আমার বাবা বসা।।বাবর মুখেও হাসি, তৃপ্তির হাসি।।তার সম্পূর্ণ পরিবার তার সামনে হাসচ্ছে, খেলছে খুশিতো হবেই।।আমার খুব লোভ হচ্ছে।।সত্যি!! আমি যদি তাদের পরিবারের ছোট একটা অংশ হতে পারতাম।।তাদের এই খাবার টেবিলে আমার একটি জায়গা হতো??তাদের মনের কোনে আমাকে একটু ছোট জায়গা দিত???দিবে কি কখনো??

সবাই তানহাকে মুখু তুলে খাইয়ে দিছে।।সে নাকি আমার বোন,, তার পাশেই আমার বড় ভাই আয়মান, আর তার বউ আমায়রা আপি বসা।।আমায়রা আপি ভাইয়ার ওয়াইফ।।তাদের রিলেশনে বিয়ে।।কি সুন্দর হাসি খুশি ফ্যামিলি তারা।।

আর আমার কেউ নেই শুধু নানু মা ছাড়া।।ইসসস!! আমি তাদের ফ্যামিলির একটি অংশ হতে পারতাম।।এসব ভাবতে ভাবতেই ঘরের দিক যাচ্ছিলাম তখনি এহসান ভাইয়া আমাকে টেনে নিচে নিয়ে আসলেন সবার সামনে।।

তখন খাবার টেবিলে সবাই চুপ হয়ে গেলেন।।আমার নিজের কাছে তেমন জানি আন ইজি ফিল হচ্ছিল।।তাই চলে যেতে নেই।।কিন্তু এহসান ভাইয়া আমাকে চেয়ার টেনে বসিয়ে দেন।।তখন সাথে সাথে তানহা মেয়েটি দাড়িয়ে যায়!!

—-আম্মু আমার খাওয়া শেষ।। বলে গট গট করে চলে গেল।।কিছুক্ষণ পর আয়মান ভাইয়া,, এহসান ভাইয়ার বড় আম্মু, দাদু সবাই চলে গেলেন।।
টেবিলে শুধু দাদা, আমার বাবা, আর এহসান ভাইযা, তার আব্বু আম্মু রয়ে গেলেন।।তখনি দাদা আমার দিক তাকিয়ে বলতে লাগেন,,
—–এহসান কাজটা ভাল কর নি!! বলে তিনিও চলে গেলেন।।

আর বাবা একবার আমার দিক তাকিয়ে দাদার পিছনে চলে গেলেন।।
আমার এখন জানি কেমন লাগচ্ছে,,
সবাই আমার জন্য খাবার ছেড়ে চলে গেলেন,,
আমি কি এতি খারাপ,,,
কলিজা ছিড়ে যাচ্ছিল আমার।।
চোখে যেন কান্না আটকাতে পারছি না।।তাই দৌড়ে রুমে চলে আসলাম।।আর তখন ইউসুফ কল করে,,
চোখ মুখে ফোনটা রিসিব করতেই বলতে লাগেন,,
—-কি করছে আমার বাবুইপাখিটা??খেয়েছে সে??
—-হুম খেয়েছে!! আপনি খেয়েছেন??
—–হুম খেয়েছি।।তা কি করছে বাবুই??
—–কিছু না।।আপনি??
—–আমি তো আমার মো না লি সার সাথে কথা বলছি।।
আমি ফিক করে হেসে দিলাম।।
আর তিনি বলতে লাগেন,,
—-যাক আমার বাবুইপাখি হাসলো লাস্ট পর্যন্ত।।তোমার হাসির জন্য কতটা পাগল তুমি জানো না বাবুইপাখি।।
“তোমার ওই ঠোঁটের হাসিতে প্রতিবার হই কাতাল
তোমার ওই চোখের চাহনীতে ঘায়েল হই কতখানি,
তোমার ওই মন মাতানো শরীরের ঘ্রাণ টেনে আনে বার বার।।
তোমার ওই মিষ্টি হাসিতে মাতাল হয়েছি কত যে বার।।
তুমি যে আমার নেশা,তোমাতেই আমি মাতাল।।””

—–তাই নাকি??আজ আপনার কথা শুনে কবি কবি লাগচ্ছে।। একটু হেসে।।
—–কোনো এক মহাপুরুষ বলেছিল,, যখন মানুষের মনে প্রেম, ভালবাসার আবির্ভাব হয় তখন নাকি মানুষ কবি হয়ে যায়।।আর জানো যত কবি,, আছে তারা কেউ প্রেম, ভালবাসা, নয়ত ছেঁকা খেয়ে কবি হয়েছেন।।বুঝলা বাবুইপাখি।।

—–এতো ভাল কেন বাসেন??
—–তুমি যে বাসনা তাই!!বাবুইপাখি??আমাকে কি ভালবাসা যায় না??
—–আমি চুপ।। কি বলবো তারে??
—–আচ্ছা থাক বলতে হবে না।।আমিতো বাসি তাতেই চলবে।।

এভাবে অনেক রাত পর্যন্ত ইউসুফের সাথে কথা হয় আমার।।ধীরো দীরে সে আমাকে তার প্রতি আসক্ত করে তুলছে।।বেচারাকে আমিও যে ভালবেসে ফেলেছি??কিন্তু তাকে যে মুখ ফুঁটে বলতে পারছি না।।কিন্তু তিনি যে অধীর আগ্রহ নিয়ে বসে থাকে।।আমার এই কথাটি শুনতে।।নাহ আর তাকে কষ্ট দিবো না।।তাকে এবার বলেই দিব।।সে আমার কাছে একজন ম্যাজিশিয়ান।। যে যাদুকে সব দুঃখ, কষ্ট গুঁজে দেয়,,মুহুর্তে আর হাসি ফুঁটিয়ে তোলে।।

এসব ভাবচ্ছি,, তখন পানি তৃষ্ণা পেলে।।তাই টেবিলের কাছে পানি নিতে যাই।।কিন্তু জগে পানি নেই।।তাই নিচে যাচ্ছিলাম পানি আনতে,, আর তখনি দাদুর ঘরের মধ্যে এহসান ভাইয়ার জোড় গলায় কথা শুনা গেল।।তখন তাদের নিজেদের ব্যাপার বলে চলে যেতেই নেই তখনি শুনতে পাই আমার মার কথা।।তাই না চাইতেও দাঁড়িয়ে যাই সেখানে।। আর যা শুনলাম।।তার জন্য মোটেও তৈরি ছিলাম না।।

সাথে সাথে আমার হাতে থাকা জগ টা মাটিতে পড়ে যায় আর দৌড়ে চলে যাই ঘরে।।এহসান ভাইয়া পিছন থেকে বার কয়েক ডাকলেন।।কিন্তু আমার যে দাড়িয়ে থাকার মত অবস্তা নেই।।আমি দরজা লাগিযে কাঁদতে লাগি।।এত দিন যা জানতাম সব ভুল সব।।আমি নাজায়েজ কথাটি বার বার যে কানে বাঁজতে লাগল।। আমি আজ চিতকার করে কাঁদচ্ছি।।আমার মাকে তারা খারাপ বলছে? আমার মার নাকি চরিত্র ভাল না।।

আমি এসব বিশ্বাস করি না।।কিন্তু আমি যে নাজায়েজ।। আর পারছি না সইতে।।মাথাটা কেমন জানি ঘুরছে।।চোখর সামনে সব ঘোলাটে লাগছে।। ধীরে ধীরে দেয়াল ধরে বিছানার পাশে বসলাম।।আর গা এলিয়ে দিলাম বিছানায়।।ধীরে চোখ বন্ধ হয়ে আসলো।। চোখের সামনে সব আন্ধকার হয়ে উঠলো।।তার পর আর কিছু মনে নেই আমার।।

________________________________________________

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে